নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ০৪:৪২ পিএম
সংগৃহীত ছবি
বছর ঘুরে আবারও সেই সিঁদুরে রাঙা উৎসব, কিন্তু ঢাকের তাল আর শঙ্খের ধ্বনিতে মিশে আছে উৎসব আর বিষাদের সুর। দেবী দুর্গাকে কৈলাসে বিদায় জানানোর মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানকতা শুরু হয়। পরে দর্পনে বিসর্জন ও ঘট বিসর্জন হয়। দুপুরে সিঁদুরের লাল রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। লাল-সাদা শাড়িতে নেচে-গেয়ে নারীরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান।
চার দিনের আনন্দ-হাসি শেষে মা-এর চরণে সিঁদুর ছুঁইয়ে বিদায় জানানোর এই প্রথা শুধু উৎসব নয়, এর পেছনে রয়েছে গভীর বিশ্বাস। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো এই সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অসুর প্রবৃত্তি, ক্রোধ এবং হিংসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেবী দুর্গাকে মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি ভক্তরা আগামী বছর আবার ফিরে আসার আকুতিও জানান।
পূজা মণ্ডপে আসা পরিতোষ ঘোষ খবর সংযোগকে বলেন, ‘মায়ের আশীর্বাদে সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ আর সমৃদ্ধি। অন্যায়ের অন্ধকার দূর হোক, সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে। মায়ের কাছে এই প্রার্থনাই করেছি। বিজয়া দশমীর দিনটি আমাদের কাছে একদিকে যেমন উৎসবের, অপরদিকে বেদনার। এবার পূজা ভালো কেটেছে। সবার জন্য মঙ্গল কামনা করেছি।’
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় খবর সংযোগকে জানান, নবমীতে 'পূর্ণপূজা'র পর দশমীতে দেবী 'অপরাজিতা' হন। মায়ের সঙ্গে যুদ্ধে মহিষাসুর নিপাতিত হয়েছেন, তার মৃত্যু হয়েছে এবং মায়ের বিজয় হয়েছে বলে আজ শুভ বিজয়া।
ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়া দশমীতে বিকেলে শোভাযাত্রা বের হবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে এবারের শারদীয় দুর্গোৎসবের।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা পাঁচদিনের আনন্দ উৎসবের পর বৃহষ্পতিবার (২ অক্টোবর ) বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এবারের পূজায় কেবল ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।
ভোরের আকাশ/তা.কা