× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে উৎসবের আমেজ

শহীদুল ইসলাম

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ০১:১৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বাহান্নর মহান ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানসহ মানুষের অধিকার আদায়ের সকল ইতিহাসের সঙ্গে গৌরবের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বিশশ্ববিদ্যালয়ের নাম। এশিয়া উইকের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেওয়া দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মানেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে তেমনই উৎসবের আমেজে ভাসছে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র। নিষিদ্ধ ছাত্রলীগ অংশ নিতে না পারলেও বাকি সব ছাত্র সংগঠনের মনোনয়ন সংগ্রহ ও জমাদান, সংবাদ সম্মেলন, মার্জিত ভাষায় প্রতিপক্ষের সমালোচনা-সবমিলে বিশ্ববিদ্যালয়ের পুরো প্রাঙ্গণজুড়ে ঈদের আমেজ বিরাজ করছে। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা ৩৭ হাজারের বেশি। আজ বুধবার বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্যকরা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই সিনেট ভবনের সামনে আসতে শুরু করেন প্রার্থীরা। দুপুরের পর থেকে চাপ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে ভবনের ভেতরে দাঁড়ানোর জায়গার সংকট তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, এবার ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রঅধিকার পরিষদ ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন হল ও অনুষদ থেকে আসা শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্বতন্ত্র প্যানেল ও প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়াদের মধ্যে রয়েছেন জুলাই অভ্যুত্থানে নির্মমভাবে আহত হওয়া সানজিদা আহমেদ তন্বী, জিএস পদে স্বতন্ত্র প্রার্থী সমন্বয়ক মাহিন সরকার, সমন্বয়ক উমামা ফাতেমা। এর মধ্যে ‘ডিইউ ফার্স্ট’ স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাকে দল থেকে বহিষ্কার করে। 

মঙ্গলবার পর্যন্ত ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ একাধিক ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেনি। একদিন সময় পেয়ে তারা বুধবার প্যানেল ঘোষণা নিয়ে নতুন ছঁক কষছেন। পূর্ণাঙ্গ প্যানেল ছাড়াও গতকাল মঙ্গলবার কয়েকজন আলাদা আলাদাভাবে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, মনোনয়ন বিক্রির সময় একদিন বাড়ানোর সুযোগ কাজে লাগিয়ে আরো ৯৩ জন শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদের ফরম সংগ্রহ করেছেন। সে অনুযায়ী কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ১৮ হল সংসদে মনোনয়ন কিনেছেন ১৪২৭ জন। সোমবার পর্যন্ত যার সংখ্যা ছিল ৫৬৫ এবং ১২২৬। 

এর মধ্যে গতকাল মঙ্গলবার মনোনয়ন জমা পড়েছে ১০৬টি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। হলের বাইরে আট কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন মঙ্গলবার সিনেট ভবনের তৃতীয় তলায় মনোনয়নপত্র সংগ্রহের তথ্য জানিয়ে বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।

মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, গতকাল কিছু চাপের কারণে সিনেটে আসতে পারিনি। তবে মঙ্গলবার এসে মনোনয়ন নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই সময়সীমা বাড়ানোর জন্য, এতে আমাদের মতো অনেক শিক্ষার্থী সুযোগ পেয়েছে।

এ সময় উপস্থিত একাধিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বড় রাজনৈতিক সংগঠন সবাই নিজেদের প্রার্থীকে জয়ী করার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা সম্পন্ন হয়। আগ্রহী প্রার্থীর সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি। এতে বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অংশ নিতে উদ্দীপ্ত।

এ দিকে ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ। স্বৈরাচারের দোসরদের ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা।

তারা বিবৃতিতে বলেন, ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী ছাত্রশিবির ডাকসুতে নির্বাচন করার সুযোগ পাওয়ার কথা না। তারপরো ইসলামী ছাত্রশিবিরের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের একধরনের পক্ষপাত লক্ষ করা গেছে। আমরা ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদেরও প্রার্থিতা বাতিলের দাবি জানাই।

প্যানেল ঘোষণার অপেক্ষায় ছাত্রদল : সাংগঠনিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল না দেওয়ায় ব্যক্তিগতভাবে নেতাকর্মীরা প্রায় সবাই দুটি করে (হল এবং কেন্দ্রীয়) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত দিলেই কেবল প্যানেলের চূড়ান্ত ঘোষণা জানা যাবে। তার আগে সবাই ফরম সংগ্রহ করে রাখছেন যাতে পরবর্তী সময় প্যানেলে নাম আসলে কোনো ঝামেলা না হয়।

ছাত্রদল থেকে ফরম তুলেছেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. আল-আমিন, আবিদুল ইসলাম খান, কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম, একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমানসহ অনেক নেতাকর্মী।

২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের মনোনয়ন জমা ছাত্রশিবিরের : সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ভিপি পদপ্রার্থী মো. আবু সাদিক কায়েম বলেন, নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের কাছ থেকে তারা পক্ষপাতহীন আচরণ প্রত্যাশা করেন। আমরা আশাবাদী আমাদের প্যানেলসহ অন্যান্য ছাত্র সংগঠন ও স্বাধীন প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনটি প্রাণবন্ত হয়ে উঠবে। জুলাই বিপ্লবের আকাক্সক্ষার আলোকে আমরা শিগগিরই শিক্ষার্থীদের সামনে আমাদের ইশতেহার প্রকাশ করব। শিবির বলে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা মেনে নিতে তাদের সংগঠন আন্তরিকতা দেখাবে।

গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেলের ঘোষণা : বামপন্থী ছাত্র সংগঠন ও প্রগতিশীল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে তাদের পূর্ণাঙ্গ ২৮ সদস্যর প্যানেল ঘোষণা করেন। বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল প্যানেলে সহসভাপতি পদে শেখ তাসনিম আফরোজ (ইমি), সাধারণ সম্পাদক (জিএস) পদে মেঘমল্লার বসু এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জাবির আহমেদ জুবেলকে প্রার্থী করা হয়েছে। প্রতিরোধ পর্ষদ প্যানেলে ১২ জন নারী, তিনজন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামসুন্নাহার হলের সাবেক ভিপি এবং কেন্দ্রীয় ডাকসুর ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ বলেন, ডাকসু নির্বাচনের শুরুতেই পক্ষপাতমূলক আচরণ দেখা যাচ্ছে, যার নিন্দা করেছেন তারা। ছাত্রদলের সঙ্গে যে ‘মব’ তৈরি করে আচরণ করা হয়েছে, সেটিরও প্রতিবাদ জানান তিনি।

জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন, নারী-পুরুষ, আদিবাসী-বাঙালি মিলিয়ে বৈচিত্রময় প্যানেল করা হয়েছে। তাঁরা সবাই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন ও কর্মকাণ্ডে সক্রিয়। আশা করছি আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা প্রতিরোধ পর্ষদকে বিজয়ী করবে।

কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল : নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা। তবে এই প্যানেল থেকে কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।  

এদিকে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আবদুল কাদের ভিপি পদে এবং জিএস পদে আবু বাকের মজুমদার মনোনয়ন সংগ্রহ করেছেন। এই প্যানেল থেকে এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

‘ডিইউ ফার্স্ট’ নামে স্বতন্ত্র প্যানেল এনসিপি নেতা মাহিনের নেতৃত্বে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা মাহিন সরকারকে সঙ্গে নিয়ে ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল নামে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাহিন সরকার লড়বেন।

এছাড়া, সহ-সাধারণ সম্পাদক পদে (এজিএস) পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তারা চূড়ান্ত প্যানেল ঘোষণা করেনি।

উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে প্যানেলের প্রার্থী ও  নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলে ছাত্র অধিকার পরিষদ : ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের নামে ছাত্র অধিকার পরিষদ ডাকসুতে লড়বে। এতে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হয়েছেন  ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েছেন সাবিনা ইয়াসমিন। একইসঙ্গে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

প্যানেলের অন্যান্য সম্পাদক পদে রয়েছেন- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজবসালার খান শাওন। এছাড়া সদস্য পদে রাহাত, রেজুয়ান, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, কৌষিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও এইচএম মাহতাব ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচন : পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচন যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে ভিপি পদে লড়বেন। আর জিএস পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সম্পাদক খায়রুল আহসান মারজান।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন লড়বেন সহ-সাধারণ সম্পাদক পদে। তবে সংগঠনটির পূর্ণাঙ্গ প্যানেল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বামপন্থী তিন সংগঠনের নেতৃত্বে প্যানেল : বামপন্থী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সমর্থিত একটি প্যানেল ডাকসুতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এতে ভিপি পদে নাঈম হাসান হৃদয়, জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলাম লড়বেন। তবে পূর্ণাঙ্গ প্যানেল ও প্যানেলের নাম এখনও চূড়ান্ত হয়নি।

জুবায়ের-মোসাদ্দেকদের আংশিক স্বতন্ত্র প্যানেল : নির্বাচনেস্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক এ বি জুবায়ের ও জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। ১২-১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খান সহ ক্যাম্পাসের পরিচিত মুখগুলো থাকবে বলে জানান তারা। জুবায়ের সমাজসেবা সম্পাদক পদে এবং মোসাদ্দেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে। এছাড়া তাদের প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন আশিক খান এবং আব্দুর রহমান। ভিপি, জিএস, এজিএস না থাকলেও প্যানেলে আরও চমক আসতে পারে বলে জানা গেছে। তবে তারা চূড়ান্ত প্যানেল ঘোষণা করেনি।

স্বতন্ত্রভাবে দুয়েকটি পদে লড়বেন যারা : ডাকসুতে স্বতন্ত্রভাবে লড়বেন কয়েকজন প্রার্থী। এরমধ্যে ভিপি প্রার্থী এসএম হল ছাত্র সংসদের ছাত্রলীগ প্যানেলের সাবেক জিএস জুলিয়াস সিজার তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন এবং টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ লড়বেন।

এছাড়া জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মের অন্যতম স্বেচ্ছাসেবক আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত চৌধুরী লড়বেন স্বতন্ত্রভাবে। এদিকে, এজিএস পদে নির্বাচন করবেন মহিউদ্দিন রনি ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক। এরমধ্যে আরমান নির্বাচন করতে পারেন স্বতন্ত্র আংশিক প্যানেল থেকে।

এ দিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্রকরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ। এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছে ছাত্রদলের ফরম সংগ্রহ করে ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. আল-আমিন বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ ভিত্তিহীন। তারেক রহমানের নির্দেশে শিক্ষার্থী ও নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সবার তথ্য তারেক রহমান যাচাই-বাছাই করছেন। তিনি সবুজ সংকেত দিলেই প্যানেল ঘোষণা করা হবে।

অন্যদিকে, নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ শীর্ষক প্যানেলের জিএস প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়ে এস এম ফরহাদ বলেন, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, এটা স্পষ্ট যে, ছাত্রদলের সুবিধার জন্য সময় একদিন বাড়ানো হয়েছে। কারণ, ছাত্রদল নেতারা বারবার বলছেন তাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় এটাই প্রতীয়মান হয় যে ছাত্রদলকে প্যানেল গুছানোর জন্যই মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু নেতাদের শ্রদ্ধা

রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু নেতাদের শ্রদ্ধা

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে আইন উপদেষ্টার প্রতিক্রিয়া

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে আইন উপদেষ্টার প্রতিক্রিয়া

 মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা বিসিবির

 তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

তুর্কি ড্রামা ‘কুরলুস উসমান’ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন স্কটল্যান্ডের নারী

 মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারে বৌদ্ধ উৎসবস্থলে সামরিক বোমা হামলা, নিহত অন্তত ৪০

 বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

বদলি ও পদায়নে নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয়

 যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

 ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ইউএফসি লড়াই: ইতিহাসের নতুন অধ্যায়

 বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

বিয়ের সাজে কেয়া পায়েল: অভিনয় ও ব্যবসার দুই জগতেই নজর কাড়লেন তিনি

 শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

শাকিব খানের ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ

 বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

বিসিবি নির্বাচনের পর কমিটিতে দায়িত্ব বণ্টন সম্পন্ন

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

 বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ক ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক’: পররাষ্ট্র উপদেষ্টা

 ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি

 পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

 দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

দুই বছরে গাজায় ইসরায়েলের হামলায় ২৫০ ইমাম নিহত, ৮৩৫ মসজিদ ধ্বংস

 নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মালদ্বীপে প্রবাসীদের স্মারকলিপি

 কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

কখন বুঝবেন আপনার শরীর ও মন বিশ্রাম চাইছে

 সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

সকালে কমলার রস খাওয়া কি ক্ষতিকর? জানুন বিশেষজ্ঞদের মতামত

 যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

যেসব স্বাস্থ্য সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া উচিত নয়

 শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

শেখ হাসিনা ও কামাল নির্বাচনে অযোগ্য ঘোষণা

সংশ্লিষ্ট

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ, ব্যাখ্যা দিলেন ঢাবি উপাচার্য

চতুর্থ গকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

চতুর্থ গকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

৭ বছর পর গকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

৭ বছর পর গকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত