ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডাকসু নিবার্চনের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন।ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া সব নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানে আমরা প্রস্তুত। যারা নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন, একটি নিরাপদ ও নির্বিঘ্ন নির্বাচন আয়োজনের জন্য সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একসঙ্গে কাজ করলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পারবো।সভায় শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।ভোরের আকাশ/এসএইচ
০১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ পিএম
শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার পর রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে কমিশনার এ দুঃখ প্রকাশ করেন।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আমার কাছে সন্তানস্বরূপ। আমার নিজের ছেলের বয়সও তোমাদের চেয়ে বেশি। তোমাদের কষ্ট আমাকে ব্যথিত করে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। বৃহস্পতিবারই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”রংপুরে এক প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি আরও জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। সেখানে দায়ের হওয়া মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।এর আগে সন্ধ্যায় রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে ফাওজুল কবির খান জানান, শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত, এজন্য পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হবে।তিনি আরও বলেন, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবিগুলো যাচাই এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত সরকারি কমিটির বাকি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার আবারও বৈঠক হবে।ভোরের আকাশ//হ.র
২৮ আগস্ট ২০২৫ ০২:০৬ এএম
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে: ডিএমপি কমিশনার
আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আগামী নির্বাচন যাতে সর্বজন গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।শুক্রবার (২২ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার ও পুলিশ একই ধরনের কাজ করে, আমাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকব।তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় পুলিশের অনেক সদস্য নিহত হয়েছেন এবং বিভিন্ন পুলিশের স্থাপনায় ক্ষতি হয়েছে। “বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।ক্র্যাবের সাবেক সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি ও ২০২৪ সালের কমিটির নেতা এবং চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্যদের সন্তানদেরও সম্মাননা দেওয়া হয়।পরে ক্র্যাব সদস্য ও পরিবারের সদস্যদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন আসিফ আকবর, জ্যোতি ও তরুণ মুন্সী।অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২৩ আগস্ট ২০২৫ ০৮:২৮ এএম
সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার
রাজনৈতিক কোনো কারণে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বুধবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সাজ্জাত আলী বলেন, হত্যার পর অভিযুক্তরা মব তৈরির চেষ্টা করে। পুলিশ বুঝতে পেরে সেই মব থেকেই মহিন ও রবিন নামের দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।তিনি বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।এর আগে, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পরেরদিন মামলা করেন।ভোরের আকাশ/এসএইচ
হলি আর্টিজান হামলা নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দেওয়া বক্তব্য জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে বিষয়টিকে ‘অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত’ আখ্যা দিয়েছে ডিএমপি।বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি জানান, গত মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ঊদ্ধৃত করে প্রকাশিত সংবাদে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। ঢাকা মহানগর পুলিশ এ ঘটনায় নিহত দেশি-বিদেশি সবার আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।ডিসি তালেবুর জানান, ঘটনাটি নিয়ে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ডিএমপি কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত।বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ বিশ্বাস করে এ বিষয়ে অহেতুক ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।ভোরের আকাশ/জাআ
০২ জুলাই ২০২৫ ০৯:৪৯ পিএম
দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার
রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।মঙ্গলবার (১ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।’আরেক প্রশ্নের জবাবে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘জঙ্গি নেই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।’ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?’হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।’ভোরের আকাশ/এসএইচ
ঈদুল আজহার ছুটিতে ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে রাতের বেলায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।ডিএমপি কমিশনার বলেন, 'জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিচারপতি, উপদেষ্টা এবং ঢাকায় অবস্থানরত মুসলিম দেশের কূটনীতিকরাও এতে অংশ নেবেন।ঈদগাহে ৫টি প্রবেশপথ থাকবে, এর মধ্যে ৪টি পুরুষ ও ১টি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত।'তিনি জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মসজিদটিতে মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি শুরু হবে সকাল ৭টায়।তিনি বলেন, 'এ বছর মহানগরীতে মোট ১১৮টি ঈদগাহ ও ১,৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শিয়া ও কাদিয়ানি সম্প্রদায় ৮টি এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরও ৩টি জামাতের আয়োজন করেছে।'জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ ঢাকার প্রতিটি ঈদগাহ ও মসজিদ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও নিশ্ছিদ্র ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।এরই অংশ হিসেবে ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তিনটি প্রধান প্রবেশপথে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা এবং মুসল্লিদের আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে প্রবেশ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।ডিএমপি কমিশনার আরো বলেন, 'সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো এলাকায় প্রস্তুত থাকবে। সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।'এছাড়া নারীদের জন্য থাকবে পৃথক প্রবেশপথ ও নামাজের ব্যবস্থা। ঈদগাহের আশপাশের এলাকাগুলো সিটিটিসি ও এসবির সুইপিং টিম এবং ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপনসহ নিরাপত্তায় অংশগ্রহণকারী সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করা হচ্ছে।তিনি আরও জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর প্রতিটি ক্রাইম ডিভিশন সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে সমন্বয় করে অন্যান্য ঈদগাহেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেছে।নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, 'নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহায়তা করুন। কেউ যেন ঈদ জামাতে কোনো ব্যাগ, দাহ্য বস্তু বা ধারালো জিনিস সঙ্গে না আনেন। জামাত শেষে সুশৃঙ্খলভাবে বের হয়ে যাবেন এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে নিকটস্থ পুলিশ সদস্যকে জানান।'তিনি কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার আহ্বান জানান এবং যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় হটলাইন ৯৯৯ বা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করেন।ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাতের সময় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম কাজ করবে। গাড়ি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। এমনকি অফিসে থাকা কর্মকর্তাদেরও দায়িত্ব ভাগ করে দিয়ে মাঠে নামানো হয়েছে। চেকপোস্টে তল্লাশিও থাকবে। আমরা নিশ্চিত করতে চাই, যেন নগরবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে।'ভোরের আকাশ/জাআ
০৬ জুন ২০২৫ ০২:১৮ পিএম
নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় নয়: ডিএমপি কমিশনার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ছাড়া হাট ইজারাদাররা অন্য কোনো অর্থ আদায় করতে পারবেন না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।রোববার (১ জুন) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট, কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও যানবাহনের নিরাপত্তা এবং ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।কমিশনার বলেন, কোনোভাবেই যত্রতত্র পশু লোড-আনলোড করা যাবে না। জোরপূর্বক হাটে পশুবাহী যান প্রবেশ করানো, রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি বা ব্যাপারীদের পশু বিক্রিতে বাধ্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যেকোনো ধরনের সমস্যা বা অনিয়মের মুখোমুখি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করুন, ভিডিও করে প্রমাণ সংরক্ষণ করুন। তিনি জনগণকে ট্রাফিক পুলিশের সঙ্গে সদাচরণ করতে এবং সড়ক অবরোধ করে হাট বসালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানান।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পশুর হাট সিটি করপোরেশন নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। রাস্তায় হাট বসানো যাবে না। পশুর সংকটের গুজব ছড়িয়ে বাজার অস্থির করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।ভোরের আকাশ/এসএইচ
০১ জুন ২০২৫ ০৫:৫১ পিএম
সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার
ছাত্র-জনতার জুলাই আন্দোলনের পর ভেঙে পড়েছিল পুলিশ সদস্যদের মনোবল। পুলিশ ও জনগণের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়েছিল। গত ছয় মাস ধরে সেই অবস্থার উন্নতি ঘটছে। দায়িত্ব পালনে তারা আবার দৃশ্যমান হয়ে উঠেছে। এমন অবস্থায় জনগণকে কাঙ্ক্ষিত আইনি সেবা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।রোববার (১৮ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলম।প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, মাস্টার প্যারেডের মুখ্য উদ্দেশ্য হলো অফিসার ও ফোর্সদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা পরিপন্থী এবং আইন ও বিধির বাইরে কোনো কাজ করার সুযোগ নেই।তিনি বলেন, আপনারা সপ্তাহে একদিন আপনাদের কর্মস্থলগুলো পরিষ্কার করবেন। জনগণের কল্যাণে ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও বাড়াতে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ডিএমপিকে আরও আধুনিক, গতিশীল এবং জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।তিনি আরও বলেন, মানুষের সেবায় প্রতিটি কাজ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতে হবে। যেকোনো পরিস্থিতি দৃঢ় মনোবল নিয়ে মোকাবিলা করতে হবে। নিজেদের মনোবল সবসময় চাঙা রাখতে হবে। নিরপেক্ষ থেকে নিজেকে সম্পূর্ণরূপে জনসেবায় নিয়োজিত করতে হবে। মাস্টার প্যারেডে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ