নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫ ১২:১৮ এএম
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৮২১ জন গ্রেপ্তার
সারাদেশে চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১,৮২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৯৯৬ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৮২৫ জন।
রোববার (১১ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, “সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত ৯৯৬ জন এবং অন্যান্য ঘটনায় জড়িত ৮২৫ জনসহ মোট ১,৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি সাধারণ কুড়াল।
পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ হ.র