× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তান যুদ্ধে যেভাবে ‘জিতল’ চীন

শফিকুল ইসলাম

প্রকাশ : ২১ মে ২০২৫ ০৩:০৫ পিএম

ভারত-পাকিস্তান যুদ্ধে যেভাবে ‘জিতল’ চীন

ভারত-পাকিস্তান যুদ্ধে যেভাবে ‘জিতল’ চীন

এক সুপার পাওয়ারের নাম চীন। অর্থনীতি থেকে সামরিক শক্তি- অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশটি। প্রতিবেশী আরেক সুপার পাওয়ার রাশিয়া তার ঘনিষ্ঠ বন্ধু। শত্রু কেবল যুক্তরাষ্ট্র। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি কেবল যুক্তরাষ্ট্রকেই প্রতিদ্বন্দ্বী মনে করে। খোদ যুক্তরাষ্ট্রেও তাদের পাওয়ার যথেষ্ট। এ কারণে যেখানে যুক্তরাষ্ট্র ঠিক তার বিপরীত অবস্থানে থাকে চীন। সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ভারত-পাকিস্তান যুদ্ধেও দেশটির অনানুষ্ঠানিক অংশগ্রহণ ছিল। প্রকাশ্যে বন্ধু পাকিস্তানের পক্ষে থাকার ঘোষণা দেয় বেইজিং। 

অন্যদিকে ভারতের পাশে থাকার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যায়। এর পর থেকে উভয় দেশ অর্থাৎ ভারত ও পাকিস্তান নিজেদের বিজয়ী ঘোষণা করেছে। দেশ দুটি বিজয়ও উদযাপন করেছে। বিষয়টি অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। অথবা পাগলের সুখ মনে মনে, কাগজ কুড়ায় আর টাকা ভাবে। তবে এই যুদ্ধে জিতে গেছে চীন। এখন প্রশ্ন হলো- যুদ্ধ করলো ভারত-পাকিস্তান, চীন জিতলো কীভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু পেছনে যেতে হবে। চীনের প্রতিরক্ষা শিল্প এই যুদ্ধ থেকে অপ্রত্যাশিতভাবে বিজয়ী হয়েছে। এই যুদ্ধ শুরু হয় ৭ মে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন এবং এ ঘটনার জেরে পাকিস্তানের অভ্যন্তরে তথাকথিত ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে ভারতের চালানো এ হামলার পরপরই উভয় পক্ষ পাল্টাপাল্টি সামরিক অভিযান শুরু করে। এসব অভিযানে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ব্যবহৃত হয়। পাকিস্তান তার পাল্টা অভিযানের নাম দেয় ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’। সংঘর্ষে ভারত ফরাসি ও রুশনির্মিত যুদ্ধবিমান ব্যবহার করে।

অন্যদিকে, পাকিস্তান ব্যবহার করে চীনের সঙ্গে তাদের যৌথ উদ্যোগে নির্মিত জে-১০ ও জে-১৭ যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি- তাদের যুদ্ধবিমান অন্তত ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে নতুন করে কেনা ফরাসি রাফালও রয়েছে। দিল্লি এ দাবির কোনো জবাব দেয়নি। ‘ক্ষতি যুদ্ধের অংশ’- ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এয়ার মার্শাল এ কে ভারতি ওই দাবি প্রসঙ্গে গত সপ্তাহে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তবে পাকিস্তান ভারতীয় বিমান ভূপাতিত করেছে, নির্দিষ্ট এ দাবি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন কর্মকর্তারা।

তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, পাকিস্তান সম্ভবত চীনা-নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ সক্রিয় যুদ্ধ পরিস্থিতিতে ব্যাপকভাবে চীনা অস্ত্র ব্যবস্থার ওপর নির্ভর করে পাকিস্তানের বিজয় দাবি করাকে কিছু বিশেষজ্ঞ বেইজিংয়ের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। যদিও অনেকে এ দাবির সঙ্গে একমত নন। কিছু বিশেষজ্ঞ এটিকে চীনের অস্ত্রশিল্পের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে অভিহিত করেন। 

এ বক্তব্যের মাধ্যমে চলতি বছরের জানুয়ারিতে একটি চীনা এআই স্টার্টআপ তাদের সাশ্রয়ী প্রযুক্তি দিয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের চমকে দেওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করে। ‘এ আকাশযুদ্ধ ছিল চীনা অস্ত্রশিল্পের জন্য এক বিশাল বিজ্ঞাপন। এখন পর্যন্ত যুদ্ধ পরিস্থিতিতে নিজের প্ল্যাটফর্মগুলোর কার্যকারিতা পরীক্ষার কোনো সুযোগ চীনের হয়নি বলে মনে করেন চীনের পিপলস লিবারেশন আর্মির অবসরপ্রাপ্ত সিনিয়র কর্নেল ঝৌ বো। 

তার ভাষ্য, এ আকাশযুদ্ধের ফলাফল এটিই দেখিয়েছে, ‘চীনের এমন কিছু ব্যবস্থা রয়েছে, যেগুলো তুলনাহীন।’ ভারত-পাকিস্তান সংঘাতে জে-১০ যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গত সপ্তাহে এ বিমান নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাভিক চেংদু এয়ারক্রাফট নামের প্রতিষ্ঠানের শেয়ারের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে যায়। তবে অন্য কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন, চীনা অস্ত্র ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সময় এখনো আসেনি।

লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ওয়াল্টার ল্যাডউইগ বলেন, চীনা যুদ্ধবিমানগুলো প্রকৃতপক্ষে ভারতীয় বিমানবাহিনীর বিমানগুলো, বিশেষ করে রাফালকে কৌশলে হার মানিয়েছে কি না, তা এখনো নির্ধারণ করা যায়নি। ‘সামরিক কৌশলের সাধারণ নীতি হলো, স্থলভাগের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করে আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

কিন্তু এখানে দেখা যাচ্ছে, ভারতীয় বিমানবাহিনীর অভিযানের লক্ষ্য স্পষ্টতই পাকিস্তানকে কোনো সামরিক জবাব দিতে উসকানি দেওয়া ছিল না। তার মতে, পাকিস্তানের পুরো বিমান প্রতিরক্ষাব্যবস্থা যখন সর্বোচ্চ সতর্কতাবস্থায় ছিল এবং তাদের যুদ্ধবিমান আকাশে ছিল, তখন ভারতীয় পাইলটদের অভিযানে যাওয়ার নির্দেশে দেওয়া হয়। ভারতীয় বিমানবাহিনী তাদের মিশনের বিস্তারিত বা কৌশলগত তথ্য প্রকাশ করেনি।

জে-১০ যুদ্ধবিমান রাফালসহ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এমন প্রতিবেদনগুলোর বিষয়ে বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি। তবে জে-১০ একটি পশ্চিমা অস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে, এ অনিশ্চিত খবরাখবর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়োল্লাস তৈরি করেছে।

ইতালির ভেরোনাভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা দল ‘স্টাডি অব সিকিউরিটি’র চীনবিষয়ক গবেষক কার্লোত্তা রিনাউডো বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য থেকে নিশ্চিত সিদ্ধান্তে (জে-১০ দিয়ে পশ্চিমা অস্ত্রব্যবস্থা ধ্বংস করা) পৌঁছানো কঠিন হলেও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম জাতীয়তাবাদী বার্তায় ভরে গেছে।

এ মুহূর্তে বাস্তবতার চেয়ে ধারণাই বেশি প্রভাব বিস্তারকারী হয়ে উঠেছে। এ দৃষ্টিকোণ থেকে দেখলে প্রকৃত বিজয়ী আসলে চীনই। পাকিস্তান চীনের একটি কৌশলগত ও অর্থনৈতিক মিত্র। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হিসেবে চীন পাকিস্তানে অবকাঠামো নির্মাণে পাঁচ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করছে। অতএব, দুর্বল পাকিস্তান চীনের স্বার্থ নয়।

ভারত-পাকিস্তান এই সাম্প্রতিক সংঘাতে চীন গুরুত্বপূর্ণ পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষক ইমতিয়াজ গুল। তিনি বলেন, ‘ভারতীয় পরিকল্পনাকারীদের জন্য এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তারা সম্ভবত পাকিস্তান ও চীনের মধ্যে আধুনিক যুদ্ধক্ষেত্রে এতটা গভীর সহযোগিতার বিষয়টি কল্পনাও করেননি।’

বিশেষজ্ঞরা বলেন, একটি বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে চীনা যুদ্ধবিমানগুলোর নৈপুণ্য পশ্চিমা দেশগুলোতে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। এর প্রভাব বিশ্ব অস্ত্রবাণিজ্যে পর্যায়ক্রমিকভাবে ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ, আর চীন রয়েছে চতুর্থ স্থানে। চীন সাধারণত মিয়ানমার ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। এর আগে চীনা অস্ত্রব্যবস্থাকে নিম্নমান ও কারিগরি সমস্যার জন্য সমালোচিত হতে হয়েছে।

২০২২ সালে চীন ও পাকিস্তানের যৌথ নির্মিত জেএফ-১৭ যুদ্ধবিমানগুলোর বেশ কয়েকটি কারিগরি ত্রুটির কারণে মিয়ানমারের সামরিক বাহিনী ব্যবহার বন্ধ করে দেয়। নাইজেরিয়ার সামরিক বাহিনীও চীনের তৈরি এফ-৭ যুদ্ধবিমান নিয়ে একাধিক কারিগরি সমস্যার অভিযোগ করেছে। তবে, বেইজিং হয়তো সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের বিস্তারিত নিয়ে মন্তব্য না করতে পারে; কিন্তু তারা এটা দেখাতে আগ্রহী যে তাদের অস্ত্রব্যবস্থা দ্রুত পশ্চিমা দেশের সমকক্ষ হয়ে উঠছে।

চীন পাকিস্তানকে যে যুদ্ধবিমান দিয়েছে, সেগুলো তুলনামূলকভাবে আগের মডেলের। বেইজিং ইতিমধ্যে আরও উন্নত জে-২০ স্টিলথ যুদ্ধবিমান নিজেদের বাহিনীতে যুক্ত করেছে; যা রাডার এড়াতে সক্ষম। 

লেখক: সাংবাদিক।

  • শেয়ার করুন-
 বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়ার প্রথম মৃতুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়ার প্রথম মৃতুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: তিনজনকে ছয় মাসের জেল

নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: তিনজনকে ছয় মাসের জেল

 মায়ের লাশের পাশে কাঁদছিলো ছয় মাসের শিশু,  হত্যাকারী বাবা পলাতক!

মায়ের লাশের পাশে কাঁদছিলো ছয় মাসের শিশু, হত্যাকারী বাবা পলাতক!

 প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 ফুলছড়িতে ছয় ইউপি চেয়ারম্যান আটক

ফুলছড়িতে ছয় ইউপি চেয়ারম্যান আটক

 স্থগিত হলো আলোচিত সেই কবরস্থানের সভাপতি পদের নির্বাচন

স্থগিত হলো আলোচিত সেই কবরস্থানের সভাপতি পদের নির্বাচন

 মেয়র ডা. শাহাদাতের ঘোষণা: বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে

মেয়র ডা. শাহাদাতের ঘোষণা: বর্ষার আগে খাল খনন ও রাস্তা সংস্কারে জোর দিতে হবে

 নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শশুর-বৌ নিহত

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শশুর-বৌ নিহত

 অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা

অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান: পররাষ্ট্র উপদেষ্টা

 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উচ্ছেদ অভিযান

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উচ্ছেদ অভিযান

 বরগুনায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

বরগুনায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

 রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

 জমি বিরোধে হত্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জমি বিরোধে হত্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 ৫০০ শয্যার হাসপাতাল অনুমোদন শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি

৫০০ শয্যার হাসপাতাল অনুমোদন শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি

 ঠাকুরগাঁওয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 কোরবানির হাট নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করলে কঠোর ব্যবস্থা : মেয়র ডা. শাহাদাত

কোরবানির হাট নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করলে কঠোর ব্যবস্থা : মেয়র ডা. শাহাদাত

 পারমিট জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতে মাছ রপ্তানি বন্ধ

পারমিট জটিলতায় বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতে মাছ রপ্তানি বন্ধ

 শিবচরে ভুয়া র‍্যাব পরিচয়ে একজনকে আটক

শিবচরে ভুয়া র‍্যাব পরিচয়ে একজনকে আটক

সংশ্লিষ্ট

ভারত-পাকিস্তান যুদ্ধে যেভাবে ‘জিতল’ চীন

ভারত-পাকিস্তান যুদ্ধে যেভাবে ‘জিতল’ চীন

করিডর : খাল কেটে কুমির আনছি না তো?

করিডর : খাল কেটে কুমির আনছি না তো?

রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ

রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ

শুধু উপার্জনের বিদ্যা নয়, মানুষ হওয়ার শিক্ষার্জনও জরুরি

শুধু উপার্জনের বিদ্যা নয়, মানুষ হওয়ার শিক্ষার্জনও জরুরি