× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক

সংসদ নির্বাচনেই জোর

এম. সাইফুল ইসলাম

প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৮:২৮ এএম

সংসদ নির্বাচনেই জোর

সংসদ নির্বাচনেই জোর

পদত্যাগ গুঞ্জনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারা। গতকাল শনিবার রাত পৌনে ৮টা থেকে পর্যায়ক্রমে তিনটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাতে উপদেষ্টার বাসবভবন যমুনায় পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী সংসদ নির্বাচনে অনুষ্ঠানের ব্যাপারে জোর দিয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা।

এছাড়া জুলাই বিল্পবে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিতর্কিত দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন চেয়েছে বিএনপি। আর নির্বাচন এবং সংস্কার ও বিচারে দুটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে জামায়াত ইসলামী। চলমাল টালমাটাল পরিস্থিতির মধ্যেই গতকাল শনিবার সন্ধ্যার পর বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক বসেন। রাত পৌনে ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় বিএনপির সঙ্গে। ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহেমদ বৈঠকে অংশ নেন। রাত সাড়ে ৮টার পর তারা বৈঠক শেষে বের হয়ে যান।

এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দিয়েছি। আমরা কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। আমরা বিতর্কিত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন চেয়েছি। আমরা দ্রুত একটি নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার দাবি জানিয়েছি।

তিনি বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার সুতরাং আমরাও বিচার চাই। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি আসে তারপরও অপরাধীদের বিচার অব্যাহত রাখবে।

ড. মঈন খান বলেন, নির্বাচন যত বিলম্ব করা হবে ততই দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে। যার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা বিচার, সংস্কার ও নির্বাচন নিয়েই কথা বলেছি। তবে বিচার ও সংস্কার কিন্তু চলমান সেটিও আমরা বলেছি।

এ সময় সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা বিতর্কিত দুজন ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছি। কারণ তারা বিভাজন তৈরি করছেন। সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আর দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা চাই ডিসেম্বর বা তার আগে সরকার নির্বাচনের ব্যবস্থা করুক। বিএনপির বৈঠকের পর জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।এ বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা রাত সাড়ে ৮টার দিকে যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে বের হন রাত সাড়ে ৯টার পর।

পরে যমুনার সামনে সাংবাকিদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ সরকার গঠনের পর থেকেই আমরা বলে এসেছি একটি অবাধ নির্বাচন। এছাড়া সংস্কার ও অপরাধীদের বিচার আমরা চেয়েছি। প্রধান উপদেষ্টা বরাবর বলে এসেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। কিন্তু তিনি কোনো সময় একেবারে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেননি। এটাকে কেন্দ্র করে দাবি রয়েছে বিষয়টি স্পষ্ট করার। আমরা তার ওপর আস্থা রেখেছি। আমরা দুটি বিষয় স্পষ্ট করতে বলেছি। আমরা বলেছি, নির্বাচন কবে হবে এবং জনগণের যেন ভোগান্তি না এরকম একটি সময় আপনি নির্বাচন নির্ধারণ করেন। এছাড়া সংস্কার এবং দৃশ্যমান বিচার সামনে আসতে হবে বলেও আমরা বলেছি। দুটি রোডম্যাপ ঘোষণার কথা বলেছি। একটি হচ্ছে- নির্বাচনের, অন্যটি বিচার ও সংস্কারের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে আগেই জানিয়ে দিয়েছি ফেব্রুয়ারি মাঝামাঝি সময় অথবা রোজার পরপরই ভোট হতে হবে। এর বাইরে গেলে নিরপেক্ষ ভোট করা কঠিন হবে। এছাড়া বিএনপি তিন উপদেষ্টা পদত্যাগ চেয়েছে এটা দলটির নিজস্ব চিন্তা থেকেই বলেও জানান জামায়াত আমির। বিএনপি ও জামায়াতে ইসলামীর পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তাদের সঙ্গে বৈঠকটি শুরু হয় রাত সাড়ে ৯টার পর। ঘণ্টাখানেক চলে এ বৈঠক।

বিএনপি ও জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, মূলত তিনটি বিষয় নিয়ে এ বৈঠকে প্রধান উপদেষ্টা সঙ্গে তারা আলাপ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার ও জুলাই বিল্পবে গণহত্যাকারীদের বিচার এ আলোচনা স্থান পায়। তবে আগামী আগামী সংসদ নির্বাচন কবে হবে তার রোডম্যাপ ও নির্বাচনের সম্ভব্য তারিখ এ আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরু দিকে ভোট দেয়ার ব্যাপারে দল দুটি জোরালো দাবি তুলেছে। এছাড়া এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও বিচারেও তারা গুরুত্বারোপ করেছেন।

জানা গেছে, গত কয়েকদিন থেকেই নির্বাচনসহ নানা ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল। বিশেষ করে নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে সরকারের ওপর চাপ বাড়ছিল।

এর মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে গত বুধবার সেনাপ্রধানের বক্তব্য প্রথমে সোশ্যাল মিডিয়া এবং পরে মূল ধারার মিডিয়াতে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর বের হয়। বিষয়টি প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলামের মাধ্যমে গণমাধ্যমে আসে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এমন খবর পেয়েই তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলে জানান নাহিদ।

এরপর সরকার ও রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা আরও বাড়ে। সোশ্যাল মিডিয়াতে একে অন্যকে দোষারোপ করে বক্তব্য পোস্ট করা হয়। জামায়াতে ইসলামী সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করে। চরমোনাই পীরের ডাকে এনসিপিসহ পাঁচটি দল বৈঠক করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না।

সর্বশেষ গতকাল শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। তিনি আমাদের সঙ্গেই থাকছেন।

এই পরিস্থিতিতে বিমেষ করে যমুনায় বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। সবার ধারণা, এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। কী ঘোষণা আসতে পারে তা নিয়ে চলছে জল্পনা। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত শুক্রবার রাতে রাজধানীর রমনার একটি বাসায় বিএনপি, জামায়াত এবং এনসিপির নেতাদের উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর রটে।

তবে আনুষ্ঠানিকভাবে কেউ এই বৈঠকের কথা স্বীকার না করলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ সময়ের রাজনৈতিক মিত্র থাকলেও বর্তমানে তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা বিএনপি ও জামায়াত নির্বাচনের ব্যাপারে একক সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে। তারা ডিসেম্বর অথবা বড় জোর আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দিতে রাজি। তবে এনসিপি তাদের অবস্থানের ব্যাপারে এখনো কিছুটা অনমনীয়। তারা নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা, সংস্কার, স্থানীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন চায়। সেসঙ্গে নির্বাচন কমিশনেরও পুনর্গঠন চেয়েছে এনসিপি। গতকাল দুপুরে বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনের বিষয়ে তার দলের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি জানিয়েছেন, তার দল অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায়।

ধারণা করা হচ্ছে, বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরই নির্বাচনের রোডম্যাপের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। এই বিষয়টিতে সব দলই মোটামুটি একমত। শুধু দিন তারিখ সুনির্দিষ্ট করা বাকি। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাবে বিএনপি শুরু থেকেই ঘোরতর আপত্তি জানিয়ে আসছে। জামায়াত ও এনসিপি আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। গতকালের ত্রিদলীয় বৈঠকে এ বিষয়টি নিয়ে কতদূর আলোচনা হয়েছে সেটি স্পষ্ট নয়।

এদিকে শনিবার সকালে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে আলাপ-আলোচনার মাধ্যমে তার সমাধান বেরিয়ে আসবে। এজন্য সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছিলেন তিনি। এছাড়া বিএনপি নেতারা গতকাল রাজধানীতে একাধিক অনুষ্ঠানে চলমান সংকটের জন্যে কয়েকজন উপদেষ্টাকে দায়ী করে বক্তব্য দেন। তারা বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এখন সমাধান।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি নয় : হাসনাত আবদুল্লাহ

দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি নয় : হাসনাত আবদুল্লাহ

সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা: মঈন খান

সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা: মঈন খান

বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার সফল হবে: ডা. জাহিদ

বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার সফল হবে: ডা. জাহিদ

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: নজরুল ইসলাম খান

আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: নজরুল ইসলাম খান

 ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপন

 সাতকানিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা- উদ্বোধন

সাতকানিয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলা- উদ্বোধন

 শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত

 বউ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?

বউ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?

 যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

যে সব বলিউড নায়ক নেতিবাচক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন

 বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

 গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজার ও  এস্কেভেটর ধ্বংস

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজার ও এস্কেভেটর ধ্বংস

 জলঢাকায় ভূমি মেলা শুরু

জলঢাকায় ভূমি মেলা শুরু

 শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হান্নান, সম্পাদক ছালাম

শ্রীপুর প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হান্নান, সম্পাদক ছালাম

 রায়গঞ্জে ফসল নষ্ট করায় রাইস মিল থেকে ক্ষতিপূরণ আদায়

রায়গঞ্জে ফসল নষ্ট করায় রাইস মিল থেকে ক্ষতিপূরণ আদায়

 দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি নয় : হাসনাত আবদুল্লাহ

দুই ছাত্র উপদেষ্টা এনসিপির প্রতিনিধি নয় : হাসনাত আবদুল্লাহ

 কাজে আসছে না সরকারি পার্কিং,  যানজটে নাকাল ফেনীবাসী

কাজে আসছে না সরকারি পার্কিং, যানজটে নাকাল ফেনীবাসী

 দৌলতদিয়া গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৌলতদিয়া গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়নে সম্পৃক্ত করতে হবে: রিজওয়ানা হাসান

নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়নে সম্পৃক্ত করতে হবে: রিজওয়ানা হাসান

 গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

গোয়ালন্দে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

 কুমিল্লায়  তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

কুমিল্লায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

 সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

 টঙ্গীবাড়িতে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত আটক

টঙ্গীবাড়িতে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত আটক

 পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

সংশ্লিষ্ট

সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা: মঈন খান

সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা: মঈন খান

বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার সফল হবে: ডা. জাহিদ

বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার সফল হবে: ডা. জাহিদ

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

সংসদ নির্বাচনেই জোর

সংসদ নির্বাচনেই জোর