ছবি: সংগৃহীত
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে ক্যারিবিয়ান সুপার লিগে সাকিব আল হাসানের ফেরা সুখকর হলো না। ব্যাট হাতে ১৬ বলে মাত্র ১১ রান করেছেন, বোলিংয়ে এক ওভারে ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে তার দলও লড়াই করতে ব্যর্থ।
ব্যাট হাতে ১৬ বলে মাত্র ১১ রান করেছেন, বোলিংয়ে এক ওভারে ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে তার দলও লড়াই করতে ব্যর্থ। এদিন আগে ব্যাটিংয়ে নেমে ১২১ রানে অল আউট হয় অ্যান্টিগা। জবাবে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জিতে গেছে সেন্ট কিটস।
৪ উইকেটে ৯৫ রান করা অ্যান্টিগা ওয়াকার সালামখিলের স্পিনে ভরাডুবি দেখে। বাসেটেরেতে লো স্কোরিং ম্যাচ দিয়ে শুরু হলো সিপিএল। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ওয়াকার সালামখিলের চমৎকার বোলিংয়ে ৬ উইকেটে অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে হারিয়েছে।
জেসন হোল্ডার টসে জিতে বোলিং নেওয়ার পর পঞ্চম ওভারের মধ্যে ৩৯ রানে তিন উইকেট নেন কাইল মায়ার্স, ফজলহক ফারুকী ও নাসিম শাহ। অষ্টম ওভারে বোলিংয়ে আসেন সালামখলি। চতুর্থ বলেই ফ্যাবিয়ান অ্যালেনকে ফেরান তিনি। থারপর সাকিব, ইমাদ ওয়াসিম ও ওডিন স্মিথকে নিজের শিকার বানান। চার ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন এই আফগান রিস্টস্পিনার।
যুক্তরাষ্ট্রের ব্যাটার কারিম গোরের হাফ সেঞ্চুরিতে সম্মানজনক স্কোর গড়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। তার ৩৪ বলে ৬১ রানের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছয়। ১২তম ওভারে তাকে আন্দ্রে ফ্লেচারের ক্যাচ বানান ফারুকী।
১২২ রানের লক্ষ্যে সেন্ট কিটস শুরুটা দারুণ করে। ১৩ বলে এভিন লুইস ২৫ রান করে চতুর্থ ওভারে ওবেড ম্যাককয়ের শিকার হন। পাওয়ার প্লেতে শুধু তাকে হারিয়ে ৫৫ রান তোলে দল। সপ্তম ওভারে রাকিম কর্নওয়াল ফেরান কাইল মায়ার্স ও রাইলি রুসোকে। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ছোট ধাক্কা খায় তারা।
তবে ফ্লেচার ও আলিক আথানেজ দাঁড়িয়ে যান। ১৯ বলে ২৬ রান করে ফ্লেচার দশম ওভারে গজনফরের কাছে উইকেট হারান। ততক্ষণে সেন্ট কিটসের স্কোর ৭৬। আথানেজ ২৮ বলে অপরাজিত ৩৭ ও হোল্ডার ১৪ বলে ১৮ রানে অপরাজিত থেকে পাঁচ ওভার আগেই জয় নিশ্চিত করেন। ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সালামখিল।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি প্রথম দিনেই নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে মাদ্রাসার ছাত্রদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট চালুর পরিকল্পনা।বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। এখান থেকে যদি কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেই সুযোগ আমরা দিতে চাই।”তিনি আরও জানিয়েছেন, এখনো বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ছোট ফরম্যাটের ক্রিকেট আয়োজনের ভাবনা রয়েছে। সূত্র অনুযায়ী, টুর্নামেন্টটি ১০ ওভারের ম্যাচে অনুষ্ঠিত হতে পারে এবং প্রধানত মাগরিবের সময় খেলা হবে।বিসিবির স্কুল ও কলেজ ক্রিকেট কার্যক্রম ইতিমধ্যেই চলছে। নতুন পরিকল্পনার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যেও ক্রিকেট বিস্তৃত করা হবে।এর আগে মঙ্গলবার বিসিবির বোর্ড সভায় ২৩টি কমিটির প্রধান নির্বাচন করা হয়েছে, যেখানে স্কুল ও যুব ক্রিকেট সম্প্রসারণ সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব আলোচনা করা হয়।ভোরের আকাশ//হ.র
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের প্রথম কর্মদিবস মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়। এদিন বোর্ডের পরিচালকরা সভা করেন এবং বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম, যিনি পূর্ববর্তী বোর্ডেও একই দায়িত্ব পালন করেছিলেন। ফাইন্যান্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম। ডিসিপ্লিনারি কমিটি দেখবেন ফাইজুর রহমান। গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেটারদের কাজ ও এইজ গ্রুপের দায়িত্ব দিয়েছেন আসিফ আকবর। গ্রাউন্ডসের তত্ত্বাবধান করবেন আমিনুল ইসলাম বুলবুল।অন্যদিকে, ফ্যাসিলিটিস কমিটি দেখবেন শাহনিয়ান তানিম, আর আম্পায়ারস কমিটি তত্ত্বাবধান করবেন ইফতেখার রহমান মিঠু। উইমেন্স উইং দায়িত্বে আছেন আব্দুর রাজ্জাক এবং সিসিডিএম কমিটি তত্ত্বাবধান করবেন আদনান রহমান দীপন।নতুন বোর্ডে হাই পারফরম্যান্সের দায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদ পাইলট, এবং বাংলা টাইগার্সের দায়িত্বে আছেন রাহাত শামস। এছাড়া, বিপিএল গভর্নিং কাউন্সিল থাকবে আমিনুল ইসলাম বুলবুলের তত্ত্বাবধানে।এবারের দায়িত্ব বণ্টনে ফারুক আহমেদ কোনো কমিটিতে থাকছেন না, তবে সহ-সভাপতির হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।ভোরের আকাশ//হর
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদে পরাজিত করার পর, বাংলাদেশ আগামীকাল (৮ অক্টোবর) আবুধাবিতে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।দুই দলেরই নতুন নেতৃত্বের অধীনে খেলতে দেখা যাবে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, যিনি এ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। অপর দিকে আফগানিস্তানকে নেতৃত্ব দিবেন হাসমতউল্লাহ শাহিদী।ওয়ানডে দলে স্থান পেয়েছেন টি-টোয়েন্টিতে চমক দেখানো ব্যাটসম্যান সাইফ হাসান। এছাড়াও খেলবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে জায়গা পেতে লড়াই হবে তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে। পেস আক্রমণে খেলবেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, আর স্পিনার হিসেবে মিরাজ-রিশাদের সঙ্গে মাঠে থাকতে পারেন তানভীর ইসলাম।অপর দিকে, ৮ মাস পর ওয়ানডে খেলতে নামা আফগানিস্তান দলে এসেছে কিছু পরিবর্তন। ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম সিরিজ থেকে ছিটকে গেছেন। তার স্থলে সুযোগ পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি।ওডিআইতে দুদলের মুখোমুখি লড়াইয়ে ১৯ ম্যাচে ১১ জয় রয়েছে বাংলাদেশের। সবশেষ ৫ ওয়ানডে ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে টাইগাররা। ইতিমধ্যে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে। কোচ ফিল সিমন্সের শিষ্যরা জয় দিয়েই সিরিজ শুরু করতে চায়।ভোরের আকাশ//হর
এ যেন এক যুদ্ধ। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও বল হাতে বাংলাদেশের নারীরা অসাধারণ খেলেছে।মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে ইংলিশরা ৪৬.১ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের খেলোয়াড়রা শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েন। বিশেষ করে ফাহিমা খাতুন ও মারুফা আখতারের বলে দিশে হারিয়ে ফেলেন তারা। দলের পক্ষে হেদার নাইট সর্বোচ্চ অপরাজিত ৭৮, ডিন অপরাজিত ২৭, অধিনায়ক স্কাইভার ব্রান্ট ৩২, অ্যালিস ক্যাপসে ২০, টামি বিউমন্ট ১৩ রান করেন। বাংলাদেশের ফাহিমা মাত্র ১৬ রানে ৩টি এবং মারুফা ২৮ রানে ২টি উইকেট পান।এর আগে টসে হেরে ব্যাটে নেমে ৪৯.৩ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা। ম্যাচে রাবেয়া খান ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ব্যাটে ভালো শুরু করেছিল বাংলাদেশ। যদিও আরেক ওপেনার রুবাইয়া হায়দার ৪ রানেই সাজঘরে ফেরত যান। তারপরও ওপেনিং জুটিতে ২৪ রান তোলে বাংলাদেশ।এরপর নিগার সুলতানাও রুবাইয়ার মতো ব্যর্থতার পরিচয় দেন। রানের খাতা না খুলেই আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ২৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দল। সেই পরিস্থিতি থেকে সোবহানা মোস্তারিকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শারমিন। দেখেশুনে খেলছিলেন, কিন্তু ত্রিশের ঘরে এসে খেই হারিয়ে ফেলেন তিনিও। ৫২ বলে ৬ বাউন্ডারিতে ৩০ রান করে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। সেট হয়ে আউট হন স্বর্ণা আক্তারও (১০)। ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।সোবহানা একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। রিতু মনি তাকে সঙ্গ দিতে গিয়ে অনেক বল খেলেন। কিন্তু দলীয় সংগ্রহ একশ পার হওয়ার পর রান বাড়াতে গিয়ে ডাউন দ্য উইকেটে খেলতে যান। পারেননি। ফেরেন ক্যাচ দিয়ে। ৩৬ বলে ৫ রানে থামে রিতুর লড়াই। ফাহিমা খাতুন (৭), নাহিদা আক্তাররাও (১) দাঁড়াতে পারেননি। দলকে দেড়শ পার করে দেন সোবহানা। শেষ পর্যন্ত ১০৮ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করে থামেন তিনি।শেষদিকে রাবেয়া খান ঝড় তুলে আরও একটু এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ৬টি চার আর ১টি ছক্কা হাঁকান রাবেয়া।ইংল্যান্ডের সোফি একলেস্টন ২৪ রানে শিকার করেন ৩টি উইকেট।ভোরের আকাশ/এসএইচ