যুবদল কর্মী আরিফ হত্যায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে
যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষ রিমান্ডে পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব তার এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ২৩ জুন তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সুব্রত বাইনকে এ মামলায় গ্রেফতার দেখান আদালত। ওইদিন সুব্রত বাইনকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখিয়ে গ্রেফতারের বিষয়ে শুনানি করা হয়।মামলা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মৃত্যু হয় তার। নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।এ ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ তদন্ত করছে। মামলার অপর আসামিরা হলেন– মো. ইয়াছিন (১৯), মো. আসিফ হোসেন (২১), মো. অনিক (১৯), মো. মিরাজ (১৯), মো. আশিক (১৯), মো. ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেফতার করে সেনাবাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।ভোরের আকাশ/এসএইচ
০৯ জুলাই ২০২৫ ০৯:৩৯ পিএম
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন
লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদককরা হয়েছে।সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় যুবদলের ফেসবুক পেজে দেওয়া দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছেন।নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, কেন্দ্র থেকে নতুন করে আমাদের দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন রেজাউল করিম লিটকে আহ্বায়ক, রশিদুল হাসান লিংকনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও আব্দুল আলিম হুমায়ুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।গত ৩ জুন যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ চেয়ে লিটন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন। ১৭ জুন কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগ পত্র গ্রহণ করে।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুলাই ২০২৫ ০৬:০৭ পিএম
যুবদলের কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরেই যুগ্ম আহবায়কের পদ স্থগিত
পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘন্টা পরই ওই কমিটির এক যুগ্ম আহবায়কের পদ স্থগিত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেন। তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার (২৬ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহবায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে। বাকী অন্য সকলকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করার তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় অদ্য ঘোষিত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিম-এর প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তিনি দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেস্টেম্বর মারুফ হাসানকে আহবায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন অভিযোগে ওই কমিটির আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।ভোরের আকাশ/জাআ
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব মো. নাজমুল হোসেন মন্ডলের ৪৪তম জন্মদিন উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।১৯৮১ সালের ২২ জনু টঙ্গীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার এই শুভদিনটি উপলক্ষে রোববার রাতে টঙ্গীর পাগাড় এলাকায় তার রাজনৈতিক অফিসে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করেন।যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডলের এই বিশেষ দিনে টঙ্গীর এক নেতা বলেন শুভেচ্ছা বার্তায় বলেন, নাজমুল ভাই সবসময় আমাদের প্রেরণা ও সাহসের প্রতীক। তিনি গাজীপুরে বিএনপির আদর্শের আলো ছড়িয়ে যাচ্ছেন। তার আত্মত্যাগ ও সাহসী নেতৃত্বই সাহসের প্রেরণা। গাজীপুরে জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করতে তার অবদান অনন্য এবং অতুলনীয়। আজকের এই শুভদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।তিনি আরও বলেন, নাজমুল ভাই শুধুমাত্র একজন নেতা নন বরং জাতীয়তাবাদী আদর্শের অভিভাবক, যার সঠিক দিকনির্দেশনা আমাদের পথ দেখিয়েছে। তার নেতৃত্বে গাজীপুর ও টঙ্গীর যুবদল এক নতুন গতিশীলতা লাভ করেছে।তার এই ৪৪তম জন্মদিনে অনলাইন প্লাটফর্ম ফেসবুকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছেন।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুন ২০২৫ ১১:৫৯ এএম
বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু
বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে।বুধবার (২৮ মে) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীসহ সমর্থকরা।ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এ সমাবেশ। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এ সমাবেশ হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে।জানা গেছে, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শিরোনামে এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।এদিকে, ঢাকা মহানগর পুলিশ সমাবেশস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানা গেছে।এর আগে, সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ সময় কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার, আবার কারও হাতে ফেস্টুন দেখা যায়। কেউ কেউ আবার নেচে-গেয়ে স্লোগানে-স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেন।ভোরের আকাশ/এসএইচ
২৯ মে ২০২৫ ০১:৪৮ এএম
হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে যুবদলের বিক্ষোভ
স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা।শনিবার (২৪ মে) বিকালে বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু করে ফকিরাপুল, নয়াপল্টন হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মামুন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহীন, সাজ্জাদ হোসেন রতন, সালাহউদ্দিন শামীম, সাইফুল ইসলাম, আরমান হোসেন, এম এ কালাম, মেহেদী হাসান নয়ন সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।এতে সাবেক যুগ্ন আহবায়ক আসিফুর রহমান বিপ্লব বলেন, আমরা আন্দোলনের অগ্রভাগের সৈনিক। কিন্তু আজ আমরা পদবিহীন। আমরা পদের জন্য লালায়িত নই। আমরা শহীদ জিয়ার সৈনিক, তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা খুনী হাসিনার বিচার চাই। অবিলম্বে ১৮ কোটি জনগণের প্রত্যাশা নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর যারা এখনও বিএনপি এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে।ভোরের আকাশ/এসএইচ