ছবি: সংগৃহীত
বিক্ষোভরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরাতে জলকামান ও একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।
সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এই মুখোমুখি অবস্থান দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সংঘটিত হয়।
জানা গেছে, এই সদস্যরা প্রথমে পুলিশি বাধার মুখে পড়লেও পরে ব্যারিকেড ভেঙে পদযাত্রা চালিয়ে যান। পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিক্ষোভরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরাতে জলকামান ও একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এই মুখোমুখি অবস্থান দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে সংঘটিত হয়।জানা গেছে, এই সদস্যরা প্রথমে পুলিশি বাধার মুখে পড়লেও পরে ব্যারিকেড ভেঙে পদযাত্রা চালিয়ে যান। পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।ভোরের আকাশ/এসএইচ
কোরবানির ঈদের পর থেকে বেড়েই চলেছে চালের দাম। এরপর সবজির দামও বেড়েছে গেলো সপ্তাহ থেকে। সব মিলিয়ে চড়া দামে চাল আর সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। সরবরাহ ভালো থাকলেও রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।একইসঙ্গে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মুরগি। তবে বাজারগুলোতে আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া ও মিরপুর ২ নম্বর সেকশন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এ ছাড়া রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজারে বাজার পরিস্থিতি খোঁজ নিতে গেলে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই চালের দাম বেড়েছে। সেখানে চালকল মালিকরা ঈদের পর কারবার চাঙা হওয়ার সঙ্গে দাম বাড়িয়েছেন, যে কারণে চালের দাম বেশি এখন। ঈদের পর প্রতি বস্তা চালের দাম সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো থাকলেও সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এসব বাজারে বেগুন প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, কচুর মুখী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এসব বাজারে সাজনা কেজিতে ১৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচা আম ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা ও পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, ইন্ডিয়ান গাজর ১৫০ টাকা, মুলা ৬০ টাকা, দেশি শসা ৬০ টাকা ও হাইব্রিড শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এসব বাজারে লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনেপাতা ৩২০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ২০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা পিস, ক্যাপসিকাম ৩৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৩০ থেকে ৪০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৫৫ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সোনালি কক মুরগি ৩০০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ২৭০ টাকা, লাল লেয়ার মুরগি ২৯০ টাকা, সাদা লেয়ার মুরগি ২৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ টাকা ও দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজারগুলো গত সপ্তাহের মতো দাম চড়া দেখা গেছে। এসব বাজারে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৭০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ২ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি শিং চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা, দেশি শিং ১০০০ টাকা, রুই দাম বেড়ে (আকারভেদে) ৩৫০ থেকে ৪৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙাশ ২০০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১২০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকায় ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারগুলোতে আদা ১৪০ থেকে ১৮০ টাকা, রসুন দেশি ১৩০ টাকা, ইন্ডিয়ান ১৮০ টাকা, দেশি মশুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, ছোলা ১১০ টাকা, খেসারির ডাল ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এসব বাজারে মিনিকেট চাল প্রকারভেদে ৮২ থেকে ৯২ টাকা, নাজিরশাইল ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৫৫ টাকা ও ২৮ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে।বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।ভোরের আকাশ/আজাসা
রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে ভিআইপি রুম না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নারী গ্রাহকদের ওপর হামলা ও হোটেল ভাঙচুর করেছেন যুবদল নেতা মনির হোসেন। ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল।মঙ্গলবার (১ জুলাই) রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় মামলা দায়ের করেছে, যদিও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ঘটনার একটি সিসিটিভি ফুটেজ অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার ফেসবুক পেজে প্রকাশ করলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় পেছন দিক থেকে এক ব্যক্তি তার পথ রোধ করে আঘাত করছেন। এতে তিনি পড়ে যান। তার সঙ্গে থাকা আরেক নারীও হামলার শিকার হন।হামলাকারীদের সংখ্যা ছিল ৮ থেকে ১০ জন। তারা মেঝেতে পড়ে থাকা দুই নারীকে ঘিরে রেখে আক্রমণ চালায়। ভিডিওতে নারীদের চিৎকার ও হোটেলের ভাঙচুরের শব্দ শোনা যায়।হোটেল কর্তৃপক্ষ জানায়, ঘটনার মূল সূত্রপাত ঘটে গত ৩০ জুন রাত ৮টার দিকে। বনানী যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া হোটেলে গিয়ে একটি ভিআইপি রুম চান। তখন সব রুম বুকড থাকায় তাকে রুম দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরে তিনি হোটেলের বারে বসে খাবার খান ও মদ্যপান করেন এবং বিলের ওপর ‘স্থানীয় নেতা’ পরিচয় দিয়ে ডিসকাউন্ট দাবি করেন। হোটেল কর্তৃপক্ষ আংশিক ছাড়ে বিল পরিশোধের সুযোগ দিলেও ভিআইপি রুম না দেওয়ায় মনির হুমকি-ধমকি দিয়ে হোটেল ত্যাগ করেন।পরদিন রাতে মনির হোসেন ও তার অনুসারীরা হোটেলে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।মামলার বাদী জাকারিয়া হোটেলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক এজাহারে উল্লেখ করেন, হামলাকারীরা হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে ১০ লাখ টাকার সম্পত্তি নষ্ট করেন। এছাড়া বার থেকে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার লুট করে নিয়ে যান।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ঘটনায় মনির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।ভিডিও প্রকাশ ও সামাজিক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মনির হোসেনকে যুবদল থেকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় দলটি।ভোরের আকাশ//হ.র
আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর লালবাগে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।মো. সারওয়ার জানান, আগামী ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী রাজধানীর যেসব সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্টও জোরদার করা হয়েছে।ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, জনভোগান্তি এড়াতে তাজিয়া মিছিলের রুটগুলো এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া, মিছিল চলাকালীন পটকা, আতশবাজি, ধাতব বা দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিল যেন উচ্চ আওয়াজ ছাড়াই পরিচালিত হয় এবং সন্ধ্যার আগেই শেষ করা হয়, সে অনুরোধও জানানো হয়েছে।আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/জাআ