মানিকগঞ্জের ঘিওরে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় তারা গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, “ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে।”তিনি জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদার স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর জীবিকার তাগিদে তিনি জর্ডান যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। তার গ্রামের বাড়ি কুমুরিয়ায় হলেও সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।তিনি জানান, রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ী গ্রামে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন।এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”ভোরের আকাশ/মো.আ.
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৯ এএম
মহেশখালীতে জমি বিরোধের জেরে গুলি করে হত্যা
কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তার ও জায়গাজমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন দোয়েল (৪২)। তিনি মোহাম্মদ শাহঘোনা এলাকার ফজল হকের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গাজমি নিয়ে শাহাদাত হোসেনের সঙ্গে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল বিকেলে শাহাদাতের বড় ভাই লোকমান হোসেনের সঙ্গে সাদ্দামের কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে সাদ্দাম হোসনসহ আরও কয়েকজন শাহাদাতের ওপর হামলা চালান। এর একপর্যায়ে শাহাদাত হোসেনকে গুলি করা হয়। পরে আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত শাহাদাতের বড় ভাই লোকমান হোসেন অভিযোগ করেন, সাদ্দামের সঙ্গে স্থানীয় ‘তারেক বাহিনীর’ লোকজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। সাদ্দাম ওই বাহিনীর নেতা এবং নিহত দোয়েলের ভাতিজা।পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন দোয়েলের বিরুদ্ধে হত্যা-অপহরণসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। অন্যদিকে সাদ্দামও একই ধরনের ৪টি মামলার আসামি। হত্যার ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গতকাল রাতে জমিতে পানি চলাচলের বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে শাহাদাত হোসেন দোয়েল নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।ভোরের আকাশ/মো.আ.
২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১ পিএম
স্ত্রীকে ধর্ষণের পর স্বামীর গলাকেটে হত্যা, ঘাতক আটক
কক্সবাজার সদরে রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় এঘটনা ঘটে।নিহতের নাম রঞ্জন চাকমা (৫৫)। তিনি রাঙামাটি জেলার বাসিন্দা। গ্রেপ্তার আসামির নাম বীরেন চাকমা (৫৪)।জানা গেছে, রাঙামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা তার স্ত্রী কালো দেবী চাকমাকে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকেন।স্থানীয়রা জানান, রাতে রঞ্জনের স্ত্রী কালো দেবী চাকমাকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে সন্দেহ হয়। পরে ব্যাগ হাতে পালানোর সময় তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন। ঘাতক মদ্যপ অবস্থায় ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৬ পিএম
গাজীপুরে মামাকে কুপিয়ে হত্যা, ট্রেন থেকে গ্রেপ্তার ভাগ্নে
গাজীপুরে মামাকে হত্যা করে ট্রেনে করে পালানোর সময় অভিযুক্ত ঘাতক ভাগ্নে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে তাকে চট্টগ্রামগামী ঢাকা মেইল থেকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। ট্রেনটি তখন আখাউড়ায় যাত্রাবিরতিতে ছিল।গ্রেপ্তার ওই ভাগ্নের নাম সৌরভ হাসান রুদ্র (২২)।পুলিশ জানায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) জয়দেবপুরের ভবানিপুর গ্রামের আনিসুর রহমানকে (৩১) তার ভাগ্নে সৌরভ পারিবারিক কলহের জেরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বৃহস্পতিবার জয়দেবপুর থানায় মামলা হয়। হত্যাকাণ্ডের পর সৌরভ পালিয়ে যায়। মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সৌরভ এ হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ করা হয়।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার সৌরভ হাসান রুদ্রকে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।ভোরের আকাশ/মো.আ.
যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে তর্কে জড়ানোর ঘটনায় এক ভারতীয়র ওপর হামলা চালিয়ে শিরশ্ছেদ করেছে তারই সহকর্মী। বুধবার (১০ সেপ্টেম্বর) কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমল্লাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার ওপর হামলা চালান। খবর এনডিটিভিভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) মোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত চন্দ্র নাগমল্লাইয়া পরিচ্ছন্নতা কর্মী- ৩৭ বছর বয়সী কিউবান অভিবাসী ইয়োর্ডানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মার্টিনেজ একটি মাচাতে (চাপাতি) দিয়ে নাগমল্লাইয়াকে একাধিকবার আঘাত করতে থাকে। এ সময় নাগমল্লাইয়া দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন।ঘটনাস্থলে নাগমল্লাইয়ার স্ত্রী এবং ১৮ বছর বয়সী ছেলে উপস্থিত ছিলেন। তারা দৌড়ে এসে মাটিনেজকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নাগমল্লাইয়ার শিরশ্ছেদ করে মাটিনেজ।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্টিনেজ নাগমল্লাইয়ার কাটা মাথা নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মাচাতেসহ তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় নিন্দা জানিয়ে এক এক্স বাতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ‘কর্মক্ষেত্রে নাগমল্লাইয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছি। অভিযুক্ত ব্যক্তি ডালাস পুলিশের হেফাজতে রয়েছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।এদিকে অভিযুক্ত মার্টিনেজের বিরুদ্ধে অপরাধমূলক ইতিহাস রয়েছে বলে জানা গেছে, এরআগে গাড়ি চুরি এবং হামলার অভিযোগ গ্রেফতার করা হয়েছিল তাকে।ভোরের আকাশ/তা.কা
১২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২০ পিএম
মানিকগঞ্জে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুরে অর্থ-সম্পদের দ্বন্দ্বের জেরে ছেলের হাতে মায়ের মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম করুনা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) হত্যার পর পালিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অর্থ-সম্পদ নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরে ভোর রাতে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতর মাকে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই করুনা রানী ভদ্র মারা যান।খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/এসএইচ
১১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩০ পিএম
হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শরীফ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত শরীফ গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। আহতরা হলেন নিহত শরীফের বড় ভাই মাসুদ মিয়া (৪০)। তিনি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও উজ্জ্বল মিয়া (৩৫) শরীফের ভাগ্নে ও আব্দুস সালামের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর গোবিন্দপুর এলাকার মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করেন। এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই এলাকার মজিবুর রহমানের শ্যালককেও বিদেশে পাঠানোর কথা। বিমানের টিকিটের জন্য মাসুদ মিয়াকে ৬০ হাজার টাকাও প্রদান করে মজিবুর। কিন্তু দেরি হওয়ায় সোমবার সন্ধ্যায় মাসুদের দোকানে এসে মাসুদকে খোঁজ করে না পেয়ে দোকানের সামনে বসে থাকা মাসুদ মিয়ার ভাই শরীফ মিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শরীফ মিয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে শরীফ মিয়া মারা যায়।মাসুদ মিয়া ঘটনাস্থলে গিয়ে মজিবুরকে বাজার থেকে খুঁজে বের করে জিজ্ঞেস করলে মাসুদ মিয়াকেও ছুরিকাঘাত করে। ভাগ্নে উজ্জ্বল মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় মজিবুর।স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফ মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর ২ জনের অবস্থা গুরুতর। ডাক্তার মাসুদ ও উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, মজিবুর ও মাসুদ মিয়ার মধ্যে বিরোধ ছিল। ঐ বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/মো.আ.
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৫ পিএম
কুলাউড়ায় হত্যা মামলার আসামির ২ দিনের রিমান্ড
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের একমাত্র হত্যাকারী জুনেলকে এবার মৌলভীবাজার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) ওমর ফারুকের উপস্থিতিতেে ৮ সেপ্টেম্বর (সোমবার) ৩য় বারের মতো খুনি জুনেলের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।আসামি জুনেলের রিমান্ড মঞ্জুর হয়েছে এ খবর শুনে আনজুমের পরিবারের সদস্যরা ও এলাকায় সাধারণ জনগণের মধ্যে এবার অনেকটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে।উল্লেখ্য, স্কুলছাত্রী আনজুমের হত্যার ঘটনার ২ দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেফতার করলে তাদের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে সে । এরপর প্রথমে গত ১৯ জুন তাকে আদালতে তুললে চত্বরে খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিয়ে বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে চলনার আশ্রয় নেয়। এরপর ২য় বারের মতো গত ৩০ জুন রিমান্ডের জন্য আদালতে জুনেলকে তুললে আদালত রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেয় এতে এতদিন থেকে আনজুম হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়, এরপর জেলা জুড়ে ও স্কুলে স্কুলে শুরু লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও আন্দোলন।অবশেষে ৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে ৩য় বারের মতো মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায় রিমান্ড আবেদনের জন্য তুলা হয় আসামি জুনেলকে। তবে এবার আসামি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আনজুমের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।আনজুমের একমাত্র খুনি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় এবার সুষ্ঠু বিচার পাবেন বলে মনে করেন খুন হওয়া স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক রিমান্ডের সত্যতা নিশ্চিত করে ঠিকানাকে জানান,আমরা আদালতে খুনি জুনেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।ভোরের আকাশ/মো.আ.
০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৩ পিএম
ভান্ডারিয়ায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা দায়ের
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পুত্র তানভীর হাসান রাকিন বাদী হয়ে পাঁচজনকে আসামী করে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন।মামলার প্রধান আসামী রুবেল খানকে ঘটনার ৬ ঘন্টা পরে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার সকাল ৯ টায় নিহত রেজাউল করিম ঝন্টুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে নিহত ঝন্টুর ছেলে তানভীর হাসান বাদী হয়ে পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী রুবেল খানকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।উল্লেখ্য, গত শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে নারিকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে রেজাউল করিম ঝন্টু কুপিয়ে হত্যা করে রুবেল খান। নিহত ঝন্টু বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।ভোরের আকাশ/জাআ
৩০ আগস্ট ২০২৫ ০৬:৩১ পিএম
চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় তুফানের চাতালের অদূরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়বের সঙ্গে তাদের আপন ভাতিজা একই এলাকার দুখমিয়ার ছেলে বাবুর (৪৩) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটানোর জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।আজ বেলা ১২ টার দিকে মিরাজ এবং তার বাবা আলোকদিয়া নতুনপাড়া পোলের মাঠের চাতালে পাট শুকাচ্ছিলেন। তখন বাবু এবং রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তার বাবা তৈয়ব মারাত্মকভাবে জখম হন।আহত তৈয়বকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মিরাজের মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবু ও রাজুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। বর্তমানে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।ভোরের আকাশ/তা.কা
২৬ আগস্ট ২০২৫ ০৩:৫৩ পিএম
খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৩৭) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় থাকতেন শামীম। সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের পেছন দিকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে পরিবারের সদস্যরা তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করছিলেন শামীম।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।ভোরের আকাশ/মো.আ.