× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূর্যকুমার-সালমানের হাতে ক্রিকেট হলো অসম্মানিত

তারিক আল বান্না

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা লাভ করেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আসরের বিভিন্ন ম্যাচে এই দুই দলের মধ্যে আচরণে অসংলগ্নতা ও অভদ্রতা লক্ষ্য করা গেছে। পুরো আসরজুড়ে ভারত এবং পাকিস্তান ফাইনালে যা করলো, তা অবলোকন করেছে মাঠ ও টিভির দর্শকরা। গৌরবের খেলা ক্রিকেট এবার অসম্মানিত হলো বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় এই দুই দলের অধিনায়কের হাতে।

২৮ সেপ্টেম্বর ফাইনালের পুরস্কার বিতরণীর পর সংবাদ সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক সালমান আগা বলেন, ‘এই টুর্নামেন্টে ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত না মিলিয়ে আমাদের অসম্মান করছে না, তারা ক্রিকেটকেই অসম্মান করছে। ভালো দলগুলো এমনটা করে না, যেটা তারা আজ করেছে। আমরা নিজেরাই ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম। কারণ, এটা আমাদের দায়িত্ব ছিল। আমরা সেখানে দাঁড়িয়ে পদক নিয়েছি। আমি কঠিন ভাষা ব্যবহার করতে চাই না, কিন্তু তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।’

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। নাকভি এসিসির পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ মুহূর্তে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো ভারত টুর্নামেন্টজুড়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো, ফটোশুটে অংশ নেওয়া থেকে বিরত ছিল। যা নিয়ে এবারের এশিয়া কাপে উত্তেজনা ছিল অনেক দিন ধরেই। এবারের এশিয়া কাপে ফাইনালসহ মোট তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

কোনোটিতেই টসের সময় সালমানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যক্তিগতভাবে সূর্যকুমারের সঙ্গে কোনো সমস্যা নেই উল্লেখ আগা দাবি করেন, এটা যদি সূর্যকুমারের নিজের ওপর নির্ভর করত, তবে তিনি টসের আগে আগার সঙ্গে হাত মেলাতেন, ‘টুর্নামেন্টের শুরুতে তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হাত মিলিয়েছিলেন। টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে এবং যখন আমরা রেফারি মিটিংয়ে দেখা করেছি, তখনো। কিন্তু যখন তারা দুনিয়ার সামনে, ক্যামেরার সামনে থাকে, তখন তারা হাত মেলায় না। আমি নিশ্চিত, তাঁকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তিনি সেটাই মেনে চলেছেন। কিন্তু যদি তাঁর ওপর ছেড়ে দেওয়া হতো, তবে তিনি আমার সঙ্গে হাত মেলাতেন।’

আগার মতে, প্রতিপক্ষ দলের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানো ক্রিকেটে আগে দেখা যায়নি। এটিকে তিনি ক্রিকেটের চেতনার জন্য ‘ক্ষতিকর’ হিসেবে দেখছেন। ফাইনালের পর ভারতীয় দলের নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি এবং শেষ পর্যন্ত খালি হাতে কল্পিত ট্রফি নিয়ে উদ্যাপনকে পাকিস্তান অধিনায়ক দেখছেন ‘আগের সবকিছুর পরিণতি’ হিসেবে।

তিনি বলেন, ‘এমন কিছু আমি প্রথমবার দেখলাম। এই টুর্নামেন্টে যা ঘটেছে, তা খুবই খারাপ। আমি আশা করি কোনো এক সময় এটা থামবে। কারণ, এটা ক্রিকেটের জন্য খারাপ। আজ যা ঘটেছে, তা আগের সব ঘটনার পরিণতি। অবশ্যই এসিসি প্রেসিডেন্ট বিজয়ীদের ট্রফি দেবেন। আপনি যদি তার কাছ থেকে ট্রফি নিতে রাজি না হন, তাহলে আপনি কীভাবে তা নেবেন?’

টসে ও ম্যাচের পর দুই দলের হাত না মেলানো, ট্রফি প্রদান অনুষ্ঠানে দুই দলের আলাদা জায়গায় দাঁড়িয়ে থাকার মতো ঘটনাগুলোয় ভারতকেই দায়ী করেছেন পাকিস্তান অধিনায়ক, ‘আমি শুধু পাকিস্তানের অধিনায়ক নই, আমি একজন ক্রিকেটপ্রেমীও। যদি কোনো শিশু ভারত বা পাকিস্তানে বসে এটা দেখে, তবে আমরা তাদের কাছে ভালো বার্তা পাঠাচ্ছি না। মানুষ আমাদের আদর্শ হিসেবে দেখে, কিন্তু আমরা যদি এভাবে আচরণ করি, তবে আমরা তাদের অনুপ্রাণিত করছি না। যা ঘটেছে, তা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা নিয়ে আমাকে না, যারা (ভারত) দায়ী তাদেরই জিজ্ঞাসা করা উচিত।’

একে তো ভারতের কাছে শেষ মুহূর্তে হেরে এশিয়া কাপের ট্রফি হাতছাড়া হলো, তারওপর চ্যাম্পিয়ন ভারতীয় দল কর্তৃক এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানানো- সব মিলিয়ে তুমুল ক্ষেপেছিলেন পাকিস্তান দলের অধিনায়ক। একঘণ্টা নানা টালবাহানা ও নাটকীয়তার পর ট্রফি মঞ্চে রানার্সআপ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে ট্রফি নিয়েই পোডিয়াম থেকে নেমে যাচ্ছিলেন। তাকে ডেকে এনে পুরস্কারের চেক ধরিয়ে দেওয়া হয়।

৭৫ হাজার ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা। সেটি তড়িঘড়ি করে নিয়ে সামনেই অভদ্রের মতো ছুড়ে মারেন পাকিস্তানের অধিনায়ক। এরপর হনহনিয়ে নেমে যান। ক্যামেরায় দেখা যায় তার চোখেমুখে তখন রাগ স্পষ্ট। চেকের প্রতীকটি ছুড়ে ফেলার পর সালমান আগাকে দেখা গেলো সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে হেঁটে যেতে। এ দৃশ্য দেখে খোদ আমিনুল ইসলাম বুলবুলকেও হতবাক হতে দেখা যায়। বিষয়টা তুমুল সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতের ক্রিকেটারদের উদযাপন, ম্যাচ হারের যন্ত্রণা, পিসিবি প্রধানের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো এবং হাত না মেলানো- সব কিছুই সালমান আলী আগার ওপর প্রভাব ফেলেছে। সালমান কাণ্ডটিও ঘটিয়ে বসেন পুরস্কার বিতরণীর মঞ্চে। পাকিস্তানের অধিনায়কের কাণ্ডে হতবাক হয়ে যান পোডিয়ামে ওঠা সবাই। দর্শকরাও টিভিতে সালমানের এই আচরণে হতাশা হয়েছে। ওই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছেন। পাকিস্তানি অধিনায়কের ঔদ্ধত্যপূর্ণ এমন আচরণের সমালোচনাও করেছেন অনেকে।

অনেকেই বলছেন, ভারত যা করেছে, সেটা তারা পাকিস্তানের সঙ্গে আগেও কিছু কিছু করেছে। ভারত পাকিস্তানের মাঠে গিয়ে কোনো টুর্নামেন্ট খেলছে না বেশ কয়েক বছর আগে থেকে। তাই সেটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কিন্তু বিসিবির সভাপতির হাত থেকে ট্রফি নিয়ে সেটা ছুড়ে মারায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশি দর্শকরা।

ঢাকায় বেসরকারি এক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা কৌশিক আহমেদ রনি জানিয়েছেন, ‘‘আমাদের বুলবুল ভাইকে অপমান করেছেন সালমান। আমাদের কোনো ক্রিকেট খেলোয়াড় যদি পাকিস্তানি কোনো কর্মকর্তার কাছ থেকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ কিংবা রানার্সআপের চেক নিয়ে সঙ্গে সঙ্গে ছুড়ে মারে তাহলে সেটা কি সহজেই মেনে নেবেন তিনি? আমি পাকিস্তানি অধিনায়কের কাছ থেকে এমনটি আশা করি নাই।’’  

মাঠে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ, একজন খেলোয়াড়ের প্রতি আরেক খেলোয়াড়ের অসৌজন্যমূলক ব্যবহার, দর্শকদের উচ্ছৃঙ্খলতা, বর্ণবাদমূলক ইঙ্গিত- এইসব কোনো ভালো বিষয় নয়। যেই ক্রিকেটের সঙ্গে ডন ব্রডম্যান, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ইমরান খান, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মাশরাফি বিন মোর্তজা, মুত্তিয়া মুরালিধরন, ব্রায়ান লারা, কেন উইলিয়ামসনের মতো বিশ^মানের খেলোয়াড় ও মহান ব্যক্তিত্বদের নাম জড়িত, সেই ক্রিকেটকে নিশ্চয়ই অপমান করার এখতিয়ার রাখেন না ভারত ও পাকিস্তানের অধিনায়ক কিংবা অন্য কেউই। তাই দর্শকরা আশা করবে, ক্রিকেট মাঠের মতো নিরপেক্ষ জায়গায় যাতে করে আর কোনো বাজে দৃশ্য দেখতে না হয়।  

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের