নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছাকাছি এলাকায় তাদের বাংলাদেশে পাঠিয়ে দিলে বিজিবির সদস্যরা আটক করেন।পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।আটকদের মধ্যে দুজন পুরুষ ও আটজন নারী রয়েছেন। তারা হলেন—আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), রুমা বেগম (২৫), কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), কোহিনুর বেগম (২৬), নাসরিন বেগম (৩৩), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও সুমন হোসেন (২৭)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকায় ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময় সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই শহরে যান তারা। পুরুষরা সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন এবং নারীরা বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীকালে তাদের ভারতীয় গোয়েন্দা পুলিশ (সিআইডি) আটক করে।পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের বিজিবির হাতে হস্তান্তর না করে অবৈধভাবে সীমান্ত পিলার ২৫৬/৭-এস দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।ভোরের আকাশ/জাআ
৩১ জুলাই ২০২৫ ০৮:৫০ পিএম
পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার
বৈধ কাগজপত্র ছাড়া ইরানে প্রবেশের চেষ্টাকালে পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।বুধবার তাফরানের কাছে যৌথ অভিযান চালিয়ে এই ৩৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।একটি সূত্র জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের চাগাই বিভাগের মাসকিল এলাকা দিয়ে বাংলাদেশিরা ইরানে প্রবেশের চেস্টা করেন। নির্জন ওই এলাকাটি দিয়ে পাকিস্তান থেকে অনেকেই ইরানে যান।যেসব বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা গত জুন এবং চলতি জুলাইয়ে বৈধ উপায়ে পাকিস্তানে প্রবেশ করেন। কিন্তু কোনো বৈধ কাগজ ও ছাড়পত্র ছাড়া তারা ইরানে যাওয়ার চেষ্টা করেন।পাক সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা দলবদ্ধ হয়ে ইরানের ঢোকার চেষ্টা করেন। তখন তাদের থামান নিরাপত্তারক্ষীরা। ইরানে যাওয়ার কাগজপত্র চাইলে তারা সেগুলো দিতে ব্যর্থ হন।এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ৩৩ জনের সবাইকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা কোনো মানবপাচার চক্রের সদস্য হতে পারেন। যারা সীমান্ত এলাকায় কার্যক্রম চালান।ভোরের আকাশ/জাআ
২৪ জুলাই ২০২৫ ১০:৪৭ পিএম
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ও সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার ও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে এই ঘটনা ঘটে।সুনামগঞ্জের দোয়ারা বাজারের বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ গরু আনতে গেলে শফিকুলকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে।অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।শনিবার ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে। নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সেক্টরের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি বলেন, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ১১:৪৭ এএম
সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওমর মিয়া (২৫) নামে এক যুবকের বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে জারুলিয়াছড়ি বিওপির ৪৬ ও ৪৭ পিলারে এঘটনা ঘটে বলে জানিয়েছেন,নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হকআহত ওমর মিয়া (২৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার সাবের মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সাথে জড়িত ওমর মিয়া। সীমান্ত দিয়ে প্রায় সময় গরু ও মাদক আনা নেয়া করত সে। বুধবার সকালে সীমান্তে চোরাই পণ্য আনতে গেলে আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার পায়ের গোড়ালির নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কক্সবাজার হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও সামরিক জান্তার চলমান সংঘর্ষের কারণে সীমান্তের বিভিন্ন জায়গায় মাইন পুতে রেখেছে আরাকান আর্মি।নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।এর আগে গত ২২ জুন নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়। এ নিয়ে গত এক বছরে স্থল মাইন বিস্ফোরনে অন্তত ১০ জন পা বিচ্ছিন্নসহ গুরুতর আহত হয়।ভোরের আকাশ/আজাসা
২৫ জুন ২০২৫ ০৭:৩৩ পিএম
ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান
ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান। বালুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।আল-জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন- চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে।চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম জানান, ইরানে প্রবেশ আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানান তিনি। ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফেরার ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না।আতাউল মুনিম আরও বলেন, আজ প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে।ভোরের আকাশ/আজাসা
১৬ জুন ২০২৫ ০৭:০৭ পিএম
বাংলাদেশের গরু নিয়ে গেল ভারতের বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশের ৭-৮টি গরু সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানায় বিজিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আখাউড়া উপজেলার কালিকাপুর এলাকায় সীমান্তের কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করেন স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৭-৮টি গরু ধরে নিয়ে গিয়ে তাঁরকাটার কাছে বেঁধে রাখেন। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। রোববার দুপরে এ রিপোর্ট লিখা পর্যন্ত গরুগুলো ভারতীয় বিএসএফের কাছেই ছিল। এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে। বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।ভোরের আকাশ/আজাসা
১৫ জুন ২০২৫ ০৪:৪১ পিএম
নিজ রাইফেলের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার
নিজ রাইফেলের গুলিতে ভারতীয় এক সেনার মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এই ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।সংবাদমাধ্যমটি বলছে, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি সেনা চৌকিতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্য মারা গেছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বিকেলে ঘটেছে এই ঘটনাটি।নিহত ওই সেনার বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। সাম্বা জেলার বর্ডার আউটপোস্ট সরোজ-এ প্রহরার দায়িত্বে ছিলেন তিনি। সেখানেই হঠাৎ করে নিজের রাইফেল থেকে গুলি ছুটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে, কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ভোরের আকাশ/এসএইচ