নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৭:৫৫ এএম
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও অব্যাহত নগরায়নের প্রভাবে বাড়ছে বায়ুদূষণ। এই তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (৫ মে) সকালেও শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৫। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা।
একই সময়ে তালিকার শীর্ষে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার একিউআই স্কোর ছিল ২২২। এছাড়া তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি (১৭৬), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৭) এবং ভিয়েতনামের হ্যানয় (১২৬)।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর ওপরে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। এসব মাত্রা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে, বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য।
বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে রাজধানীবাসীর স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
ভোরের আকাশ//র.ন