আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:৪০ এএম
চাদে বিমান দুর্ঘটনায় দুইজন নিহত
মধ্য আফ্রিকার দেশ চাদের দক্ষিণাঞ্চলীয় জাকুমা অঞ্চলে গণ্ডার পর্যবেক্ষণের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন দক্ষিণ আফ্রিকান পাইলট এবং অন্যজন চাদের পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
বুধবার (১৪ মে) সকালে ‘সাভান্নাহ এস’ নামের এই দুই আসনের বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় বিমানটি আফ্রিকান পার্কস নেটওয়ার্ক নামে একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনায় চাদের একটি অভয়ারণ্যে প্রাণী পর্যবেক্ষণ করছিল।
চাদের বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, "গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করছি, বিমানটির দুই আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।"
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
চাদের পরিবেশ রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা ও কর্মকর্তারা এ ধরনের মিশনে প্রায়ই ওই অঞ্চলে ছোট বিমান ব্যবহার করে থাকেন। জাকুমার বনাঞ্চলটি গণ্ডারসহ বিরল প্রজাতির বন্যপ্রাণীর জন্য পরিচিত, যেখানে পরিবেশ সংরক্ষণের নানা কার্যক্রম পরিচালনা করে আসছে আফ্রিকান পার্কস নেটওয়ার্ক।
ভোরের আকাশ//হ.র