ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০২:৩৪ পিএম
ফাইল ছবি
ইরানের সঙ্গে টানা কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে রয়েছে তিনজন শিশু।
ইসরায়েল সরকার রোববার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি সূত্র অনুযায়ী, শনিবার রাতভর চলা রকেট হামলায় ১০ জন নিহত হন। তার আগের রাতেও তিনজনের প্রাণহানি ঘটে। ফলে ইরান-ইসরায়েল চলমান সংঘাতে ইসরায়েলের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।
এছাড়া শনিবার রাতের হামলায় আহত হয়েছেন অন্তত ৩৮৫ জন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানায়, শনিবার রাতভর ২০০টির বেশি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে।
এর মধ্যে ২২টি রকেটের আঘাতস্থল চিহ্নিত করা গেছে। শহরজুড়ে বেজেছে বিপদ সংকেত, সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথমে সরকারি ঘোষণায় জানানো হয়েছিল, শনিবার রাতের হামলায় এই প্রাণহানি ঘটেছে। তবে পরে তা সংশোধন করে জানানো হয়, সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন।
চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। বিশেষ করে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে দুই দেশের সামরিক উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি অবিলম্বে কূটনৈতিক হস্তক্ষেপ না আসে, তবে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।
ভোরের আকাশ/এসএইচ