× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য খাতে স্থবিরতা

এ আন্দোলনের শেষ কোথায়

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ০২:৪২ পিএম

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। ছাবটি গতকাল রাজধানীর  আগারগাঁওয়ে এনবিআর ভবন থেকে তোলা। ছবি-ভোরের আকাশ

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। ছাবটি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবন থেকে তোলা। ছবি-ভোরের আকাশ

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে তা বাতিলের দাবিতে আজ রোববারও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ এনবিআর কর্মকর্তারা।

কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলো বাদে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেয় পরিষদ। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। কিন্তু সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। গতকাল শনিবার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি পালনের পর বিকালে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি চালিয়ে চাওয়া ও কর্মসূচি বেগবান করার বিষয়টি জানানো হয়েছে। চলমান কর্মসূচির কারণে সকল বন্দরে আমদানি কার্যক্রম বন্ধ হয়ে আছে বলে জানা গেছে।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর পূর্ব ঘোষিত আন্দোলনের মধ্যেই গতকাল রাজস্ব ভবনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিলেন বলে অনেকের মুখে শোনা যায়। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বাদানুবাদে না জড়ালেও ভবনের ভেতরে সংবাদ সম্মেলন করতে বাধা দেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পরে ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা।

সেখানে পরিষদের দাবি ও কর্মসূচি জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ-কর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী কর কমিশনার মো. ইশতিয়াক হোসেন। 

বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে তারা বলেছেন, সকাল থেকেই এনবিআর ভবনের অভ্যন্তরে এবং বাইরে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিতি রয়েছেন। এ বিষয়টি তাদের মনে নানা ধরনের প্রশ্নের উদ্রেক করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং অর্থবছরের শেষ প্রান্তে রাজস্ব আহরণ কার্যক্রম সচল রাখার স্বার্থে আমাদের মূল চারটি দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদান করার জন্য আমরা সরকারকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। দাবি পূরণের ঘোষণা আসার সাথে সাথে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিবো। বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার প্রতিশ্রুতির কথা জানায়। সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই এনবিআরের সব কাজ চলবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংশোধন করে অধ্যাদেশ বাস্তবায়ন অনেক সময়সাপেক্ষ হওয়ার কথা তুলে ধরে এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত থাকবে এবং কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কাজ করবেন। তবে তাতে সন্তুষ্ট নয় জানিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মসূচি অব্যাহত রাখে।

সেদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলেছে, অধ্যাদেশ বাতিলসহ তাদের চার দাবির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি শনিবার থেকে চলবে।

পরিষদের চারটি দাবি হল : জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

গত ১২ মে রাতে এনবিআর ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার। পরদিন থেকে অবস্থান ও কলমবিরতিসহ টানা কর্মসূচি পালন করে আসছেন দেশের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থা এনবিআরের কর্মীরা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি

সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি

শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের নিজস্ব উদ্যোগে সংস্কার

শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের নিজস্ব উদ্যোগে সংস্কার

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’

এনবিআরের আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

এনবিআরের আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠাল সরকার

 চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

 কুড়িগ্রামের ৩ বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি

কুড়িগ্রামের ৩ বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি

 গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ, ১২ নতুন সিদ্ধান্ত

গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ, ১২ নতুন সিদ্ধান্ত

 গাইবান্ধায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

 ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংশ্লিষ্ট

শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের নিজস্ব উদ্যোগে সংস্কার

শুধু আইএমএফ-বিশ্ব ব্যাংক নয়, সরকারের নিজস্ব উদ্যোগে সংস্কার

ব্যাংক খাতে কমছে ডলারের দাম

ব্যাংক খাতে কমছে ডলারের দাম

যুক্তরাষ্ট্রের শুল্কের বোঝা, রপ্তানিতে বিপাকে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের শুল্কের বোঝা, রপ্তানিতে বিপাকে বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের জন্য হচ্ছে ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাই যোদ্ধাদের জন্য হচ্ছে ২৫ কোটি টাকার বিশেষ তহবিল