বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা
আগামী বছরের জানুয়ারি মাস থেকে বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ।তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারে। ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।ভোরের আকাশ/এসএইচ
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫২ পিএম
আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১৪৭ রানের জবাবে ১০৫ রানে অল আউট হয়েছে আরব আমিরাত।বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচটা ছিল নকআউট। এই ম্যাচের জয়ী দলেরই নিশ্চিত হওয়ার কথা সুপার ফোর। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যু। ভারতের ক্রিকেটাররা করমর্দন না করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় দাঁড় করায় পাকিস্তান। তার অপসারণ দাবিতে বুধবার বিকালের পর থেকে নানা নাটকীয়তার জন্ম দেয় পিসিবি। শেষ পর্যন্ত অবশ্য এক ঘণ্টা বিলম্বে গড়িয়েছে ম্যাচ। সেই ম্যাচ ৪১ রানে জিতে গ্রুপ ‘এ’ থেকে ভারতের পর সুপার ফোর নিশ্চিত হয়েছে পাকিস্তানেরও।শুরুতে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৯ উইকেটে ১৪৬ রানে আটকে দেয় সংযুক্ত আরব আমিরাত। দলের পেসার জুনাইদ সিদ্দিক ১৮ রানে ৪ উইকেট নেন। সঙ্গে বাঁহাতি স্পিনার সিমরনজিৎ সিং শিকার করেছেন ৩ উইকেট। পাকিস্তানকে লড়াইয়ের মতো স্কোর এনে দেন মূলদ শাহীন শাহ আফ্রিদি। শেষ দিকে মাত্র ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে ছিল দুটি চার ও শেষ ওভারে একটি ছক্কার মার।ঘাসের উইকেটে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন জুনাইদ। পাকিস্তানের ওপেনার সাইম আয়ুবকে শূন্য রানে ফেরান তিনি। যা পাকিস্তানি ব্যাটারের টানা তৃতীয় ‘ডাক’। শাহেবজাদা ফারহান রিভিউ নিয়ে এলবিডাব্লিউ থেকে বাঁচলেও বেশিক্ষণ টিকতে পারেননি। পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন লং লেগে। ৩ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৯ রানে দুই উইকেট।সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখেন ফখর জামান ও সালমান আগা। দুজন মিলে তৃতীয় উইকেটে ৫০ বলে ৬১ রান যোগ করেন। ফখর ছিলেন আক্রমণাত্মক, ধ্রুব পারাশারকে টানা দুই ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানো থেকে রেহাই মেলেনি পাকিস্তানের। সালমান আগা (২০) কভার দিয়ে বড় শট খেলতে গিয়ে ধরা পড়েন ডিপ কভারে। এরপর সিমরনজিৎ এক ওভারে দুটি উইকেট তুলে নেন।হাফসেঞ্চুরির পরই ফখর ক্যাচ তুলে ফেরেন শর্ট এক্সট্রা কভারে। কিছুক্ষণ পর হাসান নওয়াজ হন এলবিডাব্লিউ। এরপর জুনাইদ তুলে নেন মোহাম্মদ নওয়াজকেও। পরে লেগকাটারে মোহাম্মদ হারিসকেও বোল্ড করেছেন। তার পর ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ড ১৪৬ রানে নেন শাহীন। শেষ বলে রান বাড়াতে গিয়ে রান আউট হন হারিস রউফ। তাতে পড়ে নবম উইকেট।ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০০ এএম
ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিলো সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত পশ্চিম তীরে ইসরায়েলের সম্ভাব্য দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করবে। বুধবার (৩ সেপ্টেম্বর) তেলআবিবের প্রতি এই সতর্কবার্তা জানিয়েছে দেশটি। এ খবর আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেইবেহ বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে জোরদার করবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য ‘মৃত্যুঘণ্টা’ বাজাবে। তার মন্তব্য এ সময়ে এসেছে, যখন ইসরায়েলের অতি-ডানপন্থী নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে প্রায় চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাব দেন।অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের সম্ভাব্য দখলদারিত্বকে তারা আব্রাহাম চুক্তির লঙ্ঘন হিসেবে দেখে। আবুধাবি শুরু থেকেই চুক্তিটিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের একটি মাধ্যমে হিসেবে বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসে নি।উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ২৬ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর বাহরাইন ও মরক্কোও এতে যোগ দেয়। এর পর থেকে আবুধাবি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করেছে। বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে চুক্তিটি এগিয়ে নিতে চাইছে। ভোরের আকাশ/হ.র
০৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৫ এএম
সংযুক্ত আরব আমিরাতের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ
সংযুক্ত আরব আমিরাতে স্কুলে মোবাইল ফোন আনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং একই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ফোন বাজেয়াপ্ত করার জন্য স্পষ্ট নিয়মকানুন জারি করেছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় জানায়, স্কুল প্রাঙ্গণে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করার বিষয়ে স্কুলের অধ্যক্ষ এবং কিন্ডারগার্টেনগুলিকে সম্বোধন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যা পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আচরণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সম্পর্কিত ২০১৮ সালের মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং (৮৫১) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বিশেষ করে মোবাইল ফোন আনা বা যোগাযোগ ডিভাইসের অপব্যবহার সম্পর্কিত দ্বিতীয়-ডিগ্রি লঙ্ঘনের (২.৭) ধারা (৭)। এই সিদ্ধান্তের লক্ষ্য হল শিক্ষার্থীদের ফোন বহনের সাথে সম্পর্কিত ঝুঁকি থেকে রক্ষা করা এবং একটি নিরাপদ শিক্ষার পরিবেশের মধ্যে ইতিবাচক আচরণ প্রচার করা।ভোরের আকাশ/এসএইচ
২৯ আগস্ট ২০২৫ ০১:৪৯ এএম
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী ফরেন রেমিট্যান্স সেবা মাস শুরু করেছে জনতা ব্যাংক পিএলসি.।বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি রেমিট্যান্স সেবা মাসের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উক্ত সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ, জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা, মো. নজরুল ইসলাম, আশরাফুল আলম এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রবাসীরা যেন ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারেন এ ধনের সুবিধা চালু করার জন্য বাংলাদেশের ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ারও আহ্বান জানান।প্রসঙ্গত, এ সুবিধার আওতায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীরা জনতা ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ এক হাজার ৫০০ দিরহাম বিনা মাসুলে দেশে পাঠাতে পারবেন।ভোরের আকাশ/জাআ