সুনামগঞ্জে ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে চেম্বার প্রশাসকের মতবিনিময়
সুনামগঞ্জ জেলার ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দের সাথে চেম্বার প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ আগস্ট) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক সমর কুমার পাল।এ সময় উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, অধ্যক্ষ শেরগুল আহমেদ, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল হক, আ স ম খালিদ, মোহাম্মদ আলী খুশনুর, সাইফুল্লাহ হাসান জুনেদ, নজরুল ইসলাম, জুয়েল মিয়া,মুর্শেদ আলম, ফারুক আহমদ লিলু,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, এনাম আহমদ, জি এম তাশহিজ, নুরে আলম, নুরুল হক, মোনাজ্জির হোসেন সুজন, সুফিয়ান মিয়া কুটিমনাসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসককে আহ্বায়ক, সামসুল হক, আ স ম খালিদ, সাইফুল্লাহ হাসান জুনেদ ও জুয়েল মিয়াকে সদস্য করে একটি সহায়ক কমিটি উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গঠন করা হয়েছে। এই কমিটি নতুন সদস্য সংগ্রহ, সদস্য পদ নবায়ন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনসহ অন্যান্য কর্মকান্ড পরিচালনার জন্য সভায় মতামত ব্যক্ত করেন।এছাড়াও বিগত দিনের হিসাব নিকাশ, অনিয়ম ও দুর্নীতির তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।ভোরের আকাশ/জাআ