স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৫:৪১ এএম
বরিশালের কোচ হিসেবে নতুন দায়িত্বে আশরাফুল
ক্রিকেট মাঠ থেকে বিদায় নিলেও ক্রিকেটকেই সঙ্গী করে চলেছেন মোহাম্মদ আশরাফুল। এবার তিনি যুক্ত হলেন ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও অন্যান্য আঞ্চলিক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় দলের কোচের দায়িত্ব পেলেন দেশের ক্রিকেট ইতিহাসের এক সময়ের আলোচিত এই ব্যাটার।
ইতিপূর্বে বিপিএলে রংপুর রাইডার্সের কোচিং ইউনিটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আশরাফুলের। এবার বিসিবির আঞ্চলিক ক্রিকেট উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বরিশাল দলকে গুছিয়ে তোলার দায়িত্ব পড়েছে তার কাঁধে।
জাতীয় ক্রিকেট লিগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এই তথ্য নিশ্চিত করে বলেন,
“আশরাফুল দেশের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। তিনি নিজেই কোচিংয়ে আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু বরিশালের হয়েও খেলেছে, আমরা বিশ্বাস করি—তার অভিজ্ঞতা বরিশাল দলের জন্য কাজে আসবে।”
আকরাম খান জানান, সাবেক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে যুক্ত করতে বিসিবির বিশেষ পরিকল্পনা রয়েছে। আফতাব আহমেদ, হান্নান সরকার, মোহাম্মদ রোকনসহ বেশ কয়েকজন সাবেক তারকার সঙ্গেও আলোচনা চলছে।
বরিশাল দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই নানা অসন্তোষ ও বিভাজনের খবর পাওয়া যাচ্ছিল। কেউ অধিনায়ক খুশি না, কেউ কোচ কিংবা ম্যানেজারের প্রতি অনাস্থা প্রকাশ করে আসছিলেন। বিষয়টি প্রসঙ্গে আকরাম খান বলেন,
“বরিশালের মধ্যে একধরনের বিশৃঙ্খলা চলে আসছে। এটা অন্য কোনো বিভাগে নেই। তাই এবার এই বিষয়টি আমরা সিরিয়াসলি দেখছি।”
তিনি জানান, বিসিবি খুব শিগগিরই সকল বিভাগীয় ম্যানেজারদের ডেকে সুনির্দিষ্ট গাইডলাইন দেবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
চট্টগ্রামে হচ্ছে আঞ্চলিক টি-টোয়েন্টি
আঞ্চলিক ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী করতে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা অংশ নেবে।
আকরাম খান বলেন, “এই ধরনের টুর্নামেন্ট থেকে যদি ২-৩ জন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, তারা জাতীয় পর্যায়ে সুযোগ পাবে। আঞ্চলিক কাঠামো শক্তিশালী করাই আমাদের বোর্ড সভাপতির পরিকল্পনার অংশ।”
মোহাম্মদ আশরাফুলের কোচিংয়ে বরিশাল দল নতুন করে ঘুরে দাঁড়াবে—এমন প্রত্যাশা বিসিবির। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতেও সক্রিয় হচ্ছে বোর্ড। এতে করে দেশের আঞ্চলিক ক্রিকেটে বাড়বে প্রতিযোগিতা এবং উন্নতির গতি।
ভোরের আকাশ//হ.র