চরফ্যাশনে যুবদল নেতার নামে অপপ্রচার গ্রামবাসীর ঝাড়ু মিছিল
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ১২ নং চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামের যুবদলের সভাপতি মো. নুরে আলম মুন্সির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার চরপাতিলা বাজারে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছে। মিছিলটি বাজারের পূর্ব মাথা থেকে শুরু হয়ে পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়। মিছিলটিতে ওই গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।এ সময় কামাল দালাল, জীলন, ও নাজমা, নিরুতাজ সহ স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ ও তার সহযোগী মন্নান, কাজল, সিরাজ ও নোমান সহ একদল কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে চরপাতিলা গ্রামের জনপ্রিয় যুবদল নেতা মো.নুরে আলম মুন্সির বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এবং তার নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। চরপাতিলা গ্রামের যুবদল নেতা নুরে আলম মুন্সি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করছে ফিরোজ ও তার কয়েকজন সহযোগী। আমি এই অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালানো হলে আমি আইনের আশ্রয় নেবো।অভিযুক্ত চরপাতিলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফিরোজ হাওলাদার, ও তার সহযোগী মন্নান, সিরাজ, কাজল, নোমান অভিযোগের বিষয়টি অস্বীকার করে তারা বলেন, আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করাচ্ছে যুবদল নেতা নুরে আলম মুন্সি। আমরাও সেই ঘটনার বিচার চাই।ভোরের আকাশ/হ.র
১৮ জুলাই ২০২৫ ০১:০২ এএম
জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল
পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে পৌর জামায়াত কার্যালয়ের সামনে থেকে (সাইকেল পট্টি) ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (১৬ জুলাই ) এক মিছিল অনুষ্ঠিত হয়।পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলটি বড় মসজিদ (কেন্দ্রীয় মসজিদ) সামনে থেকে শুরু হয়ে বিলাস চত্বর দিয়ে ফলপট্টি স্বর্ণকারগলি হয়ে আবার বড় মসজিদের পাশ দিয়ে পৌর ভবনের সামনে দিয়ে গিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে শেষ হয়।এতে ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য "চলো চলো ঢাকায় চলে মহাসমাবেশ সফল কর", স্লোগান দিতে থাকে। মিছিলে সদ আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর সেক্রেটারি রাকিবুল হাসান , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান ও ইমরান উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে পিরোজপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৬:৪৬ পিএম
তাজিয়া মিছিলে আতশবাজি-তরবারি-বল্লম নিষিদ্ধ
প্রতিবছর আশুরা উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হয়। এসব তাজিয়া মিছিলের বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২ জুলাই) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারেরে সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম বা ৬ জুলাই পবিত্র আশুরা উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে, যা ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। এটি ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষ্যে আঁতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।নাগরিকদের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভোরের আকাশ/আজাসা
০২ জুলাই ২০২৫ ০৬:৩৮ পিএম
হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে যুবদলের বিক্ষোভ
স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা।শনিবার (২৪ মে) বিকালে বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু করে ফকিরাপুল, নয়াপল্টন হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মামুন, আসিফুর রহমান বিপ্লব, মো. জিন্নাহ, জাকির হোসেন বাবু, আতাউর রহমান, সাবেক সদস্য ইমরান খান ইমন, গোলাম কিবরিয়া শাহীন, সাজ্জাদ হোসেন রতন, সালাহউদ্দিন শামীম, সাইফুল ইসলাম, আরমান হোসেন, এম এ কালাম, মেহেদী হাসান নয়ন সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।এতে সাবেক যুগ্ন আহবায়ক আসিফুর রহমান বিপ্লব বলেন, আমরা আন্দোলনের অগ্রভাগের সৈনিক। কিন্তু আজ আমরা পদবিহীন। আমরা পদের জন্য লালায়িত নই। আমরা শহীদ জিয়ার সৈনিক, তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা খুনী হাসিনার বিচার চাই। অবিলম্বে ১৮ কোটি জনগণের প্রত্যাশা নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর যারা এখনও বিএনপি এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে।ভোরের আকাশ/এসএইচ