নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় নয়: ডিএমপি কমিশনার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ছাড়া হাট ইজারাদাররা অন্য কোনো অর্থ আদায় করতে পারবেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।রোববার (১ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও যানবাহনের নিরাপত্তা এবং ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।কমিশনার বলেন, কোনোভাবেই যত্রতত্র পশু লোড-আনলোড করা যাবে না। জোরপূর্বক হাটে পশুবাহী যান প্রবেশ করানো, রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি বা ব্যাপারীদের পশু বিক্রিতে বাধ্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যেকোনো ধরনের সমস্যা বা অনিয়মের মুখোমুখি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করুন, ভিডিও করে প্রমাণ সংরক্ষণ করুন। তিনি জনগণকে ট্রাফিক পুলিশের সঙ্গে সদাচরণ করতে এবং সড়ক অবরোধ করে হাট বসালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানান।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পশুর হাট সিটি করপোরেশন নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। রাস্তায় হাট বসানো যাবে না। পশুর সংকটের গুজব ছড়িয়ে বাজার অস্থির করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।ভোরের আকাশ/এসএইচ