আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। ক্যালেন্ডারে দিনটি হয়তো একটি তারিখ মাত্র, কিন্তু শত শত নিখোঁজ মানুষের পরিবারের কাছে এটি এক যন্ত্রণাদায়ক স্মৃতির দিন। কারও বাবা, কারও ভাই, কারও সন্তান কেউ আর ফেরেনি ঘরে। তাই প্রতি বছর ৩০ আগস্ট এলে নতুন করে নাড়া খায় অপেক্ষার প্রহর।১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ শনিবার (৩০ আগস্ট)। ২০১০ সালের ডিসেম্বরে জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে গৃহীত সনদের মাধ্যমে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১১ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে এই দিবসটি।এই দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।আওয়ামী লীগের আমলে বিরোধী মত দমনের নামে রাজনৈতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা নিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে রোমহর্ষক নানা ঘটনা।জুলাই গণঅভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন।১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুমে জড়িতদের বড় একটি অংশ চিহ্নিত হয়েছে। উদঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মন্তব্য করেন নূর খান লিটন।ভোরের আকাশ/তা.কা
৩০ আগস্ট ২০২৫ ১১:৫০ এএম
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় হামলা, নিহত ২৭
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর : আল জাজিরা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করার সময় হঠাৎ সশস্ত্র ডাকাতরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন।এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলা হয়ে থাকে। জমি ও পানি ব্যবহার নিয়ে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি হামলায় ১০০ জনের বেশি নিহত হয়েছিলেন।রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, হামলার পর উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, বর্ষাকালে হামলাকারীরা প্রায়ই খামারের ফসলের ভেতরে লুকিয়ে থেকে স্থানীয় সম্প্রদায়ের ওপর হামলা চালায়।ভোরের আকাশ//হ.র
২০ আগস্ট ২০২৫ ০৬:২৬ এএম
সুদানে স্বর্ণখনি ধসে ৫০ শ্রমিক নিহত
উত্তর আফ্রিকার দেশ সুদানের উত্তরপূর্বাঞ্চলীয় হাওয়াইদ মরুভূমিতে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৫০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার সকালের দিকে ঘটে।স্থানীয় দৈনিক আলরাকোবার প্রতিবেদনে জানা গেছে, খনির একটি অংশে বিপুল পরিমাণ পাথর ও বালি ধসে পড়ে শ্রমিকরা আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকেরা উদ্ধারকাজ শুরু করলে কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধারকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অধিকাংশ শ্রমিককে উদ্ধার করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, আটকা পড়াদের সবাই নিহত হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, খনিতে শ্রমিকদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া দুই মাস আগে একই স্থানে একটি ধস নেমেছিল, কিন্তু সে সময় কোনো প্রাণহানি ঘটেনি।সুদান বিশ্বের অন্যতম বড় স্বর্ণ রপ্তানিকারী দেশ হলেও বেশিরভাগ খনিতে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, যা আন্তর্জাতিক মহলে সুদান সরকারের ব্যাপক সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।সূত্র: আনাদোলু এজেন্সিভোরের আকাশ//হ.র
ইসরায়েলকে এবার সরাসরি কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে যেন আর কোনো বোমা হামলা না চালানো হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রেক্ষিতে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরাসরি সম্প্রচারে এই বার্তা দেন ট্রাম্প। তিনি বলেন, “ইসরায়েল, বোমাগুলো ফেলো না। যদি এটা করো, তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের দেশে ফিরিয়ে আনো।”এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে তীব্র আক্রমণের পরিকল্পনার ইঙ্গিত দেয়। এর পরপরই ট্রাম্প এই বার্তা দিয়ে ইসরায়েলকে সতর্ক করেন।ট্রাম্পের এই বার্তা আসে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। সোমবার (২২ জুন) ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানায়, এটি ছিল যুক্তরাষ্ট্রের হাতে তাদের পারমাণবিক স্থাপনায় হামলার ‘প্রতিশোধ’।মার্কিন সংবাদমাধ্যম অ্যক্সিওস জানায়, ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে তারা নিশ্চিত হয়েছে—কাতারে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অ্যারাবিক-ও অ্যক্সিওস সূত্রে একই তথ্য নিশ্চিত করেছে।এদিকে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি জানায়, “দোহায় অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে সরাসরি প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।”ঘটনার কিছুক্ষণ আগে এক পশ্চিমা কূটনীতিক সতর্ক করে জানান, কাতারে অবস্থিত ওই ঘাঁটির ওপর ইরানের হামলার হুমকি পাওয়া যাচ্ছিল দুপুর থেকেই। পরে নিরাপত্তার কারণে সাময়িকভাবে কাতারের আকাশসীমাও বন্ধ করে দেয় দেশটির সরকার।ভোরের আকাশ//হ.র
২৫ জুন ২০২৫ ১০:১৬ এএম
মিয়ানমারে সাবেক সেনা কর্মকর্তার হত্যায় ছয় বছরের শিশুসহ গ্রেপ্তার ১৬ জন
মিয়ানমারে সেনাবাহিনীর সাবেক এক শীর্ষ কর্মকর্তার হত্যা মামলায় ছয় বছর বয়সি এক কন্যাশিশুসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকি ১৫ জনের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ ও ২ জন নারী।আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, দেশটির সেনানিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গত শুক্রবার (৬ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।জানা গেছে, গত ২২ মে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও রাষ্ট্রদূত চো থুন অং (৬৮)। একটি স্বল্প পরিচিত বিদ্রোহী গোষ্ঠী গোল্ডেন ভ্যালি ওয়ারিয়র্স এই গুপ্তহত্যার দায় স্বীকার করেছে। দেশটিতে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এটিকে অন্যতম উচ্চপর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।সেনা সরকারের অভিযোগ, বিরোধী ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (NUG)-এর সহযোগিতায়ই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং হত্যাকারীকে প্রায় দুই লাখ কিয়াত (স্থানীয় মুদ্রা) দেওয়া হয়েছিল। তবে এনইউজির মুখপাত্র নাই ফোন লাত এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কাউকে হত্যার জন্য টাকা দিই না।”গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে ইয়াঙ্গুনের একটি বেসরকারি হাসপাতালের মালিকও, যিনি অভিযোগ অনুযায়ী, হামলায় গুলিবিদ্ধ হওয়া হত্যাকারীকে চিকিৎসা দেন। এছাড়া, গ্রেপ্তার হওয়া শিশুটির ছবি প্রকাশ করে জানানো হয়েছে—সে অভিযুক্ত খুনি মিয়ো কো কো-এর মেয়ে।২০২১ সালের ফেব্রুয়ারিতে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি-র নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত চলছে। প্রায় চার বছর ধরে চলমান এই সংঘাত এখন পূর্ণমাত্রার গৃহযুদ্ধে রূপ নিয়েছে।ভোরের আকাশ।।হ.র
০৮ জুন ২০২৫ ০১:২২ এএম
চাদে বিমান দুর্ঘটনায় দুইজন নিহত
মধ্য আফ্রিকার দেশ চাদের দক্ষিণাঞ্চলীয় জাকুমা অঞ্চলে গণ্ডার পর্যবেক্ষণের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন দক্ষিণ আফ্রিকান পাইলট এবং অন্যজন চাদের পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।বুধবার (১৪ মে) সকালে ‘সাভান্নাহ এস’ নামের এই দুই আসনের বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় বিমানটি আফ্রিকান পার্কস নেটওয়ার্ক নামে একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনায় চাদের একটি অভয়ারণ্যে প্রাণী পর্যবেক্ষণ করছিল।চাদের বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, "গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করছি, বিমানটির দুই আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।"তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।চাদের পরিবেশ রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা ও কর্মকর্তারা এ ধরনের মিশনে প্রায়ই ওই অঞ্চলে ছোট বিমান ব্যবহার করে থাকেন। জাকুমার বনাঞ্চলটি গণ্ডারসহ বিরল প্রজাতির বন্যপ্রাণীর জন্য পরিচিত, যেখানে পরিবেশ সংরক্ষণের নানা কার্যক্রম পরিচালনা করে আসছে আফ্রিকান পার্কস নেটওয়ার্ক।ভোরের আকাশ//হ.র