স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৫:৫৩ এএম
জনৈতিক চাপের মধ্যেও এশিয়া কাপে অংশ নেবে ভারত, নিশ্চিত করল বিসিসিআই
চলমান রাজনৈতিক বিতর্ক ও চাপ উপেক্ষা করে আসন্ন এশিয়া কাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, অনেক আলোচনা ও পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং এর থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বোর্ডের।
বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চললেও, বিসিসিআই জানায়— এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। বরং প্রায় দুই মাস ধরে আলোচনা ও বিশ্লেষণের পরই এশিয়া কাপে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই-এর যুক্তি, কোনো বহুজাতিক টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়া নীতির পরিপন্থি। একইসঙ্গে এটি ভবিষ্যতে ভারতের বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের সুযোগগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উল্লেখযোগ্য যে, ভারত অলিম্পিক ২০৩৬, কমনওয়েলথ গেমস ২০৩০ এবং ইয়ুথ অলিম্পিক ২০৩২ আয়োজনে আগ্রহী।
বোর্ড আরও জানায়, দ্বিপাক্ষিক সিরিজ না খেলাটা একান্ত দুই দেশের বিষয় হলেও, বহুজাতিক প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বিষয়টি এতটা সহজ নয় এবং তা আন্তর্জাতিক ক্রীড়াচর্চার নিয়ম-নীতির পরিপন্থি।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী সামাজিক মাধ্যমে বিসিসিআই ও সরকারের সমালোচনা করে বলেন, “যেখানে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নেই, সেখানে ক্রিকেটীয় সম্পর্ক কীভাবে রাখা হচ্ছে?”
তিনি আরও বলেন, “যারা এই ম্যাচ থেকে অর্থ উপার্জন করছে— প্রতিটি স্পনসর, সম্প্রচারকারী ও স্ট্রিমিং অ্যাপকে চিহ্নিত করে জনসম্মুখে লজ্জিত করা উচিত। সরকারের নির্লজ্জ অবস্থানের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের প্রতিবাদ জানানো উচিত।”
এদিকে, ২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে, যা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে।
এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং
ক্রিকেটপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে বুমরাহের অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে বিসিসিআইর অবস্থান পরিষ্কার— রাজনৈতিক চাপ থাকলেও, তারা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মনীতি ও মর্যাদা বজায় রেখেই অংশ নিচ্ছে এশিয়া কাপে।
ভোরের আকাশ//হ.র