ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১১:৩৮ এএম
ফাইল ছবি
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বুধবার (১৬ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয় জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, মোবাইল বা ব্রডব্যান্ড কোনো ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা জারি করেনি।
বিবৃতিতে আরো বলা হয়, যেকোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। দেশের যেকোনো স্থানে ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে আরও জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন ছড়ানোর আগে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে এ দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই সরকার পক্ষের দাবি।
ভোরের আকাশ/এসএইচ