ছবি: সংগৃহীত
সাপ্তাহিক ছুটির দিনে আজও সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। শনিবার (২৪ মে) লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আজ শনিবারও অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।
এ ছাড়া শনিবারও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। এর আগে গত শনিবারেরও খোলা ছিল অফিস ও ব্যাংক। তবে সরকারি অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।
গত ৭ মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
সাপ্তাহিক ছুটির দিনে আজও সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। ব্যাংকে স্বাভাবিক সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকরা। শনিবার (২৪ মে) লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আজ শনিবারও অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।এ ছাড়া শনিবারও যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। এর আগে গত শনিবারেরও খোলা ছিল অফিস ও ব্যাংক। তবে সরকারি অফিস ছিল অনেকটাই ঢিলেঢালা, উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।গত ৭ মে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।ভোরের আকাশ/এসএইচ
ঈদুল আজহার দীর্ঘ ছুটির পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও খোলা থাকবে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার। ফলে গ্রাহকরা স্বাভাবিক দিনের মতই ব্যাংকিং ও আর্থিক সেবা পাবেন।গত ৬ মে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ঈদ উপলক্ষ্যে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে সরকারি অফিসগুলো ১৭ ও ২৪ মে, দুইটি শনিবার খোলা থাকবে।বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।এদিকে পুঁজিবাজারেও এদিন লেনদেন চলবে নির্ধারিত সময় অনুযায়ী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে। ভোরের আকাশ/এসআই
আগামী ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধিদল। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধিদল আগামী ৩১ মে থেকে ২ জুন ঢাকা সফর করবেন। প্রতিনিধিদল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবেন। এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধিদল।একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবে তারা। চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা প্রতিনিধিদল ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে উভয় পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে। সেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোগ অংশগ্রহণ এবং আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে।ভোরের আকাশ/এসএইচ
সরকারি বিভিন্ন দপ্তরে দৈনিক ভিত্তিতে সাময়িকভাবে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বৃহস্পতিবার (২২ মে) এক পরিপত্রে এ তথ্য জানায়। আগামী ১ জুলাই থেকে এ নতুন মজুরি হার কার্যকর হবে। এর আওতায় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ ও ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। ফলে এই দুই শ্রেণির শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে ২০০ থেকে ২২৫ টাকা পর্যন্ত।বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা, যা আগে ছিল ৬০০ ও ৫৫০ টাকা। এতে এসব এলাকার শ্রমিকদের মজুরি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ৫৫০ টাকা থেকে ৭০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ৫০০ টাকা থেকে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।পরিপত্রে শ্রমিক নিয়োগ ও মজুরি প্রদানে কিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’-এর অধীনে শ্রমিক নিয়োগ ও মজুরি প্রদান নিশ্চিত করা, শ্রমিক সংখ্যা অনুমোদিত হতে হবে, বরাদ্দকৃত বাজেট থেকেই ব্যয় নির্বাহ করতে হবে, মাসিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।এছাড়া বলা হয়েছে, কেবল জরুরি ও অত্যাবশ্যক কাজের জন্যই এই সাময়িক শ্রমিক নিয়োগ দেওয়া যাবে, যেসব কাজ বিদ্যমান জনবল দিয়ে সম্পন্ন করা সম্ভব নয়। কোনো গ্রেডভুক্ত পদ বা আউটসোর্সিং সেবার জন্য এসব শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। কর্মী হিসেবে নিয়োগ পেতে হলে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৫৮ বছরের মধ্যে। তাদের শারীরিক ও মানসিকভাবে সক্ষমও হতে হবে।এই উদ্যোগের মাধ্যমে সরকার জরুরি প্রকল্প বাস্তবায়নে সাময়িক জনবল ব্যবস্থাপনার সুযোগ বাড়ালেও, যথাযথ তদারকি ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত না হলে অনিয়মের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোরের আকাশ/হ.র