সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য তিনি আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন।
প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে দায়িত্বে রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৯ জুলাই) জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ মোট ১৬ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়।পাঁচ অতিরিক্ত ডিআইজি যাঁরা বদলি হয়েছেন: রেবেকা সুলতানা – পুলিশ সদর দপ্তর থেকে বদলি হয়ে গেছেন অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি),ফয়সল মাহমুদ – রাজশাহীর সারদা থেকে সিলেট রেঞ্জে,আশরাফুল ইসলাম – অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) থেকে পুলিশ সদর দপ্তরে,ফারুক আহমেদ – সদর দপ্তর থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তরে, মিজানুর রহমান – স্পেশাল ব্রাঞ্চ থেকে ঢাকার ট্রাফিক ড্রাইভিং স্কুলে (টিডিএস) ।পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তা যাঁরা নতুন দায়িত্ব পেয়েছেন: আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া – হাইওয়ে পুলিশ থেকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে, মো. সাখাওয়াত হোসেন – বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টার থেকে রাজারবাগ পুলিশ টেলিকমে, মো. খাইরুল ইসলাম – হাইওয়ে পুলিশ থেকে ট্যুরিস্ট পুলিশে, খন্দকার নুর রেজওয়ানা পারভীন – পিবিআই থেকে পুলিশ সদর দপ্তরে, মীর আবু তৌহিদ – নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টার থেকে সিআইডিতে, মো. মিজানুর রহমান – ট্যুরিস্ট পুলিশ থেকে এপিবিএনে, আবুল বাশার মো. আতিকুর রহমান – খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে সিআইডিতে, সৈকত শাহীন – কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টার থেকে শিল্পাঞ্চল পুলিশে, কাজী মো. আবদুর রহীম – এটিইউ থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. আব্দুল্লাহ আল ইয়াছিন – সিআইডি থেকে বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারেঅতিরিক্ত উপপুলিশ কমিশনার যিনি বদলি হয়েছেন: মো. আমিনুর রহমান – সিলেট মহানগর পুলিশ থেকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে। ভোরের আকাশ/হ.র
সাগরে সৃষ্ট লঘুচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়া এবং অতিভারি বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল নাগাদ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৯ জুলাই) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া ভারি বর্ষণজনিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা, খুলনা, চট্টগ্রামের কিছু নগর এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।আন্তর্জাতিক পূর্বাভাসের সূত্র ধরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বুধবার বিকেল ৪টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের ভোলা ও পটুয়াখালী, চট্টগ্রামের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তিনি তার সামাজিক মাধ্যম পোস্টে জানান, এসব এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও জনগণকে প্রস্তুত থাকতে হবে। ভোরের আকাশ/হ.র
প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ সহজতর করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নাগরিক সংগঠন ‘অপজিশন ইন্টারন্যাশনাল’।বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশের গঠনে তাদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের প্রতিনিধিরা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—ড. ওয়েন লিপার্ট, ফরেস্ট কুকসন, ড. হাসান আলী, শহিদুল আলম ও এমদাদুল হক।বৈঠক শেষে শহিদুল আলম সাংবাদিকদের বলেন, “প্রবাসীদের ভোটাধিকার রক্ষায় প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি ‘মেগাফোন’ তৈরি করা, যার মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”তিনি আরও জানান, নির্বাচন কমিশনের উদ্যোগে একটি অনলাইন পোর্টাল চালু হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা সহজেই ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। তবে প্রযুক্তিগত ও পদ্ধতিগত যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধানে ও সচেতনতা বাড়াতে অপজিশন ইন্টারন্যাশনাল নিরলসভাবে কাজ করে যাবে। ভোরের আকাশ/হ.র
২০২৫-২৬ অর্থবছরে কৃচ্ছ্র নীতির অংশ হিসেবে সরকারি দপ্তরগুলোতে নতুন গাড়ি কেনা ও বিদেশ সফর সাময়িকভাবে স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুলাই) অর্থ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।নির্দেশনায় বলা হয়েছে, উন্নয়ন বা পরিচালন বাজেটের আওতায় নতুন যানবাহন কেনা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওএন্ডই অন্তর্ভুক্ত গাড়ি প্রতিস্থাপনের প্রয়োজন হলে, অর্থ বিভাগের পূর্বানুমতি নিয়ে সে ব্যয় করা যাবে।এছাড়া, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ছাড়া অন্যান্য খাতে নতুন ভবন (আবাসিক বা অনাবাসিক) নির্মাণ কার্যক্রম বন্ধ থাকবে। চলমান প্রকল্পের কাজ যদি ৫০ শতাংশের বেশি অগ্রসর হয়ে থাকে, তাহলে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে তা শেষ করা যাবে।উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন যানবাহন কেনা, ভূমি অধিগ্রহণ কিংবা থোক বরাদ্দ খরচের ক্ষেত্রেও জারি হয়েছে কড়াকড়ি। এসব খাতে ব্যয় করতে হলে আগে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।সরকারি অর্থে বিদেশ সফরের বিষয়েও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। কোনো কর্মকর্তা সেমিনার, কর্মশালা কিংবা সিম্পোজিয়ামে অংশ নিতে পারবেন না। তবে বিদেশি বিশ্ববিদ্যালয় বা সংস্থার অর্থায়নে মাস্টার্স বা পিএইচডি পড়তে যাওয়া কিংবা পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে, নির্ধারিত শর্ত মেনে।সবশেষে বলা হয়েছে, বিদেশ সফরসংক্রান্ত যেকোনো উদ্যোগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে। ভোরের আকাশ/হ.র