ডাকসু-জাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইউটিএল
দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) দাবি করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন ইউটিএল নেতারা।বিবৃতিতে নেতারা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চকসু) নির্বাচনও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও সক্রিয় ছাত্র সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রবর্তন শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতির উপর ইউটিএল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এবং ক্যাম্পাস হোক শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ।নেতারা আরও বলেন, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেতন থাকবেন। একইসঙ্গে যারা নির্বাচিত হতে পারেননি, তাদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করবেন— এ প্রত্যাশা করছি।ভোরের আকাশ/এসএইচ
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১২ এএম
ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা শুরু হয়।সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভার সভাপতিত্ব করছেন।এর আগে, গতকাল শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়।ভোরের আকাশ/তা.কা
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ এএম
ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভা শুরু হয়।সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভার সভাপতিত্ব করছেন।এর আগে, গতকাল শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়।ভোরের আকাশ/তা.কা
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ এএম
সাংবাদিক শিবলীর পরিবারের পাশে ডাকসুর নেতারা, ২ লাখ টাকা অনুদান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যাওয়া চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নিহত সাংবাদিকের পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এম এম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতারা।ঘটনাটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান ডাকসুর জিএস এম এম ফরহাদ। তিনি লেখেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান—চার বছর বয়সী আয়াত ও দেড় বছরের আজমীন।”ফরহাদ আরও উল্লেখ করেন, “আয়াত আমাকে বলছিল, বাবা আর ফিরবেন না। তাই আমি মা ও ছোট বোনের খোঁজ রাখব।” ছোট্ট শিশুর মুখে এমন কথা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। পরিবারের প্রাথমিক চাহিদার জন্য আমরা দুই লাখ টাকা প্রদান করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব।”প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় সরাসরি সংবাদ প্রচারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভোরের আকাশ//হ.র
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৬ এএম
সাংবাদিক শিবলীর পরিবারের পাশে ডাকসুর নেতারা, ২ লাখ টাকা অনুদান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা যাওয়া চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের খোঁজখবর নিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নিহত সাংবাদিকের পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এম এম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতারা।ঘটনাটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান ডাকসুর জিএস এম এম ফরহাদ। তিনি লেখেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান—চার বছর বয়সী আয়াত ও দেড় বছরের আজমীন।”ফরহাদ আরও উল্লেখ করেন, “আয়াত আমাকে বলছিল, বাবা আর ফিরবেন না। তাই আমি মা ও ছোট বোনের খোঁজ রাখব।” ছোট্ট শিশুর মুখে এমন কথা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। পরিবারের প্রাথমিক চাহিদার জন্য আমরা দুই লাখ টাকা প্রদান করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করব।”প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় সরাসরি সংবাদ প্রচারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ভোরের আকাশ//হ.র
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৬ এএম
ডাকসুতে শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ শশী থারুরের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লেখযোগ্য সাফল্য ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “অনেক ভারতীয় হয়তো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। তবে আমার কাছে এটি ভবিষ্যতের জন্য গুরুতর সংকেত। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল— (নিষিদ্ধ) আওয়ামী লীগ ও বিএনপি— জনগণের আস্থা হারিয়েছে। এ কারণে অনেকে বিকল্প হিসেবে জামায়াতে ইসলামীকে বেছে নিচ্ছেন।”থারুরের মতে, ভোটাররা উগ্রপন্থা বা মৌলবাদে আস্থাশীল হওয়ার কারণে নয়, বরং দুর্নীতি ও অব্যবস্থাপনায় জর্জরিত মূলধারার দলগুলোর তুলনায় জামায়াতকে অপেক্ষাকৃত ‘পরিষ্কার’ একটি শক্তি হিসেবেই দেখছেন।তিনি আরও প্রশ্ন তোলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এই প্রবণতা কীভাবে প্রতিফলিত হবে? নয়াদিল্লি কি তখন এমন এক বাস্তবতার মুখোমুখি হবে, যেখানে বাংলাদেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করবে?”ভোরের আকাশ//হ.র
১২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৭ এএম
ডাকসু নির্বাচনে ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা এসব ফল ঘোষণা করেন।এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, ভিপি, জিএস ও এজিএস—শীর্ষ তিনটি পদেই এগিয়ে আছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।ভিপি পদে জোটের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন সর্বমোট ৫৭১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৫১৯ ভোট। জিএস পদে এগিয়ে আছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে শীর্ষে রয়েছেন মহিউদ্দিন খান।কেন্দ্রভিত্তিক ফলাফল (সংক্ষেপে):ফজলুল হক মুসলিম হল: ভিপি—সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১; জিএস—ফরহাদ ৫৮৯, আবু বাকের ৩৪১।অমর একুশে হল: ভিপি—সাদিক ৬৪৪, আবিদুল ১৪১; জিএস—ফরহাদ ৪৬৬, তানভির ১৮০।সুফিয়া কামাল হল: ভিপি—সাদিক ১২৭০, আবিদুল ৪২৩; জিএস—ফরহাদ ৯৬৪, মেঘ মল্লার ৫০৭।শামসুন্নাহার হল: ভিপি—সাদিক ১১১৪, আবিদুল ৪৩৪; জিএস—ফরহাদ ৮১৪, তানভির ৩১২।জিয়া হল: ভিপি—সাদিক ৮৪১, আবিদুল ১৮১; জিএস—ফরহাদ ৫৮৯, তানভির ২২৮।শহীদুল্লাহ হল: ভিপি—সাদিক ৯৬৬, আবিদুল ১৯৯; জিএস—ফরহাদ ৭৭৩, তানভির ২৪৯।এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।ভোরের আকাশ//হ.র
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হল ও সুফিয়া কামাল হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট ১,৯১৪ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৬৪ ভোট।রাত পৌনে ২টা থেকে উভয় হলে ফলাফল ঘোষণা শুরু হয়।নির্বাচনের সংক্ষিপ্ত তথ্যঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয় বছর পর অনুষ্ঠিত হল মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন।ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে, ৮১০টি বুথে।২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।ভিপি পদে: ৪৫ জন (নারী ৫)জিএস পদে: ১৯ জন (নারী ১)এজিএস পদে: ২৫ জন (নারী ৪)মোট ভোটার: ৩৯,৭৭৫ জনছাত্র ভোটার: ২০,৮৭৩ছাত্রী ভোটার: ১৮,৯০২ভোটগ্রহণের হার: ৮০ শতাংশের বেশিনির্বাচনের ফলাফলের সঙ্গে এই ব্যবধান সরকারের জন্য এবং ছাত্র রাজনীতির ভবিষ্যতের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।ভোরের আকাশ//হ.র
১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৯ এএম
ডাকসুর ফলাফল নিয়ে হাসনাত আব্দুল্লাহ’র বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা রাতের মধ্যে হওয়ার কথা। ফলাফলকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।হাসনাত লিখেছেন, “আজ ডাকসুতে যারা জিতবে তারা কীভাবে দায়িত্ব নেবে এবং যারা হেরে যাবে তারা কীভাবে পরাজয় গ্রহণ করবে—এই দুই প্রশ্নের উত্তর আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্দেশ করবে।”তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব, পেশিশক্তি এবং সংগঠিত উপস্থিতি ছাত্র রাজনীতির স্বতন্ত্র চরিত্রকে ক্ষতিগ্রস্ত করছে। ডাকসু এখন শুধু ছাত্রদের ম্যান্ডেট বহন করছে না, বরং জাতীয় রাজনৈতিক দলের এক্সটেনশন হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।হাসনাত আব্দুল্লাহ সবাইকে সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি হল পরাজয়কে সম্মান করা। যাকে আমরা ব্যক্তিগতভাবে অপছন্দ করি, তাকেও জনগণ বেছে নিলে তার সিদ্ধান্তকে সম্মান করাই গণতন্ত্র।”তিনি দেশের সব রাজনৈতিক দলকে সতর্ক করে বলেছেন, স্বল্পমেয়াদি স্বার্থের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করলে আগামী দিনের রাজনীতি জয়ীদের উল্লাস ও পরাজিতদের ক্ষোভের মধ্যে বন্দী হয়ে যাবে। তিনি বলেন, “এখন সময় এসেছে এই চক্র থেকে বেরিয়ে এসে জনগণের চাওয়াকে অগ্রাধিকার দেওয়ার এবং পরাজয়কে সম্মানিত করার সংস্কৃতি গড়ার।”ভোরের আকাশ//হ.র
১০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৪ এএম
ডাকসুর ফলাফল কখন, জানালেন রিটার্নিং অফিসার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২২২২ জন, কাস্টিং হয়েছে ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ভোট ৩৯০৭টি (৬৯ শতাংশ), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ।ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:২৮ পিএম
ডাকসু নির্বাচন সবার জন্য মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা জাতীয় নির্বাচনের একটা মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।ভোটগ্রহণ চলাকালে উঠে আসা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, কোনও পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছি, খুব ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে মিডিয়ায় যা দেখেছি, তাতে সব ঠিকঠাকভাবে হচ্ছে বলে মনে হয়েছে।ডাকসুর পরে জাকসু নির্বাচন এবং এরপর জাতীয় নির্বাচন সামনে রেখে এসব নির্বাচন মডেল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এখানে ভোট দিচ্ছে তারা সবাই শতভাগ শিক্ষিত সমাজের অংশ। জাতীয় নির্বাচনকে সরাসরি এর সঙ্গে মেলানো যাবে না। তবে এটি একটি মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে কাজ করছেন, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে সে সুযোগ সবসময় থাকে না।তিনি আরও বলেন, অনেক বছর পর একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি, এটি সুন্দরভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।ভোরের আকাশ/এসএইচ