চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্বে নৌবাহিনী, সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব থেকে বিদায় নিচ্ছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। দীর্ঘ ১৭ বছর পর প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামীকাল সোমবার (৭ জুলাই) থেকে এনসিটির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল চিটাগং ড্রাইডকের সঙ্গে ছয় মাস মেয়াদি একটি চুক্তি সই হবে। এর পরই আনুষ্ঠানিকভাবে সাইফ পাওয়ার টেক এনসিটির দায়িত্ব হস্তান্তর করবে।চিটাগং ড্রাইডক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যা মূলত সামরিক জাহাজ মেরামতের কাজ করে থাকে। এটি চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই অবস্থিত এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।তবে এনসিটির পরিচালনা থেকে সরে গেলেও সাইফ পাওয়ার টেক চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা অব্যাহত রাখবে। এ ছাড়া বন্দরের অপর দুটি কনটেইনার টার্মিনাল হলো— জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)।এই রদবদলে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ভোরের আকাশ//হ.র
০৭ জুলাই ২০২৫ ০৫:৪২ এএম
চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু
দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এতে ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল থেকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দরে কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে সারাদেশের সব কাস্টম হাউস ও স্টেশনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সরকার বিষয়টির সমাধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে সব ধরনের পদকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করে।এছাড়া বিক্ষোভকারী কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সরকার বলেছে, জনগণ ও অর্থনীতি রক্ষার স্বার্থে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ঘোষণার পর আন্দোলনরত কাস্টমস কর্মকর্তারা রোববার সন্ধ্যায় কাজে ফেরার সিদ্ধান্ত নেন।বন্দর সূত্রে জানা গেছে, সোমবার বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, এনবিআর কর্মীরা তাদের ধর্মঘট প্রত্যাহারের পর বন্দরে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। জাহাজ থেকে কন্টেইনার ওঠা-নামা, পণ্য খালাস এবং রপ্তানিপণ্যবাহী কন্টেইনার বন্দরে আসা সবই পুরোদমে চলছে। দুই দিনের অচলবস্থায় ইয়ার্ডে জমে থাকা কন্টেইনার সরিয়ে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব হবে।ভোরের আকাশ/এসএইচ
৩০ জুন ২০২৫ ০১:৫৪ পিএম
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, সংস্কার করতে চাচ্ছি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না।রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন।তিনি বলেন, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।তিনি আরও বলেন, আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই, কিন্তু এটিকে কোনো দেশের হাতে তুলে দিচ্ছি না। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যেন বন্দরের নির্দিষ্ট টার্মিনালগুলো পরিচালনা ও বিনিয়োগ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে চাই।এর আগে গত ১৪ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।ভোরের আকাশ/এসএইচ
২৫ মে ২০২৫ ১০:৪৬ পিএম
করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না: আমীর খসরু
বাংলাদেশের ওপর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য ‘মানবিক করিডোর’ এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাজধানীর লেকশোর হোটেলে বাজেট সংক্রান্ত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ বৈঠক আয়োজন করে।অন্তর্বর্তী সরকারের কার্যপরিধির প্রতি ইঙ্গিত করে এ সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, এখন মানবিক করিডোরের কথা বলছেন। এটি সেনসেটিভ ইস্যু, বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন। জিও স্ট্যাটিজিক ডিসিশন। আপনারা তো এই ডিসিশনের দিকে যেতে পারেন না।তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ডিসিশনে যাচ্ছেন। একটা নন-পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টেরিম গভর্নমেন্টের কি এসব সিদ্ধান্তে যাওয়ার দরকার আছে?বিএনপির এ নেতা আরও বলেন, একটা ডেমোক্র্যাটিভ সিদ্ধান্তের জন্য মানুষ জীবন দিয়েছে। দেশের মালিকানা ফেরানোর জন্য মানুষ জীবন দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই আলোচনা বাদ দিয়ে বাকি সবকিছু আমরা করছি। এসবের মাধ্যমে আপনারা (অন্তর্বর্তী সরকার) কী প্রমাণ করতে চাচ্ছেন?অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ইন্টেরিম সরকারের ওপর খুব বেশি প্রত্যাশাও নেই। কারণ, এ ধরনের সরকারের কিছু লিমিটেশন আছে। তারা জনগণের মেন্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে না। তারা পাবলিক ফিডব্যাক, জনগণ ও বিজনেস কমিউনিটির নার্ভ ফিল করতে পারে না।তিনি বলেন, এই সরকারের ওপর মানুষের যেটুকু এক্সপেকটেশন সেটা একটু ভিন্ন। ডেমোক্র্যাটিভ অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেটাই হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু আমরা সেখানে কতটুকু এগোচ্ছি?ভোরের আকাশ/এসএইচ
২০ মে ২০২৫ ০৭:৪০ পিএম
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব: প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।উপদেষ্টা বলেন, বন্দরের পরিবর্তন নিয়ে আগে লেখালেখি করলেও এবার সুযোগ পেয়েছি। এটাকে সত্যিকারের বন্দর হিসেবে তৈরি করতে প্রথম দিন থেকে কাজ শুরু করেছি।চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না। এসময় চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি।এর আগে, সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যান তিনি। একদিনের এ সফরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এ ছাড়া কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে তার।ভোরের আকাশ/এসএইচ