বিভক্তির প্রায় আট বছর পর আবারও এক করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগকে একত্র করে নতুনভাবে “স্বরাষ্ট্র মন্ত্রণালয়” গঠনের ঘোষণা দেয়।‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে জারি করা এ প্রজ্ঞাপনের আগে বিষয়টির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানের সই করা চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।চিঠিতে বলা হয়, দুই বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা ও গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে এই একত্রীকরণ করা হয়েছে।উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে ভাগ করা হয়। জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। অপরদিকে সুরক্ষা সেবা বিভাগের অধীনে ছিল পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুটি বিভাগকে একীভূত করার আলোচনা চলছিল। বর্তমানে সিনিয়র সচিব নাসিমুল গনি একযোগে উভয় বিভাগের সচিবের দায়িত্ব পালন করছেন।ভোরের আকাশ//হ.র
০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪১ পিএম
পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে রদবদল
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি হিসেবে চলতি দায়িত্বে থাকা ১২ জন কর্মকর্তাকে একই পদে নিয়মিত করা হয়েছে। একই সঙ্গে, সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ৬ জনকে ডিআইজি পদে নিয়মিত করা হয়েছে।এছাড়া অপর একটি প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজিকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। অন্য আরেক প্রজ্ঞাপনে ১৪ জন পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করা হয়েছে। এই রদবদলকে পুলিশের প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
২৫ আগস্ট ২০২৫ ০৭:৪১ পিএম
হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।ভোরের আকাশ/এসএইচ
১৮ আগস্ট ২০২৫ ১২:২৯ পিএম
সহকারী কমিশনার আরিফুজ্জামান বরখাস্ত
গত বছরের ১৪ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান।বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আরিফুজ্জামান, সাবেক সহকারী পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর বর্তমানে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।সেহেতু, মো. আরিফুজ্জামানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ ও পলায়ন’ এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।ভোরের আকাশ/এসএইচ
১৪ আগস্ট ২০২৫ ০৫:৪৩ পিএম
অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা
পুলিশের ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করেছে সরকার। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।অতিরিক্ত আইজি হলেন যারা- এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার ০৯-১০-২০২৪ তারিখের ০৭.১৫৫.০১৫.৪৪.০৩.০৩৪.২০১০ (অংশ-২)-৫৪০ নং পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে উপরোক্ত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলো।এতে আরও বলা হয়েছে, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে ও পদ সৃজনের তারিখ থেকে সাতটি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।ভোরের আকাশ/এসএইচ
১১ আগস্ট ২০২৫ ০৪:৩১ পিএম
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে সব জেলার এসপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার হাতে এসপি ও ওসিদের বদলি পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে।তিনি বলেন, আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য কাজ করবে। তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নিজ নিজ এলাকায় তাঁরা প্রশিক্ষণ নেবেন। তিনি আরও বলেন, নির্বাচন জাতীয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য যা যা করার দরকার তা করা হবে।জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে দিকনির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমরা আমাদের কাজ এগিয়ে নিচ্ছি। ওই ভাষণের ধারাবাহিকতায় আজকে এই সভা ডাকা হয়েছে। নির্বাচনের আগে যে সমস্ত লজিস্টিক সাপোর্ট দরকার তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৬ আগস্ট ২০২৫ ০৫:১৩ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বরিশাল বিভাগের পুলিশ ইউনিটের মতবিনিময় সভা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নাসিমুল গনি মহোদয়ের উপস্থিতিতে বরিশাল বিভাগে অনুষ্ঠিত হলো এক বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠান।শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।ছবি : ভোরের আকাশআয়োজক বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর পক্ষ থেকে অতিথিকে সাদর অভ্যর্থনা ও সংবর্ধনা জানান আরআরএফ বরিশালের সুযোগ্য কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন মহোদয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।ছবি : ভোরের আকাশবরিশাল বিভাগের মহানগর ও জেলা পর্যায়ের সকল পুলিশ ইউনিটের প্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সচিব মহোদয়।ছবি : ভোরের আকাশতিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে পুলিশের দায়িত্ব ও ভূমিকা, শৃঙ্খলা, পেশাদারিত্ব, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, আত্মশুদ্ধি, দায়িত্ব-কর্তব্য পালনের নীতিমালা ও এড়িয়ে চলার বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। সভায় ভাষা আন্দোলন ১৯৫২, মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পরে পুলিশ লাইন্স মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। সভায় বরিশাল বিভাগের সকল ইউনিট প্রধান, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য যেমন নিরাপত্তা প্রয়োজন, তা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে ঘটনা যে ঘটেছে সেটি তো আমি অস্বীকার করছি না। এটাতো রাজনীতি। রাজনীতি করতে গেলে তো অনেক কিছু অনেক সময়...আগে যখন আমরাও (রাজনীতি) করেছি, তখন ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেনা সেটি হচ্ছে আমাদের কথা, আমরা ব্যবস্থা নিতে পারছি কেনা। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। জেলায় আস্তে আস্তে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ০৩:৫২ পিএম
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলা) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।বুধবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসানুজ্জামান মোল্যা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর এই অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য হওয়ায় তাঁকে একই বিধিমালার ১২(১) উপবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুলাই ২০২৫ ০১:০৭ পিএম
সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
দীর্ঘদিন কর্মস্থলে যোগ না দেওয়া চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনাসহ ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন গুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি।প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নুরে আলম মিনা বর্তমানে সারদা পুলিশ লাইনে সংযুক্ত, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে ২০১৮ সালের চাকরি বিধির ১২ ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার বর্তমানে রেঞ্জ পুলিশ, বরিশালে সংযুক্ত। গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁকে সাময়িক দরখাস্ত করা হয়েছে।এ ছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার রহমতুল্লাহ চৌধুরী বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, শিল্প পুলিশে সংযুক্ত। তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০১ জুলাই ২০২৫ ০৪:৫৯ পিএম
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসিফ মাহমুদের কাছে একে-৪৭ নয়, বরং একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, যা ভুলবশত সঙ্গে নিয়ে গেছেন। তিনি ঘটনাটিকে ‘জাস্ট একটা ভুল’ হিসেবে ব্যাখ্যা করেছেন।সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।এ সময় তাকে প্রশ্ন করা হয়, বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স এখনো ৩০ হয়নি। তাহলে তিনি এটা কীভাবে পেলেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। কারণ দুই দফায় স্ক্যানিংয়ে এটি ধরা পড়েনি, তৃতীয় দফায় ধরা পড়েছে। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধরেন আমার ভাই একজন নেতা। উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইন সমান হয়, সেটা বলে দেওয়া হয়েছে।সভায় পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক নানা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে এসব অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা।ভোরের আকাশ/এসএইচ