ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০৯:৪৯ পিএম
হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে
হলি আর্টিজান হামলা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দেওয়া বক্তব্য জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে বিষয়টিকে ‘অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত’ আখ্যা দিয়েছে ডিএমপি।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে প্রকাশিত সংবাদে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। ঢাকা মহানগর পুলিশ এ ঘটনায় নিহত দেশি-বিদেশি সবার আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
ডিসি তালেবুর জানান, ঘটনাটি নিয়ে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ডিএমপি কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ বিশ্বাস করে এ বিষয়ে অহেতুক ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।
ভোরের আকাশ/জাআ