লুটেরাদের জব্দ টাকা ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা একটি তহবিল হচ্ছে। এই টাকা যেসব ব্যাংক থেকে লুট হয়েছে তাদের ফেরত দেওয়া হবে। এই তহবিল থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। আরেকটি অংশ দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হবে।সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার টাকা ফেরত আনার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল খুব শিগগিরই গঠন করে সরকারের কাছে হস্তান্তর করা হবে। কারণ, এই জব্দ অর্থ সরকারের কাছে আছে। পরবর্তী সরকারও এটা ব্যবস্থাপনা করবে; সেভাবেই এই তহবিল গঠন করা হবে।এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।ভোরের আকাশ/এসএইচ