ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মদ-ভায়াগ্রা ও চর্ম রোগের ওষুধ জব্দ করেছে বিজিবি। গত ২৪ ঘণ্টায় উপজেলার মাধবখালী, মেদিনীপুর, কুমিল্লাপাড়া এবং বাঘাডাংগা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব বিক্রয় নিষিদ্ধ মাদক ও ওষুধ জব্দ করে তারা ।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাতটার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর্ম রোগের ক্রিম রুলিফাষ্ট (Rulifast-30 mg) ২৭ পিচ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা।অন্যদিকে, দুপুর ৩টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার-৬০/৪৩-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ইনজেকশন ফিটারো (Fitaro-2.4) ৩০ পিচ এবং চর্ম রোগের ক্রিম রুলিফাষ্ট Rulifast (15 mg) ১ পিচ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক সিজার মূল্য পঞ্চাশ হাজার টাকা। এছাড়া মাধবখালী সীমান্ত পিলার ৭১/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিনে, মেদিনীপুর সীমান্ত পিলার ৬৩/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৯২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরো জানান, এ সময় কোনো আসামি আটক করা যায়নি। উদ্ধারকৃত অবৈধ মাদক ও ওষুধের চালানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৪ পিএম
ঝিনাইদহ ফ্রী মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করে আরাপপুর বিএনপি।ছবি : ভোরের আকাশসে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ডাক্তার আসিফ হোসেন অতনুসহ আরাপপুর বিএনপির অন্যান্য নেতা কর্মীরা।ছবি : ভোরের আকাশএ সময় বক্তারা বলেন, মানুষের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় পাশে থাকে তারই একটি উদাহরণ হল আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এর মাধ্যমে অনেক মানুষকে এই উচ্চমূল্যের বাজারে বিনামূল্যে চিকিৎসা দেওয়া ও সেই সাথে ঔষধ দেওয়া হবে এটা তাদের জন্য অনেক উপকারে আসবে।একই সাথে বক্তারা আরো বলেন, আগামীতে মানুষের উন্নয়নে যা কিছু করা দরকার সবকিছুই করবে বিএনপি।ভোরের আকাশ/এসএইচ
২৯ আগস্ট ২০২৫ ০১:২৫ পিএম
ঝিনাইদহে ভারতীয় জাল রুপিসহ পিতা-পুত্র আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ ও আমান শেখ নামে দুজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় তাকে উপজেলার খোসালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।আটককৃত ওলিয়ার শেখ (৩৭) বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে। সে ২০১৪ সাল থেকে ভারতের বিহারে বসবাস করে আসছে । সেখানে ওলিয়ার দর্জির কাজ করেন। ২০১৭ সালে তিনি ভারতের বিহার রাজ্যের আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা মোছা. ববিয়াকে (৩৫) বিয়ে করেন। এ সময় তার ৫ বছর বয়সী আমান শেখকেও আটক করা হয় ।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আরো জানান, খোসালপুর বিওপির সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে বাংলাদেশের ৯'শ গজ ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। ওলিয়ারের কাছে থেকে পাওয়া তথ্য মতে, বাগেরহাট সদর নিবাসী মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫,০৪,০০০/- (পাঁচ লক্ষ চার হাজার) জাল রুপি ৬০,০০০ টাকা প্রদান করে ক্রয় করেন।পরবর্তীতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা ।ভোরের আকাশ/মো.আ.
২৭ আগস্ট ২০২৫ ১২:০৪ পিএম
ভারতে অবৈধভাবে বসবাসরত ৫ জনকে ফেরত নিল বিজিবি
অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ জনকে ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার সকাল থেকে দুপুর দেড়টার মধ্যে ঝিনাইদহের মহেশপুরের দুটি সীমান্ত যথাক্রমে মাটিলা ও বাঘাডাংগা সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় ।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাটিলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২ নারী এবং বাঘাডাংগা সীমান্তে একজন পুরুষ ও দুই নারী মোট ৫ জনকে হস্তান্তার করে ভারতীয় বিএসএফ।তিনি আরো জানান, এরা অবৈধভাবে ভারতে বসবাসরত। ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় তারা বিএসএফের হাতে ধরা পড়ে। এরপর বিএসএফ আমাদেরকে খবর নিশ্চিত করে। তারই সূত্র ধরে আমরা যাচাই-বাছাই পূর্বক তাদের নাগরিকত্বে ব্যাপারে নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বুঝে নেওয়া হয়।তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট এবং মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৮:৩২ পিএম
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি অপু গ্রেপ্তার
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। অপুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।সোমবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।এর আগে রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।জানা গেছে, তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে।এ ছাড়া গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তিনি। ওই সব মামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে।শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন। ২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুর পর অপুর ওপর সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।ভোরের আকাশ/মো.আ.
১৮ আগস্ট ২০২৫ ১১:৩৫ এএম
ঝিনাইদহে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩
ঝিনাইদহে ৩টি মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে । এ ঘটনায় আরও ৩ জন আহত হন। বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজলার দড়িগোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে ।নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬) ও একই গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬)। আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে স্থানান্তর করেন চিকিৎসক। পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুবই মর্মান্তিক ঘটনা । অতিরিক্ত গতির কারণেই এ ঘটনা ঘটেছে । তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৪ আগস্ট ২০২৫ ১১:২৭ এএম
ঝিনাইদহে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে এ দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে সরকারি ভূষণ স্কুল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।এ সময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।ছবি : ভোরের আকাশপ্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।ছবি : ভোরের আকাশবক্তারা আরও বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান। দ্রুত দাবি মেনে না নিলে আগামী কঠোর আন্দোলনের হুুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে তুলে দেন।ভোরের আকাশ/এসএইচ
৩০ জুলাই ২০২৫ ০২:১০ পিএম
সীমান্তে ৬ কোটি টাকার সোনা ফেলে ভারতে পালাল পাচারকারী
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত থেকে প্রায় ছয় কোটি টাকার ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারী ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়। বিষয়টি দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক।তিনি জানান, কুমিল্লাপাড়া বিওপি টহল দল ভোরে সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় এক ব্যক্তিকে তিনটি পোটলা নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পোটলা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যান। পরে পোটলাগুলো তল্লাশি করে ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের মোট ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা।বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধার করা সোনার বারগুলো মহেশপুর থানায় জিডি করে আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ০৬:০৬ পিএম
ঝিনাইদহে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা লালচান নামে আরেক আরোহী আহত হয়েছে।বুধবার (২৩ জুলাই) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুলাই ২০২৫ ০১:১০ পিএম
অনৈতিক কাজে ধরা ঝিনাইদহের ওসি সাইফুল ক্লোজ
স্ত্রী পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে অবস্থান, পরে ছাত্রদল নেতাদের হাতেনাতে ধরা- এমন ঘটনার জেরে ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরাতন রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পরে খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসি সাইফুল বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে টেনেহিঁচড়ে আবার ঘরের ভেতর নিয়ে যান ছাত্রদল নেতারা। ওই সময় বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপরই জেলা পুলিশের পক্ষ থেকে ওসি সাইফুলকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ওসি সাইফুল নিজে এসে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে কক্ষ নেন।পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে রেস্ট হাউসে কক্ষ বরাদ্দ দেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।ওসি সাইফুল ইসলাম দাবি করেন, কোনো অনৈতিক কিছু ঘটেনি। তিনি যশোরে ব্যক্তিগত কাজে এসেছিলেন। নারী বন্ধুটিকে সঙ্গে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলেন। এ সময় কিছু ছাত্রনেতা এসে স্বাভাবিক কথাবার্তা বলে চলে যান। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে 'অপপ্রচার' চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।ঘটনার পর থেকে মহেশপুরসহ পুরো জেলাজুড়ে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ঘটনার পরপরই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/আজাসা
০৭ জুলাই ২০২৫ ০৯:৪৫ পিএম
ঝিনাইদহে বাড়ছে বিষক্রিয়ায় অসুস্থ্য শিশুর সংখ্যা
ঝিনাইদহে শিশুদের বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। যত্রতত্র কীটনাশক ও বিষাক্ত দ্রব্য রাখা, অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করে চিকিৎসকরা। তারা বলছেন, সচেতন না হলে তা দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা বৃদ্ধিসহ শিশু মৃত্যুর কারণও হতে পারে। প্রতিমাসে সদর হাসপাতালেই গড়ে ২৫ থেকে ৩০ জন বিষক্রিয়ায় আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে।ঝিনাইদহে শিশুদের কীটনাশক পানের প্রবণতাও লক্ষণীয়। হাসপাতালে দেখা গেছে, কেউ শুয়ে আছে শিশু ওয়ার্ডের ফ্লোরে, কেউ অভিভাবকের কোলে, কারো চলছে স্যালাইন। পাশে স্বজনদের উৎকন্ঠা। খেলার সময় ঘাসমারা কীটনাশক বোতল থেকে নলকূপের পানিতে মিশিয়ে খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে ৩ থেকে ৯ বছর বয়সী ছয় শিশু।চলতি বছরের এপ্রিল মাসের ২২ তারিখ বিকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাচারীতলা গ্রামে ঘটে এ ঘটনা। কয়েকদিন পর মে মাসের ৪ তারিখ বিকালে সদর উপজেলার মুরারীদহ গ্রামে তারপিন খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে তিন বছর বয়সী দুই শিশু। এভাবে প্রতিমাসে ২৫ থেকে ৩০ জন শিশু বিষক্রিয়াই আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে।বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘরের দরজার পাশে, শিশুদের নাগালের মধ্যে রাখা হচ্ছে কীটনাশক, তারপীন, কেরোসিন সহ বিষাক্ত দ্রব্য। রাস্তার পাশে ও ক্ষেতের ধারে, নলকুপের পাশে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে কীটনাশকের বোতল। আর কোমল পানীয় ভেবে, বোতলের গায়ের বিভিন্ন রঙে আকৃষ্ট হয়ে শিশুরা খেলার ছলে কিংবা তৃষ্ণার্ত হয়ে তা খাচ্ছে। ফলে শিশুদের স্বল্প ও দীর্ঘমেয়াদী জটিলতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গরমের মৌসুমে শিশুদের এমন প্রবণতা থাকে বেশী।কৃষক ও স্থানীয়রা বলছেন, বোতল পাশে রেখে কাজ করার সময় হঠাৎই শিশুরা তারপীন জুস ভেবে খেয়ে ফেলে। স্থানীয় অনেকেই বলছেন, মাঠের আশপাশে ও রাস্তার ধারে কীটনাশকের বোতল ও প্যাকেট বেশী থাকে। ফলে শিশুরা ঔষধ খেয়ে ফেলতেই পারে অসাবধানতাবশত।ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিভাগ থেকে পাওয়া তথ্য মতে,২০২৪ সালে হাসপাতালটিতে বিষক্রিয়াই আক্রান্ত হয়ে ২ শ’ ৮৯ জন শিশু এবং ২০২৫ সালের মে মাস পর্যন্ত ১ শ’ ২৩ জন শিশু চিকিৎসা নিয়েছে। তবে বিষক্রিয়াই কোন শিশুর মৃত্যু হয়নি এখনও।মেহেদী হাসান সবুজ নামে এক শিশুর অভিভাবক বলেন, 'শিশুদের বাঁচাতে বাড়িতে কোনো ধরনের বিষাক্ত জিনিসের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এমন দুর্ঘটনা আর যেন না ঘটে, সেটাই আমাদের চাওয়া।''গ্রামে কীটনাশক প্রায়ই খোলা জায়গায় রাখা হয়। এই অসতর্কতার কারণে শিশুরা সহজেই ভুল করে এগুলো খেয়ে ফেলতে পারে। সকলের উচিত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। একইসাথে সরকারিভাবে জনসচেতনতা সৃষ্টিতে ক্যাম্পেইন করা উচিত বলে দাবি জানিয়েছেন সমাজের সচেতন মহল।'ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ আনোয়ারুল ইসলাম বলেন,'কোমল পানীয়’র বোতল, বিভিন্ন কালারের লেখার কারনে বোতলগুলোর প্রতি শিশুরা আকৃষ্ঠ হচ্ছে। বাচ্চাদের কৌতুহল বেশী থাকে এবং গরমকালে তৃষ্ণার্ত থাকে। ফলে তারা পানী ভেবে বিষাক্ত এসব জিনিস খেয়ে ফেলে। তাই যত্রতত্র না রেখে শিশুদের নাগারে বাইরে এসব রাখতে হবে। কারন বিষক্রিয়া বেশী হলে শিশুর মৃত্যূও হতে পারে বাড়তে পারে শারীরিক জটিলতা।ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, 'কৃষি কাজে ব্যবহারের পর কীটনাশক যেন সংরক্ষিত স্থানে, শিশুদের নাগালের বাইরে রাখা হয় সে ব্যাপারে কৃষকদের সচেতন করার চেষ্টা চলছে। মাঠ দিবসে এবিষয়ে কৃষকরা সচেতন করা হচ্ছে।'ভোরের আকাশ/আজাসা