× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দালাই লামার, চীনের ‘হস্তক্ষেপের বার্তা’ প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০১:৩৩ এএম

উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দালাই লামার, চীনের ‘হস্তক্ষেপের বার্তা’ প্রত্যাখ্যান

উত্তরসূরি নির্বাচনের ঘোষণা দালাই লামার, চীনের ‘হস্তক্ষেপের বার্তা’ প্রত্যাখ্যান

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা নিশ্চিত করেছেন, তার মৃত্যুর পর উত্তরসূরি নির্বাচনের মাধ্যমে দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা হবে। বুধবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ধর্মীয় নেতাদের এক সমাবেশে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি।

৬০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দালাই লামা প্রতিষ্ঠান টিকে থাকার বিষয়টি নিশ্চিত করায় এটি তিব্বতসহ বিশ্বজুড়ে বৌদ্ধ অনুসারীদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমান দালাই লামা তেনজিন গিয়াৎসো, যিনি ১৪তম দালাই লামা হিসেবে পরিচিত। ১৯৫৯ সালে চীনা দমন-পীড়নের মুখে তিব্বত থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনিই নির্বাসিত তিব্বতীয়দের আধ্যাত্মিক নেতা।

তিনি জানান, মঙ্গোলিয়া, রাশিয়া, চীন এবং হিমালয় অঞ্চলের বিভিন্ন অংশসহ তিব্বতীয় জনগোষ্ঠী ও বৌদ্ধ সম্প্রদায়ের অনুরোধে দালাই লামা পুনর্জন্মের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।

দালাই লামা বলেন, “আমি নিশ্চিত করছি, দালাই লামা প্রতিষ্ঠানের ভবিষ্যৎও রয়েছে, উত্তরসূরিও থাকবে। আমার দায়িত্ব গাদেন পোদ্রাং ট্রাস্ট তা দেখভাল করবে।”

তবে দালাই লামার ঘোষণায় চীন খুশি নয়। বেইজিংয়ের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, দালাই লামা বা তিব্বতের অন্যান্য আধ্যাত্মিক নেতাদের পুনর্জন্মের প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের অনুমোদনসাপেক্ষ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “দালাই লামা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বৌদ্ধ নেতার পুনর্জন্ম লটারি পদ্ধতিতে ‘স্বর্ণপাত্র’ থেকে নির্ধারণ করা হবে, এবং তা কেন্দ্রীয় সরকারের অনুমোদনে হতে হবে।”

১৮ শতকে ছিং রাজবংশের আমলে চালু হওয়া এই পদ্ধতির কথা উল্লেখ করে তিনি জানান, ধর্মীয় স্বাধীনতা থাকা সত্ত্বেও তিব্বতীয় ধর্মীয় নেতাদের পুনর্জন্ম প্রক্রিয়ার নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে, যা মেনে চলা হবে।

বিশ্বজুড়ে নির্বাসিত তিব্বতীয়দের আশঙ্কা, দালাই লামার মৃত্যুর পর চীন নিজস্ব মনোনীত উত্তরসূরি ঘোষণা করতে পারে। এভাবে ভবিষ্যতের আধ্যাত্মিক নেতৃত্বেও রাজনৈতিক হস্তক্ষেপ ঘটাতে পারে বেইজিং।

এই প্রেক্ষাপটে দালাই লামার ঘোষণা একটি সজাগ বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। নির্বাসিত তিব্বতীয় অধিকারকর্মী চেমি লামো বলেন, “এই ঘোষণা বেইজিংয়ের জন্য স্পষ্ট বার্তা যে, ভবিষ্যতের দালাই লামা বাছাই চীনের অধিকার নয়।”

প্রসঙ্গত, ২০১১ সালে দালাই লামা রাজনৈতিক ক্ষমতা নির্বাচিত নির্বাসিত সরকারের হাতে হস্তান্তর করেন। তখনই তিনি সতর্ক করে দিয়েছিলেন, তার মৃত্যুর পর পদটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা রয়েছে।

তিনি বারবারই নিজেকে একজন ‘সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী’ হিসেবে পরিচয় দিলেও, বিশ্বজুড়ে অহিংসা, সহানুভূতি ও মানবাধিকার রক্ষার প্রতীক হিসেবে তাকে বিবেচনা করা হয়।

দালাই লামার এই ঘোষণাটি এসেছে তার ৯০তম জন্মদিন (৬ জুলাই) উদযাপনের ঠিক আগে, যা অনুসারীদের জন্য বাড়তি অর্থবহ হয়ে উঠেছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 ধানমন্ডিতে এইচএসসি পরীক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

ধানমন্ডিতে এইচএসসি পরীক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

 মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন

 সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউশির

 জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

 কুমিল্লায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

সংশ্লিষ্ট

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

নিহত নয়, বেঁচে আছেন খামেনির উপদেষ্টা শামখানি

ইলন মাস্ককে দেশছাড়ার হুমকি ট্রাম্পের

ইলন মাস্ককে দেশছাড়ার হুমকি ট্রাম্পের

নিউইয়র্কবাসী পাগল হলে মামদানিকে মেয়র বানাবে: ট্রাম্প

নিউইয়র্কবাসী পাগল হলে মামদানিকে মেয়র বানাবে: ট্রাম্প