× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজুরি না দিয়ে পালানো মালিকদের ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির কথা বলেছি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৫ ০৮:৫২ পিএম

মজুরি না দিয়ে পালানো মালিকদের ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির কথা বলেছি

মজুরি না দিয়ে পালানো মালিকদের ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির কথা বলেছি

শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রস্তাব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৩ মে) রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। 

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পতিত সরকারের অনেক মন্ত্রী ও এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে বা আত্মগোপনে আছে। তাদের বাড়ি, গাড়ি, জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছে, তাদের ধরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বলেছি।’ 

শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে ত্রিপক্ষীয় কাউন্সিলের আলোচনা জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার দেন, তাঁদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। কিন্তু রানা প্লাজার মতো ট্র্যাজেডি মালিকপক্ষের অবহেলার ফল। 

উপদেষ্টা জাপানের টয়োটার উদাহরণ টেনে বলেন, ৪০ বছর ধরে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, যদিও ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও এমন শিল্প সংস্কৃতি গড়ে তুলতে হবে।  

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রমিকদের অধিকার সুরক্ষায় জোরাল বার্তা দেওয়া হয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ‘শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি’ বিষয়ে বিতর্কে অংশ নেন। 

অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বিতার্কিক দল বিজয়ী হয় এবং উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/আমর

  • শেয়ার করুন-
 অপহৃত সেই পল্লিচিকিৎসক তিন দিন পর উদ্ধার

অপহৃত সেই পল্লিচিকিৎসক তিন দিন পর উদ্ধার

 খালেদা জিয়াকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস

খালেদা জিয়াকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস

 আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

সংশ্লিষ্ট

হজযাত্রীদের উদ্দেশে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বার্তা

হজযাত্রীদের উদ্দেশে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বার্তা

বৈধভাবে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বৈধভাবে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায় ইতালি

স্বাস্থ্যবিষয়ক কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বাস্থ্যবিষয়ক কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার