সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা
দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (৮ সেপ্টেম্বর) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।নতুন হিসেবে ২২ ক্যারেটের সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকায়। আগের দিন একই মানের সোনার দাম ছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। নতুন দাম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দামের তালিকা অনুযায়ী:২২ ক্যারেট: ১,৮২,৮১০ টাকা প্রতি ভরি২১ ক্যারেট: ১,৭৪,৫০৫ টাকা প্রতি ভরি১৮ ক্যারেট: ১,৪৯,৫৬৭ টাকা প্রতি ভরিসনাতন পদ্ধতি: ১,২৩,৯৪২ টাকা প্রতি ভরিরুপার দামে কোনো পরিবর্তন নেই। দেশের বাজারে ২২ ক্যারেট রুপার এক ভরি দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকায় বিক্রি হবে।সোনার দামের এই বৃদ্ধি বাজারে নতুন চাহিদা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতি বিবেচনায় আনা হয়েছে।ভোরের আকাশ//হ.র
০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭ এএম
স্বর্ণের দামে রেকর্ড, ভরিতে ছাড়াল ১ লাখ ৭৮ হাজার টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন দামে ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার দর বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।ভোরের আকাশ//হ.র
০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ পিএম
দুই দফা কমার পর স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি
দুই দফা টানা কমানোর পর আবারও বাড়ানো হলো দেশের স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম বুধবার (২ জুলাই) থেকে কার্যকর হবে।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন দামে অন্যান্য ক্যারেটের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে এভাবে—২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকাসনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকাস্বর্ণ বিক্রয়ের সময় মূল দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এর আগে ২৮ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। যা ২৯ জুন থেকে কার্যকর হয়েছিল।চলতি বছরে এখন পর্যন্ত বাজুস ৪১ বার দেশের স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। তুলনামূলকভাবে গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়।এদিকে স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ৮১১ টাকা।অন্যান্য ক্যারেট অনুযায়ী রুপার দাম হচ্ছে—২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকাসনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকাবিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে মূল্য ওঠানামা এবং ডলারের বিনিময় হার এ ধরনের বারবার পরিবর্তনের পেছনে বড় কারণ।ভোরের আকাশ//হ.র