আফগানিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা, লিটনের জায়গায় সৌম্য সরকার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল। সম্প্রতি চোটের কারণে লিটন দাসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার, যিনি ৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন।বাংলাদেশ দলের উইকেটরক্ষক লিটন দাস বাঁ পাশের পেটের মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন থাকায় সিরিজ থেকে বাদ পড়েছেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটন এখন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং মেডিক্যাল টিম তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।লিটনের অনুপস্থিতিতে জাকের আলী অনিক নেতৃত্ব দেবেন। এই সিরিজে অংশ নেবেন এশিয়া কাপের বাকি ক্রিকেটাররাও। সিরিজের প্রথম ম্যাচ ২ অক্টোবর, এবং পরবর্তী দুই ম্যাচ ৩ ও ৫ অক্টোবর, সবগুলোই শারজায় অনুষ্ঠিত হবে।বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড:জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।সৌম্য সরকার এফিসিয়ালভাবে দলে ফিরতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, আফগানিস্তানের বিপক্ষে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।ভোরের আকাশ // হ.র