ফাইল ছবি
স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।
এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন। চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। বর্তমানে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন খালেদা জিয়া।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।রুহুল কবির রিজভী বলেন, আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।তিনি বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।ভোরের আকাশ/জাআ
ডা: শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণের মতো এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।আমিরে জামায়াত বলেন, জামায়াতে রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। জামায়াত নেতাদের কোন বেগম পাড়া বা পিসি পাড়া নেই।গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত ইসলামী অবিচার করেনি জানিয়ে তিনি বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় জামায়াত। গত ১৫ বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, সে ব্যবস্থার অবসান চায় জামায়াত।ভোরের আকাশ/জাআ
ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভবনের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে ব্যানার টাঙানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ভবনটির সামনে এই ব্যানার দুটি টাঙিয়ে ভবনের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।প্রায় এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটি গতকাল বুধবার থেকে ধাপে ধাপে পরিষ্কার করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও আবর্জনার স্তূপ অপসারণ করা হচ্ছে। দোতলার আবর্জনা ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। এর আগে বুধবার সকাল থেকে নিচতলা পরিষ্কার করা হয়। প্রায় ১০ থেকে ১২ জন ব্যক্তি ভবনের প্রতিটি তলা পরিষ্কার করার কাজ করছেন।পরিচ্ছন্নতাকর্মীদের কয়েকজন জানিয়েছেন, পুরো ভবনটি পরিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তদের কাছে ভবনটি হস্তান্তর করা হবে। এ ভবনে গত বছরের অভ্যুত্থানে আহতদের জন্য অফিস ও শহীদ পরিবারের স্মৃতি অফিস স্থাপন করা হবে বলেও তারা দাবি করেন।তবে ভবন ও ব্যানার সংক্রান্ত বিষয়ে নাম-পরিচয় প্রকাশে কেউ আগ্রহ দেখাননি। কেউ কেউ বলেন, ভবনের কোন তলায় কী কার্যক্রম চলবে, তা নির্ধারণ করবে সাধারণ ছাত্র-জনতা।এদিকে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের এই প্রতিষ্ঠান কারা প্রতিষ্ঠা করেছে, কী উদ্দেশ্যে ব্যানার টাঙানো হয়েছে—এসব প্রশ্নে অবস্থানরত ব্যক্তিরা কোনো মন্তব্য করতে রাজি হননি।গুলিস্তানের এই ১০ তলাবিশিষ্ট ভবনটি ২০১৮ সালের ২৩ জুন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি আধুনিক স্থাপত্যশৈলীতে গড়া হয়।তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর এক মাসব্যাপী চলে লুটপাট। সেই সময় থেকে ভবনটি কার্যত অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।স্থানীয় দোকানদারদের ভাষ্য অনুযায়ী, ভবনের নিচতলা এতদিন শৌচাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মলমূত্রের দুর্গন্ধ এলাকায় বিরক্তিকর পরিবেশ তৈরি করেছিল। আজ বিকেলেও নিচতলায় এখনও কিছুটা দুর্গন্ধ টের পাওয়া গেছে, যদিও তা আগের তুলনায় কম।ভবনের সামনে ছবি তুলতে আসা এক পথচারী, আবদুস ছাত্তার বলেন, “একটি রাজনৈতিক দল স্বৈরাচারী হয়ে উঠলে তার পরিণতি কী হতে পারে, এই ভবনটিই তার জ্বলন্ত উদাহরণ। দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের এমন করুণ পরিণতি থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত।”ভোরের আকাশ//হ.র
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিতরণ লাইন নির্মাণকাজের কারণে শুক্রবার (২৫ জুলাই) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার দীর্ঘ গ্যাস বিতরণ লাইন নির্মাণ করা হবে। এই কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এই সময়ের মধ্যে সকল শ্রেণির (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।ভোরের আকাশ//হ.র