কাউখালীতে ৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন
পিরোজপুরের কাউখালীতে শনিবার(৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন।দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা অনুযায়ী ১৪ তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য ও পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা সহ ৬টি দাবী আদায়ের লক্ষ্যে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাউখালী উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী রনি, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা অর্থ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা অর্থ সম্পাদক আনোয়ার কবির, সদস্য মোঃ রেদোয়ান, তানিয়া আক্তার প্রমুখ।এসময় বক্তব্য বলেন, বৈষম্যর শিকার ও স্বাস্থ্য সহকারীদের দাবি ন্যায্য ও যৌক্তিক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবিলম্বে আমলে নিয়ে স্বাস্থ্য সহকারীদের উক্ত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে।ভোরের আকাশ/তা.কা
০৪ অক্টোবর ২০২৫ ০১:২৮ পিএম
সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, টিকাদান বন্ধ
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে কর্মবিরতিতে দেশের স্বাস্থ্য সহকারীরা। বুধবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন তারা। ‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্ছিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু।এ ছাড়া কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও পরবে অনিশ্চয়তার মুখে। এতে টিকা থেকে বঞ্ছিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।স্বাস্থ্য সহকারীদের নেতারা বলছেন, আমরা বার বার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। এ বার আর আশার বাণীতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন চাই। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত একজন্য স্বাস্থ্য সহাকারীও কর্মস্থলে ফিরব না।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া স্মারকলিপিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০১ অক্টোবর ২০২৫ ০৮:৩৫ পিএম
সোমবার দুই ঘণ্টা কর্মবিরতিতে যাচ্ছেন সচিবালয়ের কর্মচারীরা
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা।রোববার (২২ জুন) সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই কর্মবিরতির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।সচিবালয়ের সংগঠনগুলোর সমন্বয়ে গঠন করা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ আন্দোলন হচ্ছে। বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১১টা ১৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মচারীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কর্মচারীরা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কর্মচারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে, ‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’, ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন।ভোরের আকাশ/এসএইচ
২২ জুন ২০২৫ ০৩:৪৭ পিএম
নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কর্মবিরতি
তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে।শিক্ষকরা বলছেন, তারা তাদের যৌক্তিক দাবিতে পাঠদান থেকে বিরত থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন।এদিকে শিক্ষার্থীরা ক্লাসে আসার পরও পাঠদান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকদের দাবি কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদন্নোতিসহ দ্রুত পদন্নোতি করতে হবে।ভোরের আকাশ/এসএইচ
২৮ মে ২০২৫ ০২:৫১ এএম
এ আন্দোলনের শেষ কোথায়
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে তা বাতিলের দাবিতে আজ রোববারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ এনবিআর কর্মকর্তারা।কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলো বাদে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেয় পরিষদ। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। কিন্তু সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। গতকাল শনিবার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি পালনের পর বিকালে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি চালিয়ে চাওয়া ও কর্মসূচি বেগবান করার বিষয়টি জানানো হয়েছে। চলমান কর্মসূচির কারণে সকল বন্দরে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে আছে বলে জানা গেছে।এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর পূর্ব ঘোষিত আন্দোলনের মধ্যেই গতকাল রাজস্ব ভবনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন বলে অনেকের মুখে শোনা যায়। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বাদানুবাদে না জড়ালেও ভবনের ভেতরে সংবাদ সম্মেলন করতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পরে ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা।সেখানে পরিষদের দাবি ও কর্মসূচি জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ-কর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী কর কমিশনার মো. ইশতিয়াক হোসেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে তারা বলেছেন, সকাল থেকেই এনবিআর ভবনের অভ্যন্তরে এবং বাইরে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিতি রয়েছেন। এ বিষয়টি তাদের মনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক করেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং অর্থবছরের শেষ প্রান্তে রাজস্ব আহরণ কার্যক্রম সচল রাখার স্বার্থে আমাদের মূল চারটি দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদান করার জন্য আমরা সরকারকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। দাবি পূরণের ঘোষণা আসার সাথে সাথে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিবো। বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার প্রতিশ্রুতির কথা জানায়। সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই এনবিআরের সব কাজ চলবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।সংশোধন করে অধ্যাদেশ বাস্তবায়ন অনেক সময়সাপেক্ষ হওয়ার কথা তুলে ধরে এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত থাকবে এবং কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কাজ করবেন। তবে তাতে সন্তুষ্ট নয় জানিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মসূচি অব্যাহত রাখে।সেদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলেছে, অধ্যাদেশ বাতিলসহ তাদের চার দাবির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি শনিবার থেকে চলবে।পরিষদের চারটি দাবি হল : জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।গত ১২ মে রাতে এনবিআর ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার। পরদিন থেকে অবস্থান ও কলমবিরতিসহ টানা কর্মসূচি পালন করে আসছেন দেশের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআরের কর্মীরা।ভোরের আকাশ/এসএইচ
২৫ মে ২০২৫ ০৮:৪২ পিএম
আজ থেকে তিন দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা
১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আজ সোমবার থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী শিক্ষকরা। এ কর্মসূচি চলবে ১৫ মে পর্যন্ত। এরপর ১৬-২০ মে দুই ঘণ্টা, ২১-২৫ মে অর্ধদিবস এবং ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি করবেন তাঁরা।শিক্ষকদের দাবিগুলো হলো—১) সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণ।২) চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে উন্নীতির জটিলতা নিরসন। ৩) শতভাগ পদোন্নতির নিশ্চয়তা।বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। সরকার ১২তম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিলেও শিক্ষকরা শুরু থেকেই ১১তম গ্রেড চান। তাঁদের দাবি, প্রধান শিক্ষকদের মতামত ও আদালতের রায় অনুযায়ী সহকারীদের ক্ষেত্রেও ন্যায্যতা বজায় রাখতে হবে।দেশে মোট ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক কর্মরত। এর মধ্যে প্রধান শিক্ষকদের বেতন বর্তমানে ১১তম গ্রেডে, যেটি আদালতের নির্দেশে কার্যকর হয়েছে।এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।ভোরের আকাশ//র.ন