চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আন্দুল্লাহ আল মুমিন এক আদেশে জানান, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত, উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এবং আশপাশের এলাকায় রাত ১০টা থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।এই সময়ে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র বহন, এমনকি পাঁচজনের বেশি একত্রিত হওয়াও নিষিদ্ধ করা হয়েছে।এর আগে শনিবার সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে অবমাননাকর অঙ্গভঙ্গি করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। বিষয়টি ছড়িয়ে পড়লে কওমি মহলে উত্তেজনা দেখা দেয়। বিকেল থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের বিক্ষোভ শুরু হয়। হাটহাজারী পৌর এলাকায় টায়ার জ্বালিয়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে এবং একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় পুলিশ ফটিকছড়ি থেকে আরিয়ান ইব্রাহিমকে আটক করে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।তবে রাতের দিকে মাদ্রাসাশিক্ষার্থী ও সুন্নি মতাদর্শ অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভোরের আকাশ/হ.র
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।এতে বলা হয়, আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় এই ধারা বলবৎ থাকবে।এসময় পৌর এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও যেকোনো অরাজকতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।ভোরের আকাশ//হ.র
০২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৭ পিএম
গোপালগঞ্জে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।আজ দুপুর পৌনে ৩টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ-ছাত্রলীগ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এদিকে এনসিপির নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন। সারা শহরের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশের মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ