× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১১:০১ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়ে আসছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এটি হতে যাচ্ছে এনটিআরসিএর ছয় নম্বর গণবিজ্ঞপ্তি, যা দেশের শিক্ষা খাতে এ যাবতকালের সবচেয়ে বড় নিয়োগ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী সোমবার (১৭ জুন) এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে। বিজ্ঞপ্তির খসড়া ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং কোনো প্রযুক্তিগত সমস্যা না হলে নির্ধারিত সময়েই এটি প্রকাশ করা হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এবার শিক্ষক নিবন্ধনধারীদের জন্য বড় সুযোগ থাকলেও কিছু শর্ত থাকছে। এর মধ্যে রয়েছে, ৩৫ বছরের বেশি বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া, যাদের নিবন্ধন সনদ তিন বছরের বেশি সময় আগে ইস্যু হয়েছে, তারাও এবারের নিয়োগের বাইরে থাকবেন।

এই প্রসঙ্গে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “আমরা বয়সসংক্রান্ত নিয়ম মেনে চলি এবং এমপিও নীতিমালার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারি না।”

এই নিয়োগ কার্যক্রমে দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, পদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের অবশ্যই বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে এবং বয়সসীমা হবে সর্বোচ্চ ৩৫ বছর। নিয়োগ প্রক্রিয়ার পুরো কার্যক্রম পরিচালিত হবে এনটিআরসিএর নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে, যাতে প্রার্থীদের যোগ্যতা যাচাই, প্রতিষ্ঠানের চাহিদা ও স্বয়ংক্রিয় সুপারিশ প্রক্রিয়া যুক্ত থাকবে।

উল্লেখ্য, এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যেটি ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন ও সুপারিশ কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মূল লক্ষ্য হলো যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা।

 

ভোরের আকাশ/হ.র

  • শেয়ার করুন-
নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

 শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংশ্লিষ্ট

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ৪৫ দিন

উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, চলবে ৪৫ দিন

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান, সম্পাদক জহুরুল

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান, সম্পাদক জহুরুল

'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'

'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'

পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অঙ্গীকার

পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অঙ্গীকার