× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছর পর ভোট আজ

সবার চোখ ডাকসুতে

শহীদুল ইসলাম

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছয় বছর বিরতির পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ৩৮তম ডাকসুতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই নির্বাচনে ভোটগ্রহণ। ঢাবির শিক্ষার্থীসহ সারাদেশের মানুষের নজর এই নির্বাচনে। দীর্ঘদিন পর নিজের ভোট নিজে দিতে পারছেন শিক্ষার্থীরা। বিশেষ করে নতুন প্রজন্মের অনেকেই দেবেন প্রথম ভোট।

এবার ৩৯ হাজার ৮৭৪ শিক্ষার্থীদের স্বপ্নের ডাকসুতে একজন শিক্ষার্থী ভোট দেবেন ৪১টি করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি পদে। ৮টি ভোট কেন্দ্রের ৮১০টি বুথে ভোট প্রদান করবেন শিক্ষার্থীরা। সাত পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ভোট। ব্যালটে থাকবে- পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর। ১৪ মেশিনে হবে ভোট গণনা। একজন ভোটার গড়ে ১০-১২ মিনিট সময় পাবেন ভোটপ্রদানে। প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পরে মঙ্গলবার ফল ঘোষণা করা হতে পারে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। নির্বাচন কমিশন বলেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

এদিকে ভোট আয়োজনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ৮টি ভোটকেন্দ্র। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। এ ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ হলো- 

কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ, একুশে ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। দায়িত্বে থাকবেন এ এস এম মহিউদ্দিন।

শারীরিক শিক্ষা কেন্দ্র : জগন্নাথ, জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হল। তত্ত্বাবধানে অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক। 

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) : রোকেয়া হলের শিক্ষার্থীরা। নেতৃত্বে অধ্যাপক নাসরিন সুলতানা। 

ঢাবি ক্লাব কেন্দ্র : বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। 

সিনেট ভবন কেন্দ্র : এ এফ রহমান, মুহসীন ও বিজয় একাত্তর হল। 

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র : সূর্যসেন, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু ও জসীমউদদীন হল। 

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হল।

ইউনিভার্সিটি ল্যাব স্কুল কেন্দ্র : শামসুন নাহার হল। প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার ও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সব পরিকল্পনা অনুযায়ী এগোলে বিকেল ৪টার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে। তবে এই নির্বাচনের শারীরিক শিক্ষা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

জানা গেছে, ডাকসুর ৮ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো শারীরিক শিক্ষা কেন্দ্র। এ কেন্দ্রের পাশে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখারপুল। এখানে যেকোনো ধরনের ঝামেলা করে সটকে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হলসহ ছেলেদের তিনটি হলের শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ পুরো ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়াও সিভিল পোশাকে থাকছে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য।

গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সর্তকতা অবলম্বন করতে হবে সবাইকে।  

জানা গেছে, শারীরিক শিক্ষা কেন্দ্রের অধীনে থাকবে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল। কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। তার অধীনে পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন দুইজন (একজন শিক্ষক ও রিজার্ভ অপরজন কর্মকর্তা)।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস ও প্রশাসনের প্রস্তুতি : নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজস্ব কৌশল ব্যবহার করে দিনরাত পরিশ্রম করছেন। বিশেষ করে ভিপি, জিএস এবং এজিএস পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দীন বলেন, নির্বাচন দিন ঘিরে ক্যাম্পাসে ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ নির্বাচনকে ঘিরে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে ব্যাপারে প্রশাসন শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছে।

কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা : ডাকসুতে ২৮টি পদের মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। নিয়মিত শিক্ষার্থীদের জন্য হলগুলোর আসন বণ্টনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হয়েছে অনেকটা। এমন প্রেক্ষাপটে এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ। নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগ ও তাদের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলোর অনুপস্থিতিতে এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের বিরোধীদের মধ্যে; যারা ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল।

এবারের নির্বাচনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, সহ অন্তত ১০টি প্যানেল। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় প্যানেলগুলো প্রার্থী বাছাইয়ে ওই আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা ব্যক্তিদের খুঁজে নিয়েছে। এ নতুন বাস্তবতা মাথায় রেখে জ্যেষ্ঠদের বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রধান তিন পদ- ভিপি, জিএস ও এজিএস প্রার্থী করেছে ছাত্রদলও। জুলাই আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকাও বিবেচনায় নেওয়ার বিষয়টি স্পষ্ট। ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জিএস পদে শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ঘোষিত কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আর এজিএস পদের তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় থাকা আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিককে ডাকসুতে ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী করেছে ছাত্রশিবির। জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ এখন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। জসীম উদ্দীন হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও সমাজকল্যাণ ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ছাত্রশিবির নেতা ফরহাদের ছাত্রলীগ সংশ্লিষ্টতা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত, পরে তা প্রমাণিত হয়নি। এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় থাকাদের প্রতিষ্ঠিত বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং এজিএস প্রার্থী আবু বাকের মজমুদার ওই অভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। এ প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুনও জুলাই আন্দোলন সক্রিয় ভূমিকায় ছিলেন। এখন তিনি বাগছাসের মুখপাত্র।

ডাকসু নির্বাচন ঘিরে বিভক্তির জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বাগছাস) থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জিএস পদে ভোটে নেমে পদ খুইয়েছেন এনসিপি নেতা মাহিন সরকার। পরে বাগছাসের প্রার্থী বাকেরকে সমর্থন দিয়ে মাহিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন পদে এখনও স্বতন্ত্র হিসেবে রয়েছেন বেশ কয়েকজন।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ডাকসু ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবার ভিপি প্রার্থী করেছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে। জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে এবং এজিএস পদে লড়বেন ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামকে প্রার্থী করেছে সংগঠনটি।

সাতটি বাম ছাত্র সংগঠন মনোনীত ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের ভিপি প্রার্থী করেছে শেখ তাসনীম্ আফরোজ ইমিকে; জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই নেত্রী ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভিপি ছিলেন। প্রতিরোধ পর্ষদ তাদের জিএস প্রার্থী করেছে ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুকে। আর এজিএস পদে প্রার্থী জাবির আহমেদ জুবেল বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনের পাশাপাশি বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকার কথা আলোচনায় আছে।

স্বতন্ত্র প্রার্থীদের থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল গড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। একসময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবও ছিলেন তিনি। উমামার প্যানেলে জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মাস্টার দা সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক ছিলেন তিনি।

সাংবাদিকতার সূত্রে ক্যাম্পাসে পরিচিতির পাশাপাশি জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকায় ছিলেন আল সাদী ভূঁইয়া। জুলাইয়ে সরকার পতন আন্দোলনের আগে কোটা পুনর্বহাল করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে যে দুই ছাত্র আপিল করেছিলেন, তাদের একজন ছিলেন তিনি। উমামার প্যানেলের এজিএস প্রার্থী জাহেদ আহমদ পাঠচক্রের প্ল্যাটফর্ম ‘গুরুভার আড্ডা’র সংগঠক।

ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল-বাংলাদেশ জাসদ) নিয়ে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ১৩ জন প্রার্থী দিতে পেরেছে। এ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয় বিসিএল-জাসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক এনামুল হাসান অনয় এ প্যানেলের জিএস এবং ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অদিতি ইসলাম এজিএস প্রার্থী। সুন্দর বাচনভঙ্গি ও ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছেন ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী; থাকেন বিজয় একাত্তর হলে। অতীতে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠন জাসদ ছাত্রলীগের একটি প্রতিবাদ কর্মসূচিতে দেখা গেছে তাকে।  

এদিকে ডাকসু নির্বাচনের দিন চক্রাকারে চলবে শাটল সার্ভিস। ভোটারদের সুবিধার্থে ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাটল সার্ভিস চলবে। রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে, কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল এন্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ তাদের বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না।

এছাড়া ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রবেশদ্বার বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বর সারাদিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন। 

এ সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কীভাবে পরিচয় শাক্ত হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য পরিচয়পত্র, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক), গ্রন্থাগার পরিচয়পত্র, পে-স্লিপ (শুধু ১ম বর্ষের শিক্ষার্থী) ব্যবহার করতে পারবে।প্রবেশদ্বার ও ভুয়া ভোটার শনাক্তে বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে Verified DUCSU Voter Confirmation প্রদর্শন করবে (সব স্বেচ্ছাসেবক)। ভোটার নাম্বার ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচায় করা যাবে (শুধু মাত্র সহকারী প্রক্টরদের এ অনুমতি থাকবে)। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এ মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয়পত্র এ মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ব্যবহার করতে পারবে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য, জরুবি সেবায় নিয়োজিত যানবাহন, তিনটি ব্যাংক, বাংলা একাডেমি ও পরমানু শক্তি কমিশন। এ নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ছাত্রদল-ছাত্রশিবির প্রার্থীদের ফেসবুক আইডি হ্যাক : ডাকসু নির্বাচনকে ঘিরে সংঘবদ্ধ হ্যাকার চক্রের কবলে আইডি ডিজেবল হওয়ার আশঙ্কা করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ কারণে ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করে রেখেছেন। অন্যদিকে হ্যাকারদের কারনে ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরে পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

এর আগে ফেসবুক অ্যাকাউন্ট কিছু সময় ডিজেবল থাকার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি। সোমবার সকাল থেকেই উভয় পক্ষের প্রার্থীর আইডি নিয়েই এই সমস্যা দেখা দেয়। আবিদ বলেন, সাইবার স্পেসে কোনোক্রমেই আমাকে তারা আসতে দিচ্ছে না। বট আক্রমণ করে পুরো সাইবার স্পেসে আমার সকল ফুটপ্রিন্ট তারা মুছে দেয়ার চেষ্টা করছে। সকল অপপ্রচারের বিরুদ্ধে সত্যের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

এ বিষয়ে সাদিক কায়েম বলেন, সকাল থেকে সংঘবদ্ধ রিপোর্টের কারণে আমাদের অনেকের আইডি বারবার লগ আউট হচ্ছে। প্রচুর রির্পোট আসছে। এরমধ্যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান এবং সংগঠনটির মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের ডিজেবল এখনও। আরমানেরটা উদ্ধার করতে পেরেছি। তাছাড়া আমার ও ফরহাদেরটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। নিরাপত্তার জন্য।

পোস্টে হামিম লেখেন, বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ-আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাআল্লাহ- দেখা হবে বিজয়ে!

চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার ডাকসুতে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে। এবার ১৩টি সদস্য পদের বিপরীতে মোট ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৯ হাজার ৮৭৪ ভোটারদের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন ভোট প্রদান করবেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু নেতাদের শ্রদ্ধা

রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু নেতাদের শ্রদ্ধা

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে আইন উপদেষ্টার প্রতিক্রিয়া

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে আইন উপদেষ্টার প্রতিক্রিয়া

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

চতুর্থ গকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

চতুর্থ গকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

৭ বছর পর গকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

৭ বছর পর গকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত