সব নাগরিককে নগদ সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
বিপুল মূল্যস্ফীতির মুখে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বুধবার (২৩ জুলাই) মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আনোয়ার বলেন, দেশের ১৮ বছরের বেশি বয়সী প্রতিটি নাগরিককে ১০০ রিঙ্গিত (প্রায় ২,৫০০ টাকা) করে নগদ সহায়তা দেওয়া হবে। এই অর্থ বিতরণ শুরু হবে ৩১ আগস্ট থেকে।
মূল্যবৃদ্ধির কারণে জনসাধারণের মধ্যে ক্ষোভ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, সরকার জ্বালানির দামও কিছুটা কমানোর উদ্যোগ নিচ্ছে।
এ ঘোষণার ঠিক আগেই রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে আগামী শনিবার বড় ধরনের আন্দোলনের ডাক দেয় দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। পুলিশের ধারণা, এই বিক্ষোভে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নিতে পারে।
বিক্ষোভকারীরা অভিযোগ তুলছেন—প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এবং কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন।
সরকারি ব্যয় মেটাতে এবং রাজস্ব বাড়াতে আনোয়ার প্রশাসন একাধিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—বিদ্যুৎ বেশি ব্যবহারে অতিরিক্ত বিল, পণ্য ও সেবার ওপর ট্যাক্স বৃদ্ধি, এবং শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এসব পদক্ষেপের লক্ষ্য মূলত ধনী ব্যক্তি ও বড় ব্যবসাগুলোর কাছ থেকে বেশি কর আদায় করা। তবে সমালোচকরা বলছেন, এই উদ্যোগের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হচ্ছে।
চলতি বছর সরকারের পক্ষ থেকে মোট ১৫ বিলিয়ন রিঙ্গিত নগদ সহায়তা ব্যয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
রাশিয়ার আমুর অঞ্চলের তুনদা এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, যাতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বিমানটিকে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া খবর পাওয়া যায়। সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইনস আনগারার এএন-২৪ উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের তুনদার দিকে যাওয়ার পথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এছাড়া ক্রু হিসেবে ছয়জন ছিলেন। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে মোট ৪০ জনের মতো আরোহী ছিল।রুশ জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ তুনদা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি পাহাড়ে পাওয়া গেছে।টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ কর্মকর্তারা জানান, রোসাভিয়াতসিয়ার একটি মিগ-৮ হেলিকপ্টার বিমানটির ফিউজালাজ (মূল কাঠামো) খুঁজে পায়, যা আগুনে জ্বলছিল।তল্লাশি ও উদ্ধার অভিযান দ্রুততম সময়ে চালানো হচ্ছে।ভোরের আকাশ//হ.র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই চীন গোপনে রাশিয়ায় ড্রোন ইঞ্জিন পাঠাচ্ছে—এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স। একাধিক চুক্তিপত্র, চালান ও শুল্কসংক্রান্ত নথির ভিত্তিতে জানা গেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘শিল্প শীতলীকরণ যন্ত্র’ (industrial refrigeration units) নামে রপ্তানি করা হচ্ছে ড্রোন নির্মাণে ব্যবহৃত বিশেষ ইঞ্জিন।রয়টার্স জানায়, ইউরোপের তিনটি গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, এই ইঞ্জিনগুলো রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান IEMZ Kupol-এর কাছে পৌঁছাচ্ছে, যারা ইউক্রেনে ব্যবহৃত গারপিয়া-এ১ ড্রোন তৈরি করে। এই গোপন চক্রের ফলে কুপল ড্রোন উৎপাদন তিনগুণ বাড়াতে সক্ষম হয়েছে। যেখানে ২০২৩ সালে ২ হাজার ড্রোন তৈরি হয়েছিল, ২০২৪ সালে তাদের লক্ষ্য ৬ হাজার।জানা গেছে, এপ্রিলের মধ্যেই দেড় হাজারের বেশি ড্রোন তৈরির যন্ত্রাংশ রাশিয়ায় পাঠানো হয়। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রতিমাসে গড়ে ৫০০ গারপিয়া ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায়।এর আগে, চীনা প্রতিষ্ঠান Xiamen Limbach Aviation Engine Co.-এর তৈরি L550E ইঞ্জিন গারপিয়া ড্রোনে ব্যবহৃত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন আরেক চীনা প্রতিষ্ঠান Beijing Jichao International Technology & Trade Co. গোপনে ওই ইঞ্জিন সরবরাহ করছে। তারা ‘SMP-138’ নামের এক রুশ ফ্রন্ট কোম্পানির মাধ্যমে ইঞ্জিন পাঠিয়ে দিচ্ছে, যা পরবর্তীতে ‘LIBAS’ নামে আরেকটি প্রতিষ্ঠানের হাত ধরে কুপল কারখানায় পৌঁছায়।রপ্তানির নথিতে ইঞ্জিনগুলোকে ‘শীতলীকরণ যন্ত্র’ হিসেবে উল্লেখ করা হচ্ছে যাতে চীনা কর্তৃপক্ষ ও বৈশ্বিক নজরদারি এড়িয়ে যাওয়া যায়।উল্লেখ্য, গারপিয়া-এ১ ড্রোনটি ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি হলেও এর প্রকৃত নির্মাণ ও প্রযুক্তিগত ভিত্তি পুরোপুরি চীনের।ভোরের আকাশ//হ.র
বিশ্ব রেসলিং অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা হাল্ক হোগান আর নেই। বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই (WWE)।আসল নাম টেরি বোল্লেয়া হলেও, ‘হাল্ক হোগান’ নামেই তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ১৯৮০-এর দশকে রেসলিংকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।ডব্লিউডব্লিউই এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের হল অব ফেমার হাল্ক হোগান আর নেই। তিনি শুধু রেসলিং-ই নয়, পপ সংস্কৃতিতেও ছিলেন এক অবিচ্ছেদ্য নাম। আমরা তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।”রিংয়ের বাইরে হাল্ক হোগান চলচ্চিত্র ও বিনোদন জগতেও সক্রিয় ছিলেন। অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়।সূত্র: সিএনএনভোরের আকাশ//হ.র
সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে মূল্যবান পণ্য চুরির অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে মোট ৫,১৩৬ সিঙ্গাপুরি ডলার (প্রায় সাড়ে তিন লাখ ভারতীয় রুপি) মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগসহ বিভিন্ন সামগ্রী চুরি করেন বলে জানায় পুলিশ। চুরির পর তিনি কোনো বাধা ছাড়াই বিমানে ওঠে দেশ ত্যাগ করেন।তবে ১ জুন তিনি আবার সিঙ্গাপুরে প্রবেশ করলে, ট্রানজিট অবস্থায় চাঙ্গি বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।একটি দোকান থেকে ব্যাগ হারিয়ে যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চোরের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।গ্রেপ্তারের সময় ওই ভারতীয় নাগরিকের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। আগামী ২৫ জুলাই তার বিরুদ্ধে চুরি ও সম্পত্তির জালিয়াতির অভিযোগ আনা হবে বলে জানানো হয়েছে।সিঙ্গাপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “অপরাধীরা যদি ভাবেন দ্রুত ফ্লাইটে উঠে পালিয়ে যেতে পারবেন, তা ভুল ধারণা। দোকানে চুরি প্রতিরোধে আমাদের অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।”প্রসঙ্গত, এর আগেও এ বছরের শুরুতে চাঙ্গি বিমানবন্দরের পাঁচটি দোকান থেকে ১,৮০০ সিঙ্গাপুরি ডলার মূল্যের পণ্য চুরির ঘটনায় আরেক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।ভোরের আকাশ//হ.র