আবারও সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা
দেশের বাজারে সোনার দাম লাগাতার বেড়েই চলছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও ভরিতে ৩ হাজার টাকার বেশি বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় বিক্রি হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন দর তালিকা
এর আগে ৮, ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট—এই পাঁচ দফায়ও সোনার দাম বাড়ানো হয়েছিল। ফলে স্বল্প সময়ের ব্যবধানে একাধিকবার নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার বাজার।
তবে সোনার দাম বেড়ে গেলেও রূপার বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রূপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার ভরি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
৮ অক্টোবর আইএফআইসির গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো। শাখা-উপশাখায় দেশের সর্ববৃহৎ নেটওয়ার্কসম্পন্ন আইএফআইসি ব্যাংক রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন তার বক্তব্যে আইএফআইসির ৪৯ বছর পূর্তির এই গৌরবময় সাফল্যের জন্য ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ অর্জন সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও সহযোগিতার ফলেই। ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক তার সেবা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শুভেচ্ছা বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যদের প্রতি সময়োপযোগী দিকনির্দেশনা ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রত্যয়ের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংক শাখা ও উপশাখা মিলিয়ে ১৪১৫টি আউটলেটের মাধ্যমে এবং ৬,০০০ এরও বেশি দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী নিয়ে সারাদেশে জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে; যা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত।তিনি আরও বলেন, ব্যাংকটি গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতের ব্যাংকিং আরও সহজ, নিরাপদ ও স্মার্ট হয়ে ওঠে।অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি উদযাপন করেন।ভোরের আকাশ/তা.কা
পলাতক ও বৃহৎ ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিশেষ করে করোনাকালীন সময়ে ‘উৎপাদন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে’, ‘এজন্য কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে না’, ‘উৎপাদন ঠিক রাখতে আর্থিক সহায়তা জরুরি’- এসব অজুহাত দেখিয়ে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সরকারি তহবিল থেকে বড় ধরনের ঋণ নিয়েছিল। দীর্ঘ সময় পার হলেও বিভিন্ন অজুহাতে সেই ঋণ পরিশোধ করতে নানা গড়িমসি করছে তারা।এ অবস্থায় সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে প্রয়োজনে এসব শিল্প মালিকদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ একাধিক সূত্রে জানা গেছে। এছাড়া ইতোমধ্যে কয়েকজন পলাতক মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেডনোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। আর ঋণ নিয়ে পরিশোধ না করা এবং পালিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিক ও প্রতিষ্ঠানের পরিচালক ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত রাখার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।অর্থ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের বেশ কয়েকটি বড় আকারের শিল্প প্রতিষ্ঠান গত কয়েক বছরের মন্দাবস্থা ও কারণ দেখিয়ে প্রতিষ্ঠান চালাতে, উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক রাখতে এবং কর্মচারিদের বেতন-ভাতা যথাসময়ে দেওয়ার কথা বলে অর্থ বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে সুদমুক্ত ঋণ গ্রহন করে। প্রতিষ্ঠানগুলো বড় আকারের ঋণ গ্রহণ করলেও যথাসময়ে এসব ঋণের অর্থ সরকারকে পরিশোধ করছে না। এ অবস্থায় বেক্সিমকো গ্রুপসহ ১০টি শিল্প কারখানার মালিকেদের ঋণ সহায়তার বিষয়টি নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।জানা গেছে, বেক্সিমকো ছাড়াও বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস লি, রোয়ার ফ্যাশন লি, মাহমুদ জিন্স লি, স্টাইল ক্রাফট লি. এবং গোল্ডস্টার গার্মেন্টস লি.-কে অর্থ বিভাগ এবং কেন্দ্রীয় তহবিল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সুদমুক্ত ঋণ প্রদান করে। এ ঋণের পরিমাণ ৭০০ কোটি টাকার ওপরে। শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য এসব শিল্প মালিকরা ঋণ নিলেও অনেক মালিককে সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়ার পরও ঋণের টাকা পরিশোধ করছে না তারা।এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভোরের আকাশ’কে জানান, সরকারি তহবিলের এ ঋণ ফেরত না দিলে সংশ্লিষ্ট শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের জমি, কারখানা, যন্ত্রপাতি বিক্রি করে হলেও আগামি ডিসেম্বর মাসের মধ্যে ঋণের সকল টাকা পরিশোধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর ৫ আগস্টে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন শিল্প কারখানায় বেতন বকেয়া পড়ায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। এ অবস্থায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে ঋণ চুক্তির আওতায় অর্থ বিভাগ এবং শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সরকারের কেন্দ্রীয় তহবিল হতে পরবর্তীতে ১০টি প্রতিষ্ঠানকে ৭০১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে সরকার।এর মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে ৭৬ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। এ ছাড়া অর্থ বিভাগ থেকে দেওয়া হয়েছে ৬২৫ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময় অতিক্রান্ত হলেও এসব প্রতিষ্ঠান এখনও ঋণ পরিশোধ করেনি। আর এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের সময়সীমাও অতিক্রম করেছে।শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের এ সময়সীমা রয়েছে আগামী ২৯ নভেম্বও মাস পর্যন্ত। এ অবস্থায় সম্প্রতি ঋণের অর্থ আদায়ের জন্য শিল্প কারখানার মালিক ও বিজিএমইএ এবং বিকেএমইএ’র নেতৃবৃন্দের নিয়ে বৈঠক করেন শ্রম উপদেষ্টা। বৈঠকে সরকার প্রদত্ত সুদমুক্ত ঋণ যথাসময়ে ফেরত না দিলে সংশ্লিষ্ট শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।এ সভায় অর্থ মন্ত্রণালয়ের সচিব, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বিজিএমইএ-এর সভাপতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মালিকরা উপস্থিতি ছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা ভোরের আকাশ’কে জানান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে বেং উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক রাখার কথা বলে ঋণ নিলেও এখন তা পরিশোধেও গড়িমসি করছে।তিনি বলেন, যথাসময়ে এ ঋণ আদায়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এছাড়া শিল্প মালিকদের ব্রিুদ্ধে প্রয়োজনে রেড নোটিশ জারি এবং সংশ্লিষ্টদের পাসপোর্ট স্থগিত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।জানা গেছে, বৈঠকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এই ঋণের টাকা শ্রমিকের টাকা এবং জনগণের মালিকানার টাকা। এ টাকা আগামী ডিসেম্বর মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে কোনোরকম ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সংশ্লিষ্ট লিয়েন ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানের জমি, কারখানা, যন্ত্রপাতি বিক্রি করে হলেও ডিসেম্বর মাসের মধ্যে ঋণের সকল টাকা পরিশোধ করতে বলেন। আর বিষয়টিতে বিজিএমইএ ও বিকেএমইএ’কে সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধও জানান তিনি।১০ প্রতিষ্ঠানের ঋণ ৭০০ কোটি টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে ঋণ চুক্তির আওতায় অর্থ বিভাগ এবং শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিল হতে ১০ প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে ৭০১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে সরকার।এর মধ্যে বার্ডস গ্রুপ কোম্পানিকে গত বছর ১১ নভেম্বর সুদমুক্ত ঋণ দেওয়া হয় ১৯ কোটি টাকা। এর মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয় ৫ কোটি টাকা ও অর্থ বিভাগ থেকে দেওয়া হয় ১৪ কোটি টাকা। শ্রম মন্ত্রণালয়ের টাকা পরিশোধের সময় ছিল ২০২৫ সালের ১১ মে। কিন্তু এখনো টাকা পরিশোধ করেনি কোম্পানিটি। একই অবস্থা টিএনজেড গ্রুপের। শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য এই কোম্পানিকে দুই দফায় ২৮ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেয় সরকার।এর মধ্যে গত বছর ২৮ নভেম্বর ১৬ কোটি টাকা এবং চলতি বছর ২৮ মে আরও ১২ কোটি টাকা দেওয়া হয়। এর মধ্যে শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয় ১৮ কোটি টাকা এবং অর্থ বিভাগ থেকে দেওয়া হয় ১০ কোটি টাকা। প্রথম ঋণের টাকা পরিশোধের সময় ছিল গত ২৭ মে। দ্বিতীয় ঋণের টাকা পরিশোধের সময় ছিল গত ২৮ আগস্ট। কিন্তু এখন পর্যন্ত ঋণ পরিশোধ করেনি কোম্পানিটি। আর এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বেক্সিমকো গ্রুপের। এই কোম্পানির শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য দুই দফায় প্রায় ৫৮৫ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেয় সরকার। এর মধ্যে গত বছর ২১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া হয় ৯ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৩৮১ টাকা এবং অর্থ বিভাগ থেকে হয় ৫০ কোটি টাকা।এ ছাড়া গত ৬ মার্চ অর্থ বিভাগ থেকে আরেক দফায় ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা দেওয়া হয় বেক্সিমকো গ্রুপকে। প্রথম দফা ঋণ পরিশোধের সময় ছিল গত ২১ মে। দ্বিতীয় দফা ঋণ পরিশোধের সময় গত ৬ সেপ্টেম্বর। কিন্তু এখনো ঋণ পরিশোধ করেটি বেক্সিমকো গ্রুপ।আরেক প্রতিষ্ঠান- ইয়োলো এ্যাপারেলস লিমিটেড কোম্পানি গত বছর ২০ নভেম্বরে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য এই কোম্পানিকে শ্রম মন্ত্রণালয় থেকে ৩৭ কোটি ৩২ হাজার ২০০ টাকা সুদমুক্ত ঋণ দেয় সরকার। এই টাকা পরিশোধের সময় ছিল গত ২০ মে। কিন্তু এখনো এই ঋণ পরিশোধ করেনি কোম্পানিটি।একইভাবে গত বছর ১০ ডিসেম্বর ডার্ড গ্রুপকে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য অর্থ বিভাগ থেকে ১৩ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেয় সরকার। এই ঋণ পরিশোধের সময় ছিল গত ২৭ মে। কিন্তু এখন পর্যন্ত এই ঋণ পরিশোধ করেনি তারা। এছাড়া নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেড নামের অপর এক কোম্পানিকে গত বছর ৪ জুন শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য ১৮ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেয় সরকার। এই টাকা পরিশোধের সময় ছিল গত ২৭ আগস্ট। কিন্তু এখন পর্যন্ত এই ঋণ পরিশোধ করেনি। রোয়ার ফ্যাশন লিমিটেড নামের আরেকটি গার্মেন্টস কোম্পানিকে গত ২৭ মার্চ শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য শ্রম মন্ত্রণালয় থেকে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা সুদমুক্ত ঋণ দেয় সরকার।গত ২৭ জুনের মধ্যে এই ঋণ পরিশোধের সময় দেওয়া হয়। কিন্তু তারাও ঋণ পরিশোধ করেনি। মাহমুদ জিন্স লিমিটেড নামের এক গার্মেন্টস কোম্পানিকে গত ২৮ মে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য শ্রম মন্ত্রণালয় থেকে ২১ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। ঋণ পরিশোধের জন্য তিন মাস সময় দেওয়া হয়। সে হিসেবে গত ২৮ আগস্ট এই সময় অতিক্রম হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ঋণের টাকা পরিশোধ করেনি। গোল্ডস্টার গার্মেন্টস লিমিটেড নামের একটি কোম্পানিকে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য গত বছর ৪ এপ্রিল শ্রম মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। এই ঋণ পরিশোধের সময় ছিল গত বছর ৯ জুলাই পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত ঋণ পরিশোধ করেনি তারা।বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনীতি গতিশীলতা ঠিক রাখতে এবং উৎপাদন ও শ্রম অসন্তোষ নিরসনে নেওয়া এসব ঋণ পরিশোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতা জরুরি। আর ঋণ পরিশোধ না করলে এসব প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত, ব্যংক একাউন্ট জব্দ, পাসপোর্ট বাতিলসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের।ভোরের আকাশ/এসএইচ
চলতি অক্টোবরের প্রথম সাত দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স হিসেবে দেশে এসেছে ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৮ হাজার ৪৪২ কোটি ৪০ লাখ টাকার সমতুল্য। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ডলার দেশে প্রবাহিত হয়েছে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে প্রবাসীরা ৬৮ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছিলেন। এ হিসেবে চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে।২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ ৮২৭ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ৭২২ কোটি ৫০ লাখ ডলারের তুলনায় ১৪.৬ শতাংশ বেশি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স। এর আগে জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ এবং আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার।গত অর্থবছরে (২০২৪-২৫) সর্বাধিক রেমিট্যান্স এসেছে মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ডলার। ওই বছরের মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বৃদ্ধি।মাসভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সের প্রবাহ ছিল—জুলাই ১৯১.৩৭ কোটি, আগস্ট ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর ২৪০.৪১ কোটি, অক্টোবর ২৩৯.৫০ কোটি, নভেম্বর ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি, জানুয়ারি ২১৯ কোটি, ফেব্রুয়ারি ২৫৩ কোটি, মার্চ ৩২৯ কোটি, এপ্রিল ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি এবং জুন ২৮২ কোটি ডলার।ভোরের আকাশ//হর
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৬ হাজার ৯০৫ টাকা। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৫ টাকা ও ৯৪ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।ভোরের আকাশ/এসএইচ