গোয়াইনঘাটে চাঁদাবাজি মামলার আসামি আজমলকে গ্রেফতারের দাবি
সিলেটের গোয়াইনঘাট থানায় দায়েরকৃত চাঁদাবাজি মামলার প্রধান আসামি আজমল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ।শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে নৌকা শ্রমজীবী সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নৌক শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি আলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য ও ব্যবসায়ী কামাল উদ্দিন। বক্তব্য দেন শ্রমিকনেতা কালু মিয়া, জিয়া উদ্দিন, রফিক মিয়া ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, আজমল হোসেন নদীপথে নৌযান আটকিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি গোয়াইন নদীতে দুই শতাধিক বালুবাহী নৌকা আটকে রাখার ঘটনায় গত ৭ জুলাই গোয়াইনঘাট থানায় দায়ের হওয়া মামলায় (মামলা নং-১৩) তাকে প্রধান আসামি করা হয়।বক্তারা পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ভুয়া সমন্বয়ক আজমল গ্রেফতার না হলে পুরো গোয়াইনঘাট অচল করে দেওয়া হবে। এদিকে, আজমল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।ভোরের আকাশ/জাআ
১২ জুলাই ২০২৫ ০২:০৯ এএম
ই-নামজারিসহ নানা সেবা নিয়ে গোয়াইনঘাটে ভূমি মেলা শুরু
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ মে) সকালে গোয়াইনঘাট উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট থানার এসআই মহরম আলী, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুলসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ