পুলিশের ওপর হামলার মামলায়
খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৫ ০৭:২৭ পিএম
খুলনার সাবেক এমপি মঞ্জুসহ বিএনপির ২৮ নেতাকর্মী খালাস
খুলনায় পুলিশের ওপর হামলার মামলায় মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত।
সোমবার (১৯ মে) খুলনা মহানগর হাকিমের বিচারিক আদালত-১ এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, নগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবুসহ নেতাকর্মীরা।
বিএনপি নেতাদের আইনজীবী গোলাম মাওলা জানান, ২০২১ সালের ২২ নভেম্বর খুলনায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে সদর থানার ওসি হাসান আল মামুনের নেতৃত্বে বিএনপি নেতাদের ওপর হামলা চালায় পুলিশ। একই সময়ে নজরুল ইসলাম মঞ্জু, তারিকুল ইসলামসহ বিএনপির নেতাদের ওপরও লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধেই মামলা করে পুলিশ। পুলিশ যথাযথ স্বাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত আসামি সবাইকে খালাস দিয়েছেন।
ভোরের আকাশ/এসআই