মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে ডুবে যাওয়া এক গর্ভবতী নারী ও এক শিশুর খোঁজ এখনো পাওয়া যায়নি।বৃহস্পতিবার (১২ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারীরা তাঁদের সন্ধান পাননি। এর আগে, বুধবার (১১ জুন) দুপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তাঁরা।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।নিখোঁজ দুইজন হলেন—বর্ষা খাতুন (২০), তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। অন্যজন লামিয়া খাতুন (১০)। তাঁরা দুজনেই একই গ্রামের বাসিন্দা। বর্ষার বাবার নাম মো. আব্দুল বয়াতী এবং লামিয়ার বাবার নাম মো. রাহেজ বয়াতী।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাচামারা এলাকার যমুনা নদীতে পাঁচজন নারী ও শিশু একসঙ্গে গোসলে নামেন। হঠাৎ নদীতে সৃষ্ট স্রোতে তাঁরা তলিয়ে যেতে থাকেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ হন।খবর পেয়ে প্রথমে স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত নদীতে খোঁজ চালান। পরে বিকেল ছয়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান তাঁরা। রাত আটটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালালেও কাউকে খুঁজে পাওয়া যায়নি।ঘটনার পর নদীর পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নিখোঁজদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। এলাকার মানুষ শোক ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন।ভোরের আকাশ/জাআ
১২ জুন ২০২৫ ০৫:১০ পিএম
আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
নিরাপত্তার স্বার্থে আজ সোমবার (৯ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে ও তার পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রোববার (৮ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার (৯ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।ভোরের আকাশ/এসএইচ
০৯ জুন ২০২৫ ১২:২৬ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সস্ত্রীক সাক্ষাৎ
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সেনাপ্রধান।প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে। সেখানে সাক্ষাতের ছবিও পোস্ট করা হয়েছে।ফেসবুক পোস্টে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।ভোরের আকাশ/এসএইচ
০৭ জুন ২০২৫ ০৩:৫৮ পিএম
মোবাইলে ভিডিও বানাতে গিয়ে যমুনায় ডুবে ৬ কিশোরীর মর্মান্তিক মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দরা থানা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে ছয় কিশোরীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীরা কাছাকাছি কৃষিজমিতে কাজ শেষ করে যমুনা নদীর পাড়ে বিশ্রাম নিতে গিয়েছিল। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করতে তারা নদীতে নামার সিদ্ধান্ত নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা শুরুতে নদীর তীরে খেলছিল ও মোবাইল ফোনে রিলস ভিডিও বানাচ্ছিল। এক পর্যায়ে তারা ধীরে ধীরে গভীর পানিতে চলে যায় এবং হঠাৎ স্রোতের টানে তলিয়ে যায়।ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে চারজন কিশোরী ডুবে যায় এবং বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তারাও প্রাণ হারায়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে।নিহত সবাই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ তদারকি করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কিশোরীরা সবাই পানিতে ডুবে মারা গেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ভোরের আকাশ//হ.র
০৫ জুন ২০২৫ ০২:১০ এএম
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়েছে।শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে অংশ নিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে।প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।ভোরের আকাশ/এসএইচ