× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাত্তর ইস্যু

বাংলাদেশ-পাকিস্তান এখনও দুই মেরুতে

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১২:৪৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাত্তরসহ অমীমাংসিত ইস্যুতে বাংলাদেশ-পাকিস্তান এখনও দুই মেরুতে অবস্থান করছে। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে একমত হতে পারেনি দেশ দু’টি। একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা, প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা পরিশোধ এবং আটকেপড়া পাকিস্তানিদের ফেরানোর অমীমাংসিত বিষয়গুলো ঝুলে আছে বহু বছর ধরে। এসব অমীমাংসিত বিষয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই বক্তব্যে ‘একমত নয়’ বাংলাদেশ। তবে দু’দেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বারোপ ফুটে উঠেছে দেশ দু’টির পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে।

বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে’ বিদ্যমান ‘বহুমাত্রিক ও ঐতিহাসিক’ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ও পাকিস্তান। এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।

১ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই দেশ দু’টির 
প্রায় ১৩ বছর পর পাকিস্তান-বাংলাদেশ মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি : সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই করেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর ফলে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা পাকিস্তানে গেলে তাদের আগে থেকে ভিসা নিতে হবে না।

পাকিস্তানের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সমঝোতা স্মারক সই 
১. দু’দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক। 
২. সংস্কৃতি বিনিময়। 
৩. দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক। 
৪. দু’দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক। 
৫. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক।

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, একাত্তর ইস্যুটির সমাধান আসলে দুইবার হয়েছে। তিনি বলেন, একবার ১৯৭৪ সালে, আবার ২০০০ এর শুরুর দিকে, যখন জেনারেল (পারভেজ) মোশাররফ এখানে এসেছিলেন। তিনি গোটা পাকিস্তান জাতির পক্ষ থেকে গোটা বাংলাদেশ জাতির উদ্দেশ্যে কথাটা বলেছিলেন।

তার এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত কি-না, এমন প্রশ্নে পররাষ্ট উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে, আমরা আমাদের অবস্থানটা বলেছি, উনারা উনাদের অবস্থানটা বলেছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের মধ্যে ঢাকা সফরে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এ সফর ঘিরে দুদেশের মধ্যে সম্পর্কোন্নয়নের আলোচনায় একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা, প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পাওনা পরিশোধ এবং আটকেপড়া পাকিস্তানিদের ফেরানোর অমীমাংসিত বিষয়গুলো সামনে চলে আসে।

১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ৩০ লাখ মানুষ নিহত এবং ৩ লাখ নারী ধর্ষিত হওয়ার ঘটনায় পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। অর্ধ শতক পরও পাকিস্তান ৩০ লাখ মানুষ হত্যার বিষয়টি স্বীকার করেনি, রাষ্ট্রীয়ভাবে ক্ষমাও চায়নি।

২০০২ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বাংলাদেশ সফরে এসে ওই ভূমিকার জন্য সাধারণভাবে ‘দুঃখ প্রকাশ’ করেছিলেন কেবল। গত এপ্রিলে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করতে তাগিদ দেওয়া হয়েছিল পাকিস্তানকে।

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের দাবি করেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধান আগেই হয়ে গেছে। দু’দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার কথাও তিনি বলেন। অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আপনার প্রশ্ন দেখুন, প্রিয় ভাই, ১৯৭৪ সালে ইস্যুটি লিখিতভাবে সমাধান হয়েছে। এই ডকুমেন্টটি ঐতিহাসিক এবং দুই দেশের কাছেই আছে। আর তারপর, যখন জেনারেল মোশাররফ এখানে এসেছিলেন; খুব খোলামেলা এবং অকপটে তিনি এই ইস্যুটি তুলে ধরেছিলেন। এবং আমি মনে করি, পরিবারের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কোনো কিছুর একবার সমাধান হলে, সেটা হয়ে গেছে।

বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক বহুমুখী এবং ঐতিহাসিক। আমরা বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছি। বৈঠকে অতীতের অমীমাংসিত বিষয়, বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশই বাণিজ্য সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বছরে এক বিলিয়ন ডলারের নিচে।

বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) কাঠামোর আওতায় পাকিস্তানের বাজারে বস্ত্র, জ্বালানি, ওষুধশিল্প, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রবেশাধিকার চাওয়া হয়েছে। পাকিস্তানও বাংলাদেশে জ্বালানি রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবহন ও যোগাযোগ খাতে চট্টগ্রাম-করাচি শিপিং সার্ভিস চালু হলেও তা নিয়মিত নয়। এ সেবাটি নিয়মিত করার ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।

তিনি বলেন, উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুটি এয়ারলাইন্সকে প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে এবং সরাসরি ফ্লাইট চালুর বিস্তারিত কার্যক্রম চলছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য, পর্যটনসহ অন্যান্য খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে। বৈঠকে উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার বিষয়টি উঠে আসে।

এছাড়া চিকিৎসা শিক্ষা, ওষুধ, প্রকৌশল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও উভয় দেশ একমত হয়েছে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আমরা আঞ্চলিক সহযোগিতা, যেমন সার্ক সম্পর্কেও আলোচনা করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেন, আপনারা নিশ্চয় প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা, আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর, ১২-১৩ বছর পরে, ১৩ বছর পরে এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনা রব্বানী খারের মিটিং কিছু একটা দাওয়াত দেওয়ার জন্য দ্বিপক্ষীয় সফর ছিল না। কাজেই এখানে বসে এক ঘণ্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারব, এটা আপনারা নিশ্চয় আশা করবেন না। কেউই আশা করবে না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি।

অমীমাংসিত তিন বিষয় সমাধানে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি আলোচনার মাধ্যমে এর সমাধান করার বিষয়ে ‘একমত’ হওয়ার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, আমরা তিনটি বিষয়ে কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে, এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে যাতে খুব স্মুদলি এগোতে পারে এজন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছি যে আমরা এ নিয়ে কথা বলব এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, এক দিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি, ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারব না, ৫৪ বছরের ইস্যু।

তৌহিদ হোসেন বলেন, আমরা একমত হয়েছি যে, আমরা এটা নিয়ে কথা বলব আলাদাভাবে, এমনভাবেস যাতে করে এই জিনিসগুলোকে আমরা ফেলতে পারি। এছাড়া আমরা পরস্পর নিজেদের যে অবস্থানগুলো, সেগুলো আমরা ব্যক্ত করেছি। অমীমাংসিত বিষয়ে দুই দেশের অবস্থান একই রকম কি-না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আনরিজলভড ইস্যুতে দুই দেশে তাদের নিজেদের অবস্থানটাই পুনর্ব্যক্ত করেছে।

তাহলে পাকিস্তান নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে একমত, এটা বলা যাবে কি-না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, না। আপনি এটা বলতে পারেন না। কারণ আমি কি বলেছি ডোন্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ। সেটা হল যে, আমি বলেছি যে, নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি। শুধু একটি অগ্রগতি মনে করি আমি, ছোট্ট একটু, সেটা হল যে আমরা দুই পক্ষ একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন, যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না আসে। না দুইপক্ষ এ ব্যাপারেও একমত হয়েছি যে, আমরা একদিনে বসে এটা সমাধান করে ফেলতে পারব না।

চীন ত্রিপক্ষীয় যে প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়েছে, সে কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ধারাবাহিক বৈঠকগুলো হচ্ছে কি-না, এ বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এক কথায় এর উত্তর হচ্ছে ‘না’। চীনের ওই উদ্যোগে তিন দেশের মধ্যে না রেখে পরিসর বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের দিক থেকে দেওয়ার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে আগেও বলেছি সেটা হল, পাকিস্তানের সাথে সম্পর্ক গত সরকারের আমলে, ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই। ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না।

তিনি বলেন, বেশি কিছু না মানে কি আমাদের তো ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে হবে, সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে। এটা ত্রিপক্ষীয় আলোচনার কারণে এগোচ্ছে অথবা সেটার কারণে এটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু মোটেই বিষয় না।

তিনটি বিষয়ে তুলের ধরার পর পাকিস্তান কী অবস্থান জানিয়েছে-এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, তাদের অবস্থান তাদেরকে যেটুকু জিজ্ঞেস করেছেন, তারা বলেছে- ওটুকুই। আমি সেটা কিছু বলতে চাই না।

বাংলাদেশের অবস্থানটা কী-এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের অবস্থান খুব স্পষ্ট। আমরা চাই যে, হিসাবপত্র হোক এবং আমাদের টাকাপয়সার যে ব্যাপার, সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে, সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক এবং আমরা চাই যে, যে আটকেপড়া মানুষগুলি আছে, তাদেরকে তারা ফেরত নিক।

আটকেপড়া মানুষদের ব্যাপারে অভ্যন্তরীণভাবে কিছু তথ্যের মুখোমুখি হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, সেটা হচ্ছে যে, আমাদের একটি হাই কোর্টের রায় আছে। এটা নিয়ে কিন্তু এখানে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটা নিয়ে বলছেন। এটা তার প্রেক্ষিতে দেখতে হবে আমাদের। তো এটা নিয়ে আগামী দিনগুলোতে হয়ত আমরা বসব। ইন্টারনালি বসে সমস্যাটা সমাধান করতে হবে। কিন্তু পাকিস্তানের সাথে বিষয়টা এখনো (অমীমাংসিত)।

বৈঠকে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করা হয়েছে কি-না, এ প্রশ্নে উপদেষ্টা বলেন, এ ধরনের স্পেসিফিকে আপনার না যাওয়া উচিত এখন। যেহেতু, আমি তো বলেছি যে, আমরা আমাদের অবস্থানটাকে তুলে ধরেছি। এটা আমার উপরে ছেড়ে দিন, এটুকু বিশ্বাস করেন যে, আমি বাংলাদেশের অবস্থান খুব শক্তভাবে ব্যক্ত করেছি।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাত 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন। আলোচনা কালে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করেন। ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং সফরের মূল ফলাফল সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে ইসহাক চমৎকার সফর ব্যবস্থা এবং সফরকালে তাকে ও তার প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

এছাড়া, রাজধানীর গুলশানস্থ খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় গিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন বাংলাদেশে সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডা. জাহিদ হোসেন খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় উপস্থিত ছিলেন।

এর আগে সফরের প্রথম দিন শনিবার বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

ইউনেস্কো সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত বাংলাদেশ

ইউনেস্কো সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত বাংলাদেশ

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি পৌঁছাবে ৪.৮ শতাংশে

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি পৌঁছাবে ৪.৮ শতাংশে

চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে : ফখরুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক