× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচন

ডাকসুতে শিবিরের ঐতিহাসিক জয়

শহীদুল ইসলাম

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে প্রথম কোনো বড় ধরনের নির্বাচন হলো। আর সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। জাতীয় সংসদের নির্বাচনের আগে এটা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন পরিচালনার ‘এসিড টেস্ট’। অভিযোগ, পাল্টা অভিযোগ, কারচুপির অভিযোগে মিছিল ও ভিসির সঙ্গে তর্কাতর্কি, ব্যালট পেপার নিয়ে সমস্যা ইত্যাদি নানা ঘটনার পর ঘোষণা হয়েছে নির্বাচনী ফলাফল। সেই ফলাফলে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে।

এতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদেক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক পদে (এজিএস) মহিউদ্দীন খান জয়লাভ করেছেন। অন্যান্য পদেও শিবির প্যানেল থেকে সর্বোচ্চ প্রার্থী জয়ী হয়েছেন। রাত পৌনে ২টা থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়।

ফলাফল অনুযায়ী : সহ-সভাপতি (ভিপি)– আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র), গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া।

১৩টি সদস্য পদে জয়ী হয়েছেন-সাবিকুন নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, আফসানা আক্তার, রায়হান উদ্দীন, মো. মিফতাউল হোসাইন আল মারুফ, তাজিনুর রহমান, আনাস ইবনে মুনীর, হেমা চাকমা, বেলাল হোসাইন অপু, মো. রাইসুল ইসলাম, মো. শাহীনুর রহমান, উম্মে উসওয়াতুন রাফিয়া, এর মধ্যে হেমা চাকমা ডাকসুতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর একাংশের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে লড়েন। রাফিয়া স্বতন্ত্র পদে জয়ী হয়েছেন। বাকিরা সবাই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট ও জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট ও জিএস প্রার্থী তানভীর বারী হামিম ৫ হাজার ২৮৩ পেয়েছেন ভোট। এজিএসে পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট

এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগও তুলেছেন একাধিক প্রার্থী। ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমাসহ বেশিরভাগ প্যানেলের নেতাকর্মীরা নির্বাচন বর্জন করেছেন। তাদের অভিযোগ প্রশাসনের সহযোগিতায় শিবির ভোট নিয়েছে।

এর আগে অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও সংঘাত-সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। যদিও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন প্রার্থীরা। দিনভর উচ্ছ্বাসের পাশাপাশি ছিল উত্তেজনাও। বিকাল চারটায় ভোটগ্রহণ শেষে পাঁচটার দিকে শুরু হয় ভোট গণনা। রাত সোয়া ১১টার দিকে সাংবাদিক এবং বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সমর্থকরা ফলাফল জানতে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থান নেন। অন্যদিকে সন্ধ্যার পর ফলাফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে দোয়েল চত্বর, শাহবাগ, নিউ মার্কেট, নীলক্ষেত এলাকায় বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নেন। কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা এক নারী প্রার্থীর স্বামী মোহাম্মদ তাজিমকে শিবির ট্যাগ দিয়ে হেনস্তা করার অভিযোগও পাওয়া গেছে।

এছাড়া জানা গেছে, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও কথা বলেন দুই দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে। রাতে নির্বাচনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে ছাত্রদল সমর্থিত প্রার্থীর এজেন্ট বের হয়ে গিয়েছেন বলে জানা গেছে। আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে অমর একুশে হল ও টিএসসি কেন্দ্রে দুটি ব্যালট পেপার সংক্রান্ত সমস্যার অভিযোগ উঠছিল। সর্বশেষ তথ্যমতে, ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে মিনি পার্লামেন্টখ্যাত এই নির্বাচনটিতে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিকাল সাড়ে ৪টায় বলেন, প্রাথমিকভাবে বড় ধরনের সমস্যা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুটি ব্যালটের ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে। এর বাইরে খণ্ড খণ্ড কয়েকটি অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী।

নির্বাচনের সামগ্রিক দিক নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বহুবছর পরে মানুষের আকাক্সক্ষাকে ধারণ করে যে ডাকসু দেখতে চেয়েছিলাম, সেটি ভালোভাবেই হচ্ছে। এবার নির্বাচনে ৮০ ভাগ ভোট কাস্ট হয়েছে। তবে একটি হলে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনা ঘটেছে। যেহেতু এক কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন ওঠেছে তাই আমরা তাকে প্রত্যাহার করেছি।

সিসিটিভি ক্যামেরায় সবকিছু পর্যবেক্ষণ করছে, কারো বিরুদ্ধে যদি ন্যূনতম অভিযোগ থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ব্যালট পেপারে আগে থেকে যে দাগ দেওয়ার অভিযোগ উঠেছে। সেটিরও সমাধান হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

এদিকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাক্সক্ষাকে ব্যাহত করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম। ভোট নিয়ে অনিয়মের অভিযোগ জানাতে নির্বাচন কমিশন কার্যালয়েও গেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত এই ভিপি প্রার্থী। সিনেট ভবনের অভিযোগপত্র নিয়ে যান তিনি। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই। কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না।

আবিদুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন। এসব অনাকাক্সিক্ষত ঘটনায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এদিকে, ডাকসু নির্বাচন বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সিনেট ভবনে তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্যে কথা বলতে দেখা যায়।

ভিসির কাছে ছাত্রদল নির্বাচনে কারচুপি, প্রশাসন জামায়াত-শিবিরের পক্ষে কাজ করছে সহ নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।

কেন্দ্রগুলোতে ভোটের হিসাব : সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডাকসুর ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত। তবে যেসব কেন্দ্রের ভেতর এই সময়ের মধ্যে ভোটার উপস্থিতি ছিল, তাদের জন্য ১৫ মিনিট সময় বাড়ানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গড়ে ৭৮.৩৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। টিএসসি, ল্যাবরেটরি ও ভূতত্ত্ব কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রগুলোতে ৮০ শতাংশের ওপরে ভোট পড়ে। উদয়ন স্কুল কেন্দ্রে ৮৫ শতাংশ, শারীরিক শিক্ষা কেন্দ্রে ৮৫, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩.৫, বিজয় একাত্তর হলে ৮৩, কার্জন হলে ৮০, ভূতত্ত্ব কেন্দ্রে ৬৬.৩২, ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ৬৩.৫ ও টিএসসি কেন্দ্রে ৬৩ শতাংশ ভোট পড়ে।

ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ১ হাজার ৩৫ জন। সকাল সাড়ে সাতটার দিকে প্রতিটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে বিভিন্ন পদে রয়েছেন ৬২ জন ছাত্রী। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অন্য বারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে ছিল পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের এক পৃষ্ঠা।

ভোট গ্রহণ হয়েছে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। ডাকসু ও হল সংসদ মিলিয়ে নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে পেরেছেন। ডাকসুতে ৪৭১ প্রার্থীর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ২১৭ জন লড়াই করেন।

এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। শীর্ষ তিন পদে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’, গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং বামপন্থী সাত ছাত্র সংগঠনের সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এবার ভোটকেন্দ্র হলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

আ.লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন ডাকসু ভিপি

আ.লীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন ডাকসু ভিপি

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু নেতাদের শ্রদ্ধা

রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু নেতাদের শ্রদ্ধা

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

চতুর্থ গকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

চতুর্থ গকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

৭ বছর পর গকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

৭ বছর পর গকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত