নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ০২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।
রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।
এক শহীদ মায়ের আহাজারির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এক মা তার সন্তানের স্বপ্ন দেখেছিলেন পরিবার দেখেছিল ভবিষ্যৎ। কিন্তু সেই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে। পড়ে গেলে একটি ভ্যানে তোলা হয়, মরে গেছে কি বেঁচে আছে তা না দেখেই আরও লাশসহ আগুনে পুড়িয়ে ফেলা হয়। এটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না।
এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েরদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যত জাতি আমাদের ক্ষমা করবে না।
তিনি বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন দেশের জন্য। অথচ সেই রাষ্ট্রের পুলিশ, প্রশাসনযাদের বেতন আমরা দেই, তারা আজ আমাদের সন্তানদের হত্যা করছে, পুড়িয়ে মারছে। এটা নিষ্ঠুরতা, বর্বরতা, আর সেই অপরাধের দায় থেকে হাসিনা রেহাই পেতে পারেন না।
তিনি আরও বলেন, বিএনপি তাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, সব মানুষের জন্য একটি ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ জাতি গঠন করতে চায়। যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শহিদ হয়েছেন, তাদের প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকতে হবে। শহীদের জন্য কিছু করতে না পারলে, জাতি কখনো আমাদের ক্ষমা করবে না।
নির্বাচন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে বলে আশা করি। গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বিএনপি।
ভোরের আকাশ/এসএইচ