দ্বিতীয় টি-টোয়েন্টি
রাজীব দাস
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিং-বোলিংয়ে দারুণ নৈপূণ্য দেখিয়ে ৯ উইকেটের সহজ ব্যবধানে জয়লাভ করেছে টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ লাভ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ডাচদের মাত্র ১০৩ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১৩.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে। বুধবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুধুমাত্র পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ইমন ২৩ রান করেন ২১ বলে। আর তানজিদ হাসান তামিম অপরাজিত ৫৪ রান করেন ৪০ বলে ৪টি চার ও ২টি ছক্কায়। অধিনায়ক লিটন দাস ১৮ বলে ২টি চারে ১৮ রান করে অপরাজিত থাকেন। ডাচ দলের কাইল ক্লেইন একমাত্র উইকেটটি পান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টানা উইকেট হারিয়ে ডাচরা ভয়াবহ চাপে পড়ে। বাংলাদেশের বোলাররা ধারাবাহিকভাবে উইকেট তুলে ধরে প্রতিপক্ষকে জুটি গড়ার সুযোগ দেয়নি। সপ্তম উইকেট তুলে দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে সিকান্দার জুলফিকার বোল্ড হন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টাইগার বোলাররা চাপে রাখে ডাচ ব্যাটসম্যানদের।
বাংলাদেশ ফিল্ডাররা দুবার সহজ রানআউটের সুযোগ নষ্ট করার পর তৃতীয় প্রচেষ্টায় সাফল্য পান। শর্ট মিডউইকেট থেকে সরাসরি থ্রো করে নোয়াহ ক্রসকে রানআউট করেন সাইফ হাসান। টেলিভিশন রিপ্লের সাহায্যে আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার জাকির।
এর ফলে ৬১ রানে পঞ্চম উইকেট হারায় নেদারল্যান্ডস। মোস্তাফিজুর রহমান তার প্রথম ওভারেই উইকেট নেন। নবম ওভারের তৃতীয় বলে তিনি ফেরান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে। মিড অনে ক্যাচ নেন পারভেজ হোসেন। ১১ বলে ৯ রান করা এডওয়ার্ডস সাজঘরে ফিরে যান। এটি মোস্তাফিজের ১৪১তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট।
তানজিম হাসানের করা সপ্তম ওভারে রানআউটের সুযোগ থাকলেও ফিল্ডাররা তা কাজে লাগাতে পারেননি। তাওহিদ হৃদয় বল হাতে দৌড়েও স্টাম্প ভাঙতে ব্যর্থ হন। এর আগে তাসকিন আহমেদ ৩৭ রানে ডাচদের তৃতীয় উইকেট এনে দেন। তিনি বিক্রমজিৎ সিংকে (১৭ বলে ২৪) গতির তারতম্যে বিভ্রান্ত করে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম হাসানের হাতে ক্যাচ করান।
নাসুম আহমেদ তার তৃতীয় ওভারে জোড়া উইকেট নেন। দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে তাওহিদ হৃদয়ের হাতে ফেরান। পরের বলে তেজা নিদামানুরুকে পারভেজ হোসেনের হাতে আউট করেন। নাসুমের সাফল্য নেদারল্যান্ডসের রান সংগ্রহ স্থির রাখে এবং বড় জুটি গড়ার সুযোগ দেয়নি।
তৃতীয় ওভারে তিনি দুটি উইকেট নেন এবং দলের নিয়ন্ত্রণ ধরে রাখেন। নাসুম ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। প্রথম দুই ওভারে মেহেদী হাসান ও তাসকিন আহমেদ ১৪ রান তুলতে দেন, তবে ধারাবাহিক উইকেট তাদেরকে চাপে ফেলেছে। নেদারল্যান্ডসের ব্যাটাররা ছোট ছোট জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হলেও স্কোর বৃদ্ধি করতে পারেনি।
ভোরের আকাশ/এসএইচ