শুক্রবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিতরণ লাইন নির্মাণকাজের কারণে শুক্রবার (২৫ জুলাই) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড এবং মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ৮ ইঞ্চি ব্যাসের ৬৩২ মিটার দীর্ঘ গ্যাস বিতরণ লাইন নির্মাণ করা হবে। এই কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে সকল শ্রেণির (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটি নতুন উদ্যোগে সাজানো হচ্ছে। দীর্ঘ এক বছর পরিত্যক্ত থাকার পর ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। ভবনের পুরোনো ব্যানার সরিয়ে সেখানে টানানো হয়েছে নতুন দুটি ব্যানার— 'আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' নামে।গত বুধবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া পরিষ্কারের কাজ বৃহস্পতিবারও (২৪ জুলাই) চলমান ছিল। দেখা গেছে, ১০ থেকে ১২ জন ব্যক্তি পুরো ভবনজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ভবনের দোতলা ও তৃতীয় তলার জমে থাকা আবর্জনা ও ইট-বালির স্তূপ সরিয়ে ফেলা হচ্ছে। এর আগের দিন নিচতলাও পরিষ্কার করা হয়েছে।কর্মরত ব্যক্তিরা জানান, পুরো ভবন পরিষ্কার করার পর এটি হস্তান্তর করা হবে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্তদের” হাতে। ভবনটিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য অফিস চালুর পরিকল্পনাও রয়েছে।তবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ ব্যানার নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি পরিষ্কারের দায়িত্বে থাকা কর্মীরা। তারা জানান, ভবনের কোন তলায় কী কার্যক্রম চলবে, তা ছাত্র-জনতা পরবর্তীতে ঠিক করবেন।উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ চলাকালে ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। এরপর থেকেই কার্যালয়টি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। দখল হয় ছিন্নমূল মানুষের, ব্যবহৃত হতে থাকে শৌচাগার ও আড্ডাস্থল হিসেবে। মলমূত্র ও আবর্জনার কারণে সৃষ্টি হয় তীব্র দুর্গন্ধ, যা পথচারীদের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক।এর মধ্যে কয়েক মাস আগে ভবনটিতে ‘জুলাইযোদ্ধার প্রধান কার্যালয়’ নামক ব্যানার টানানো হলেও কোনো কার্যকর পরিবর্তন দেখা যায়নি। এবার ব্যানার বদলে এবং পরিষ্কারের মধ্য দিয়ে ভবনটি নতুনভাবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা।প্রসঙ্গত, গুলিস্তানের এই ভবনটি আওয়ামী লীগের পুরোনো কার্যালয় ভেঙে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভোরের আকাশ//হ.র
নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এমন দাবি জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। এমন একটি সংবিধান চাই, যেখানে আপনার-আমার অধিকার থাকবে, সিলেটের মানুষের মর্যাদার সুরক্ষা থাকবে।”তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আবারও সমবেত হবেন তারা। উদ্দেশ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ আদায়ের আন্দোলনকে আরও জোরালো করা। তাঁর কথায়, “ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকেই আমরা এই দাবিগুলো আদায় করবো।”সিলেটের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “এই অঞ্চল থেকে ইসলামের সম্প্রীতি ও ইনসাফের বাণী সারাদেশে ছড়িয়ে পড়েছে। বহুজাতি ও বহু সংস্কৃতির এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমাদের এগোতে হবে।”তিনি উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম— প্রতিটি পর্বেই সিলেটের মানুষ বুক চিতিয়ে লড়েছে। এমনকি সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানেও সিলেট ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।প্রবাসী সিলেটিদের অবদান নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, “লন্ডনে বাংলাদেশের বড় একটি অংশ সিলেটিরা। তারা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকে জয় করেছে। আজ লন্ডনের মসজিদ, স্কুল, রেস্টুরেন্ট ও রাস্তায় তাদের ঘামের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি সচল। সেইসব প্রবাসী ভাইদের ভোটাধিকার নিশ্চিতে আমরা সোচ্চার।”এনসিপির এই কর্মসূচিকে ঘিরে সিলেটের শহীদ মিনার চত্বরে জমায়েত হয় দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। বক্তারা সবাই বিচার, মানবাধিকার ও নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।ভোরের আকাশ//হ.র
ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও জাল স্বাক্ষর নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।রুহুল কবির রিজভী বলেন, আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।তিনি বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।ভোরের আকাশ/জাআ
ডা: শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণের মতো এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।আমিরে জামায়াত বলেন, জামায়াতে রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। জামায়াত নেতাদের কোন বেগম পাড়া বা পিসি পাড়া নেই।গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত ইসলামী অবিচার করেনি জানিয়ে তিনি বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় জামায়াত। গত ১৫ বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, সে ব্যবস্থার অবসান চায় জামায়াত।ভোরের আকাশ/জাআ